Kolkata Police Reasoning Practice Set PDF | কলকাতা পুলিশ রিজনিং প‍্যাকটিস সেট -১

টেলিগ্ৰামে জয়েন করুন

Kolkata Police Reasoning Practice Set PDF | কলকাতা পুলিশ রিজনিং প‍্যাকটিস সেট -১

Kolkata Police Reasoning Practice Set : কলকাতা পুলিশ 2022 পরীক্ষার জন‍্য KP Reasoning Practice Set টি প্রদান করা হল। আপনারা এই Kolkata Police Reasoning Practice Set গুলি অনুশীলনের মাধ্যমে খুবই হেল্পফুল হবে।

সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন‍্য উক্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা লাভের জন্য প্র্যাকটিস সেট গুলি দেওয়া খুবই আবশ্যিক। তোমরা চাইলে Kolkata Police Reasoning Practice Set PDF টি ডাউনলোড করে নিয়েও অনুশীলন করতে পারো।

Kolkata Police Reasoning Practice Set :

1. 7,7,14,42,168,?

A.840
B.672
C.504
D.336

উ‌‌ত্তর: 840 .

2.C,?,K,O,S

A.D
B.E
C.F
D.G

উত্তর : G.

3. বেমানান শব্দ চিহ্নিত কর:
A. রেডিও
B. টেলিভিশন
C. কম্পিউটার
D. মোবাইল

উত্তর: রেডিও 

4. Lawyer: court:: Chef:?

A.Road
B.Drama
C. Kitchen
D.Stage

উত্তর: Kitchen .

5. কোনো সাংকেতিক ভাষায় Star এর Tubs লেখা হলে ওই ভাষায় Fish কে কি লেখা হবে ?

A.Ghit
B.Gjti
C.Hgit
D.Gtji

উত্তর : Gjti.

6. ‘কমলালেবু’ যদি ‘মাখন’ হয়, ‘মাখন’ যদি ‘সাবান’ হয়, ‘সাবান’ যদি ‘কালি’ হয়, ‘কালি’ যদি ‘মধু’ হয়, এবং ‘মধু’ যদি ‘কমলালেবু’ হয়,তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয় ?

A. কমলালেবু
B. কালি
C. মধু
D. মাখন

উত্তর: কালি

7. ‘দক্ষিণ-পশ্চিম’ যদি ‘উত্তর-পূর্ব’ হয়, ‘দক্ষিণ-পূর্ব ‘ যদি ‘উত্তর পশ্চিম’ হয়, তবে ‘পশ্চিম’ কে কি বলা হবে ?

A. উত্তর
B. পূর্ব
C. উত্তর-পশ্চিম
D. দক্ষিণ – পূর্ব

উত্তর: পূর্ব 

8. মহেন্দ্র 30 মিটার পূর্ব দিকে হাঁটার পর ডান দিকে ঘুরে আরও 40 মিটার হাঁটলো । সে আবার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটল । শুরু স্তান থেকে এখন সে কোন দিকে আছে ?

A. উত্তর -পূর্ব
B. পূর্ব
C. দক্ষিণ – পূর্ব
D. দক্ষিণ

উত্তর: দক্ষিণ – পূর্ব 

9. Destination

A. National
B. Condition
C. Present
D. station

Ans: station .

10. অভিধান অনুযায়ী সাজিয়ে লেখ :

a). Regular
b). Regulator
c). Regulate
d). Regret
e). Registry

A.5,4,1,2,3
B.4,2,3,1,5
C.3,4,1,5,2
D.5,4,1,3,2

Ans:5,4,1,3,2 .

11. ইংরেজি বর্ণমালার শেষ থেকে দশম বর্ণের বাঁদিকের 13 তম বর্ণের ডান দিকের 15 তম বর্ণ কোনটি ?

A.S
B.T
C.U
D.V

উত্তর: S.

12. নীচের বর্ণ শ্রেণিটিতে কতগুলি G আছে যার উভয় পাশে K ও N আছে ?
AKGLMNDQKGCSNGKTGKGNDZPUXGKE

A.3
B.4
C.5
D.2

উত্তর: 2 .

13.নীচের শ্রেণিটিতে কতগুলি 9 আছে যাদের ঠিক আগের 3 এবং ঠিক করে 6 আছে ?
3 9 6 9 3 9 3 9 3 9 6 3 6 3 9 6 6 6 9 5 6 9 3 9 6 6 9 3

A.4
B.3
C.5
D.2

উত্তর: 4 .

14. গতকালের আগের দিন সোমবার হলে আগামীকাল কি বার হবে?

A. বৃহস্পতিবার
B. বুধবার
C. শুক্রবার
D. মঙ্গলবার

উত্তর: বৃহস্পতিবার 

15.25 January 2008, সোমবার হলে ,2 মার্চ 2008 কি বার হবে ?

A. মঙ্গলবার
B. শনিবার
C. রবিবার
D. সোমবার

উত্তর: রবিবার 

16.সঠিক উত্তর নির্ণয় করুন -6 : 8 : : 4 :

A. 12.2
B. 12
C. 16
D. 8

উত্তর : 12

17.’যোগ’ মানে ‘গুণ’, ‘ভাগ’ মানে ‘যোগ’ , ‘বিয়োগ’ মানে ‘ভাগ’ এবং ‘গুন’ মানে ‘বিয়োগ’ হলে ,

A.-1
B.3
C.2
D.4

উত্তর: 2 

18.12+8=240 ,8+6=112 এবং 10+2=120 হলে,11+9=কত ?

A.210
B.220
C.310
D.412

উত্তর: 220 

19. a.কাগজ , b.বাঁধাই , c.ছাপা, d. বই, e.গাছ

A.b,c,d,a,e
B.e,b,a,c,d
C.e,a,c,b,d
D.a,d,b,c,e

Ans: e,a,c,b,d .

20. রমা একটি ছেলের পরিচয় দিতে গিয়ে বলল , “এ হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে”। ছেলেটি মেয়েটির কে হয় ?

A.ভাইপো
B.ভাই
C. কাকা
D. ঠাকুরদা

উত্তর: ভাই 

21. A হলো B এর বোন । B হলো C এর বাবা ।D হলো B এর মা । F হলো E এর কন্যা । E হল D এর একমাত্র পুত্রবধূ । নিচের কোনটি সঠিক নয় ?

A.D হল F এর ঠাকুমা
B.F হল A এর ভাইয়ের মেয়ে
C.A হল C এর মাসি
D.E হল C এর মা

উত্তর: A হল C এর মাসি

22-26. একটি সপ্তাহের সোমবার থেকে রবিবার পর্যন্ত কয়েকটি বিষয় যেমন – Maths, Zoology, Botany, Chemistry, Physics, English এবং statistics পড়ানো হয় । Chemistry পড়ানো হয় বৃহস্পতিবার । Zoology পড়ানোর ঠিক আগের দিন English পড়ানো হয় না । মঙ্গলবার এবং শনিবার English পড়ানো হয় না। Chemistry ও Botany এর মাঝে শুধুমাত্র একটি বিষয় পড়ানো হয় । Math ও Zoology এর মাঝে শুধুমাত্র দুটি বিষয় পড়ানো হয় । সোমবার ও রবিবার statistics পড়ানো হয় না।

22. কোন বার Physics পড়ানো হয় ?

A. সোমবার। C. বুধবার
B. মঙ্গলবার। D. বৃহস্পতিবার।

উত্তর: সোমবার 

23. Botany ও Zoology এর মাঝে কয়টি বিষয় পড়ানো হয় ?

A.0 C.3
B.1 D.4

উত্তর: 3

24. শনিবার কোন বিষয় পড়ানো হয়?

A. Botany. B. Physics .
C. Zoology D. Math

উত্তর: Zoology 

25. Statistics কোন বার পড়ানো হয় ?

A. মঙ্গলবার। B. বুধবার
C. বৃহস্পতিবার। D. শুক্রবার

উত্তর: শুক্রবার 

26. Statistics: Zoology, physics : Botany হলে Chemistry: ?

A. Math. B. Statistics.
C. Physics. D. অনির্ণেয়

উত্তর: statistics .

27.i) No paper is a book.
ii) all books are words.
iii) No word is a letter.
Conclusion:i) No letter is a book.
ii) all letters being paper is a
Possibility.

A . শুধুমাত্র i সত্য
B . শুধুমাত্র ii সত্য
C . উভয়ই সত্য নয়
D . উভয়ই সত্য

উত্তর: উভয়ই সত্য 

28.512:64 ::729: ?

A.49. C.9
B.60 D.81

Ans: 81 

29.Cat:Mew :: Goat: ?

A.Grunt. C.Howl
B.Bleat. D.Bray

Ans: Bleat 

30. বেমানান শব্দ চিহ্নিত কর :

A.March. B.December
C.July. D.September

Ans: September

আরও দেখুন : 

কলকাতা পুলিশ প‍্যাকটিস সেট -১

PDF DOWNLOAD ZONE

File Name : Kolkata Police Reasoning Practice Set 
Language : বাংলা 
Size: 106 KB
Clik Here To Download

1 thought on “Kolkata Police Reasoning Practice Set PDF | কলকাতা পুলিশ রিজনিং প‍্যাকটিস সেট -১”

Leave a Comment