Kolkata Police Math Practice Set PDF | কলকাতা পুলিশ গণিত প‍্যাকটিস সেট

টেলিগ্ৰামে জয়েন করুন

Kolkata Police Math Practice Set PDF | কলকাতা পুলিশ গণিত প‍্যাকটিস সেট

Kolkata Police Math Practice Set PDF – কলকাতা পুলিশ গণিত প‍্যাকটিস সেট : KP Math Practice Set – কলকাতা পুলিশ ম‍্যাথ প‍্যাকটিস সেট প্রদান করা হল। এই Kolkata Police Math Practice Set এর প্রশ্ন গুলি খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামী কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চলেছো তাদের জন‍্য এই Kolkata Police Math Mock Test টি খুবই গ্ৰহনযৌগ‍্য হবে।

Kolkata Police Math Practice Set – কলকাতা পুলিশ গণিত প‍্যাকটিস সেটি গুলিতে অংশগ্ৰহণের মাধ‍্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারবে। নীচে Kolkata Police Math Practice Set PDF Download লিঙ্কটি প্রদান করা হল তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক Kolkata Police Math Practice Set টি।

Kolkata Police Math Practice Set :

1. ভাজক হল ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ । যদি ভাগফল 16 হয়,তাহলে ভাজ্য কত ?

A.400
B.480
C.6400
D.6480

Ans: D.

2.এক মেগাবাইট= ?

A.1048576 বাইট
B.1068576 বাইট
C.1058576 বাইট
D.1074568 বাইট

Ans: A.

3. দুটি সংখ্যার যোগফল হল 216 এবং তাদের গসাগু হলো 27 । সংখ্যাগুলি কত ?

A.27,189
B.81,189
C.108,108
D 154,162

Ans: A.

4. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 964,1238 এবং1400 কে ভাগ করলে যথাক্রমে 41, 31 এবং 51 ভাগশেষ থাকবে ?

A.61
B.71
C.73
D.81

Ans: B.

5. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

A.7/8
B.13/16
C. 31/40
D.63/80

Ans: A.

6.29•92×2•4×11•5-141•27=?

A.121•17
B.147•51
C.152•21
D.187•95

Ans: C .

7. তরুণ প্রতিদিন 1600 মি.লি. করে দুধ গ্রহণ করে । 4 সপ্তাহে সে মোট কত লিটার দুধ গ্রহণ করবে?

A.41•6
B.42•6
C.43•4
D.44•8

Ans: D.

8.6% হারে 900 টাকার কত বছরের সুদ 5%হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে ?

A.3 বছর
B.4 বছর
C.5 বছর
D.2 বছর

Ans: B.

9.3000 টাকা যতদিনে সুদে মূলে 4321 টাকা হয়েছে তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধি হারে সুদে মূলে কত হবে ?

A.3800
B.3600
C.3500
D.3400

Ans: B.

10. একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা । ঘোড়ার মূল্য 30%ও গরুর মূল্য 4০% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা । ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ ?

A.2 গুণ
B.4 গুণ
C.3 গুণ
D.অনির্ণেয়

Ans: A.

11. এক ব্যক্তি 9 কিমি/ঘন্টা বেগে 18 কিমি দূরবর্তী কোন স্থানে যায় । প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট বিশ্রাম নেয় । সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?

A.3.5/12 hr.
B.3.1/12 hr.
C.3.7/12 hr.
D.3.1/2 hr.

Ans: A.

12. ক্লাসে যারা পাস করেছে তাদের মধ্যে রাজার স্থান হল প্রথম থেকে 11 ও নিচ থেকে 31, 3 জন ছাত্র পরীক্ষা দেয়নি এবং 1 জন ফেল করেছে । ক্লাসে কতজন ছাত্র ছিল ?

A.46
B.45
C.44
D.47

Ans: B.

13.একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70 টি প্রাণী আছে । তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে, ছাগলের সংখ্যা নির্ণয় করুন ।
A.30
B.40
C.20
D.25

Ans: C.

14. দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেল এর অনুপাত 2:1 এবং 7:2 । এই দুই প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে ?

A.2:5
B.5:2
C.3:8
D.8:3

Ans: D.

15. কোন ক্রিকেট খেলোয়ার সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল । 17 বার খেলার পর তার রানের গড় কি হল ?

A.35
B.31
C.39
D.37

Ans: 37 .

16.A এর মান B এর থেকে 25% বেশি । B এর মান A অপেক্ষা শতকরা কত কম ?

A.25%
B.33.1/3%
C.20%
D.30%

Ans: C.

17.A 1800 টাকা কিছুদিনের জন্য এবং B 1000 টাকা 9 মাসের জন্য কোন ব্যবসায় খাটাল । A এবং B এর লাভ সমান হলে A এর টাকা ব্যবসায় কতদিন নিযুক্ত ছিল ?

A.6মাস
B.9মাস
C.7মাস
D.5মাস

উত্তর: D.

18.7 টি সংখ্যার গড় 13 , একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায় । কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল?

A.17
B.10
C.13
D. কোনোটিই নয়

Ans: B.

19. পরপর পাঁচটি জোড় সংখ্যার সমষ্টি 90 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত হবে ?

A.38
B.46
C.36
D.42

Ans: C.

20.1 থেকে 35 পর্যন্ত পরপর জোড় সংখ্যা গুলির বর্গের গড় কত ?

A.484
B.450
C.490
D.420

Ans: D.

21. দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 16 মিনিটে জলপূর্ণ করা হয় । দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি কে বন্ধ করলে 8 মিনিটে জলপূর্ণ হবে ?

A.15 মিনিট
B. 8 মিনিট
C. 6 মিনিট
D.10 মিনিট

Ans: C.

22. 584×328×547×613 এর এককের অঙ্ক কত?

A.4
B.6
C.2
D.1

Ans: C.

23.157*234 সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হলে * স্থানে কোন অংকটি বসবে ?

A.2
B.1
C.0
D. কোনোটিই নয় ।

Ans: A.

24. কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 4:5 হলে , বার্ষিক সুদের হার কত ?

A.20%
B.25%
C.26.5%
D.30%

Ans: B.

25. একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ?

A.60মিটার
B.65 মিটার
C.70মিটার
D.75মিটার

Ans: B.

26.একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় ,1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়।দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল?

A.1600
B.1640
C.1630
D.1623

Ans: D.

27. কোন সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয় । সংখ্যাটি কত ?

A.102
B.220
C.120
D.210

Ans: C.

28. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত?

A.48 বছর
B.30 বছর
C.24 বছর
D.36 বছর

Ans: C.

29. 1÷[1+1÷{1+1÷(1+1÷1+1÷2)}]

A.2/13
B.11/13
C.8/13
D.কোনোটিই নয় ।

Ans: C.

30.একটি প্রশ্নপত্রে 100 টি 2 নম্বরের প্রশ্ন আছে । প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে । একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 পেল ।সে কটি
প্রশ্নের উত্তর সঠিক করেছিল ?

A.70
B.80
C.60
D.65

Ans: C

31. নিম্নলিখিত গুলির মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি ?
6/7,5/6,7/8,4/5

A.6/7
B.5/6
C.7/8
D.4/5

Ans:C.

32.একটি ব্যাটসম্যান 12 তম ইনিংসে 63 রান করার পর তার গড় রান 2 বৃদ্ধি পায় । 12 টি ইনিংসে তার গড় রান কত ?

A.39
B.41
C.36
D.44

Ans: B.

33. ক্ষুদ্রতম তিন অঙ্কের মৌলিক সংখ্যা কত ?

A.101
B.103
C.107
D. কোনোটিই নয়

Ans: A.

34. একটি পরীক্ষায়, একজন ছাত্র 15 টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 40 নম্বর পেল ।যদি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে,( 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন) তাহলে সে 2 নম্বরের কতগুলি প্রশ্নের উত্তর করেছে ?

A.5
B.10
C.20
D.40

Ans: B.

35.{(64-38)×4}÷13=?

A.4
B.1
C.8
D.2

Ans: C.

36. একজন ব্যক্তি এবং তার পুত্রের গড় বয়স হল 40 বছর । তাদের বয়সের অনুপাত যথাক্রমে 11:5। পুত্রের বয়স কত?

A.30
B.24
C.25
D.40

Ans: C.

37. A,B,C,D,E পাঁচটি ক্রমান্বয়ে অবস্থিত বিজোড় সংখ্যা ।A ও C এর সমষ্টি 146 । E এর মান কত ?

A.71
B.73
C.81
D.79

Ans: D.

38. সুবর্ণ এবং সুকান্ত বয়সের অনুপাত 8:7 । 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:12 । তাদের বয়সের পার্থক্য কত ?

A.2 বছর
B.4 বছর
C.6 বছর
D.8 বছর

Ans: A.

39.40% এর 265 + 35% এর 180=50% এর?

A.84.5
B.169
C.253.5
D.338

Ans: D.

40. ধার্য মূল্যের উপর 12% ছাড় দিয়ে সুজাতা কোন জিনিস 528 টাকায় বিক্রি করল । জিনিসটির ধার্য মূল্য কত ?

A.600
B.650
C.700
D.800

Ans: A.

41.যদি a:b=2:3,b:c=2:4 এবং c:d=2:5 হয়, তাহলে a:d =?

A.2:15
B.1:3
C.5:8
D.3:7

Ans: A.

42.8 টি ফ্যান এবং 14 টি চুল্লির দাম 36,520 টাকা তাহলে 12টি ফ্যান এবং 21টি চুল্লির দাম কত?

A.56,800 টাকা
B.54,780 টাকা
C.57,950 টাকা
D. নির্ণয় করা যাবে না ।

Ans: B.

43. 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে।তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে ?

A.8 দিনে
B.10 দিনে
C.11দিনে
D.12 দিনে

Ans: D.

44. নীচের কোন ট্রেনটি দ্রুততম ?

A.25মিটার/সেকেন্ড
B.1500মিটার/মিনিট
C.90কিমি/ঘন্টা
D. কোনোটিই নয়

Ans: D.

45. একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি পথ নৌকায় যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত ?

A.3কিমি/ঘন্টা
B.6কিমি/ঘন্টা
C.10কিমি/ঘন্টা
D.12কিমি/ঘন্টা

Ans: A.

46. চক্রবৃদ্ধি হার সুদে কোন টাকা চার বছরে 2গুণ হলে ,কত বছরে 8 গুণ হবে?

A.8
B.10
C.12
D.9

Ans: C

47. প্রথম 52 টি জোড় সংখ্যার গড় কত ?

A.26
B.52
C.53
D.78

Ans : C.

48. 9 টি পেনের ক্রয়মূল্য 11 টি পেনের বিক্রয় মূল্যের সমান , শতকরা লাভ বা ক্ষতির হার কত ?

A.12 %
B.10 %
C.20 %
D.None

Ans: D.

49. একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে 70 টি প্রাণী আছে । তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে , কোন প্রাণী কটি করে আছে ?

A.30,40
B.50,20
C.60,10
D.25,45

Ans: B.

50. 41209 এর বর্গমূল কত ?

A.209
B.207
C.213
D.203

Ans: D.

PDF DOWNLOAD ZONE

File Name : Kolkata Police Math Practice Set 
Language : Bengali 
Size : 106 KB
Clik Here To Download

আরও দেখুন :
▪️Kolkata Police Reasoning Practice Set 

▪️Kolkata Police Syllabus 

1 thought on “Kolkata Police Math Practice Set PDF | কলকাতা পুলিশ গণিত প‍্যাকটিস সেট”

Leave a Comment