Kolkata Police GK Mock Test | কলকাতা পুলিশ মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

Kolkata Police GK Mock Test | কলকাতা পুলিশ মকটেস্ট

Kolkata Police GK Mock Test – কলকাতা পুলিশ মকটেস্ট : Kolkata Police Gk Mock Test এর পর্বটিতে আপনাদের স্বাগতম। এই পর্বটিতে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা পুলিশ (KP) পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর প্রদান করা হয়েছে। এই Kolkata Police Gk Mock Test Bengali পর্বে ভারতের ইতিহাস, ভূগোল , বিজ্ঞান এর বাছাই করা কিছু প্রশ্ন দেওয়া হয়েছ।

Kolkata Police Gk Mock Test : এই মকটেস্ট টিতে অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে পারবে। আপনাদের জ্ঞান অর্জন এবং নতুন কিছু শেখার উদ্দেশ্যে এই Kolkata Police Gk Mock Test পর্বটিতে অংশগ্রহণ করুন।

Kolkata Police GK Mock Test :

1. বক্সাইট উৎপাদনে  যে রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে ?

A. আসাম
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. ওড়িশা

উত্তর : D

2. বুড়াচাপোড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ?

A. আসাম
B. বিহার
C. ত্রিপুরা
D. পশ্চিমবঙ্গ

উত্তর : A

3. গ্রামীণ অঞ্চলে আবাসনের ব্যবস্থার উদ্দেশ্য ‘ মিশন গ্রামোদয়া ‘ লঞ্চ করেছে ভারতের কোন রাজ্য ?

A. মহারাষ্ট্র
B. মণিপুর
C. মধ্যপ্রদেশ
D. অরুণাচলপ্রদেশ

উত্তর : C

4. কোন পদ্ধতিতে DDT মানুষের দেহে প্রবেশ করে সেটি হল –

A. জৈববিবর্ধন
B. জৈব সঞ্চয়
C. ইউট্রিফিকেশন
D. সবগুলোই

উত্তর : A

5. বাংলার রুপকার কাকে বলা হয় ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বিবেকানন্দ
C. নজরুল ইসলাম
D. বিধান চন্দ্র রায়

উত্তর : D

6. জাতির মেরুদন্ড হিসাবে কারা পরিচিত ?

A. কৃষক দের
B. শিক্ষক দের
C. ডাক্তার দের
D. মন্ত্রী দের

উত্তর : B

7. রক্তকণিকা জন্ম নেয় কোথায় ?

A. লসিকায়
B. শিরায়
C. অস্থিমজ্জায়
D. ধমনীতে

উত্তর : C

8. ভারতের কোন স্টেটের কৃষকরা ফ্রেস ফ্রুট কেক মুভমেন্ট শুরু করলো ?

A.  পশ্চিমবঙ্গ
B. পাঞ্জাব
C. মহারাষ্ট্র
D. হরিয়ানা

উত্তর : C

9. কোন বিদ্যার সুত্রধরে মানচিত্র অঙ্কন শুরু হয় ?

A. রসায়ন
B. পদার্থবিজ্ঞান
C. ভূগোল
D. গণিত

উত্তর : D

10. অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে কোন শহরে ?

A. কলকাতা
B. ঢাকা
C. কটক
D. ময়মনসিংহ

উত্তর : B

11.  ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি ব্যান করতে বিশেষ আইন আনতে চলেছে কোন দেশ ?

A. ভারত
B. বাংলাদেশ
C. শ্রীলঙ্কা
D. চীন

উত্তর : A

12. নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?

A. রেংমা
B. জাদুর
C. পালি
D. সাইলা

উত্তর : A

13. “ বিশ্ব জল দিবস ‘ পালিত হয় ?

A. ২১ শে মার্চ
B. ২২ শে মার্চ
C. ২২ শে এপ্রিল
D. ২২ শে জুন

উত্তর : B

14. কোন রাজ্যে বসবাস কারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক ?

A. ওড়িশা
B. ঝাড়খণ্ড
C. মধ‍্যপ্রদেশ
D. রাজস্থান

উত্তর : C

15. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?

A. মধ্যপ্রদেশ
B. তামিলনাড়ু
C. মহারাষ্ট্র
D.উত্তরপ্রদেশ

উত্তর : C

16. নীচের কোন বিজ্ঞানী  আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত ?

A. আইনস্টাইন
B. নিলস বোর
C. হাইজেনবার্গ
D.মাদাম কুরি

উত্তর : A

17. কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস- উৎসব পালন করে ?

A. অস্ট্রেলিয়া
B. ইউ.এস.এ.
C. গ্রেট ব্রিটেন
D. কানাডা

উত্তর : A

18. আলফ্রেড নোবেল কোনটির উদ্ভাবনা করেছিলেন ?

A. X- রশ্মি
B. ডায়নামো
C. ডিনামাইট
D.  ডিজেল ইঞ্জিন

উত্তর : C

19. রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত ?

A. ফুটবল
B. ব্যাডমিন্টন
C. হকি
D. টেনিস

উত্তর : D

20. নাসার মহাকাশযান যা মূলত বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম হল-

A. জুনো
B. ডন
C. ইউরোপা
D. গ্যালিলিও

উত্তর : A

21. মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?

A. ৪৪ টি
B. ৪৬ টি
C. ৪৮ টি
D. ২৩ টি

উত্তর : B

22. জাতীয় প্রযুক্তি দিবস পালিত করা হয় কোন দিনে ?

A. ১ লা মে
B. ১১ ই মে
C. ১২ ই মে
D. ১৪ ই মে

উত্তর : B

23. ভারতের জাতীয় পাখির নাম কি ?

A. কাক
B. ঈগল
C. শারস
D. ময়ূর

উত্তর : D

24. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ?

A. ১৫ ই জুন
B. ১ লা মে
C. ৫ ই মে
D. ১০ ই মে

উত্তর : B

25. সর্বশেষ গঠিত ভারতীয় নতুন রাজ্যটির নাম কি ?

A. তেলেঙ্গানা
B. ছত্তিসগড়
C. উত্তরাখণ্ড
D. ঝাড়খণ্ড

উত্তর : A

26. মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?

A. জন মার্শাল
B.  দয়ারাম সাহানি
C. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D. বিপিন ঘোষ

উত্তর : C

27. হিমোগ্লোবিনের কাজ কি ?

A.  রক্তাল্পতা রোধ করা
B. ব্যাকটেরিয়া ধ্বংস করা
C. অক্সিজেন পরিবহন করা
D. শক্তির ব্যবহার করা

উত্তর : C

28. এঞ্জেল জলপ্রপাত অবস্থিত কোথায় ?

A. জিম্বাবোয়ে
B. ভেনেজুয়েলা
C. কানাডা
D. সুইজারল্যান্ড

উত্তর : B

29. বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয় কবে ?

A. ৫ ই জুন
B. ১৬ ই সেপ্টেম্বর
C. ১২ ই মে
D. ২২ শে এপ্রিল

উত্তর : D

30. ‘ দরবেশের সুলতান ‘ নামে পরিচিত কে ছিলেন ?

A. কুতুব উদ্দিন আইবক
B. নাসিরুদ্দিন মহম্মদ
C. ইলতুৎমিস
D. কাইকোবাদ

উত্তর : B

Kolkata Police GK Mock Test :

31. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?

A. বলের সংজ্ঞা
B. বলের পরিমাণ
C. বলের ক্রিয়া
D. ঘর্ষণ বল

উত্তর : B

32. National Security Guard এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. কুলদীপ সিং
B. এম.এ. গণপতি
C. দিলরাজ যাদব
D. ভি.এস. কোঠারি

উত্তর : B

33. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চারী কোশ রয়েছে ?

A. শিউলি
B. বট
C. ফণীমনসা
D. সেগুন

উত্তর : C

34. সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ককে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক ?

A. 1 কোটি
B. 2 কোটি
C. 5 কোটি
D. ১০ কোটি

উত্তর : B

35.  হুমায়ুন নামা কার লেখা ?

A. আকবর
B.  গুলবদন বেগম
C. আবুল ফজল
D. জাহাঙ্গীর

উত্তর : B

36. সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

A. মণিপুর
B. নাগাল্যান্ড
C.  মেঘালয়
D. উত্তরপ্রদেশ

উত্তর : A

37. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি ?

A. চিল্কা
B. দক্ষিণ ব্রাজিলের লাগোয়া – দো পাতো
C. মধ্য এশিয়ার মরুসাগর
D. উলার

উত্তর : B

38. অনশনের কারণে কোন বিপ্লবীর জেলের মধ্যে মৃত্যু হয় ?

A. ভগৎ সিং
B.  বিপিন চন্দ্র পাল
C. যতীন দাস
D. সুভাষ চন্দ্র বসু

উত্তর : C

39. কেইল খাল কার কার সাথে সংযুক্ত ?

A. ভূমধ্যসাগর ও কালো সাগর
B. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
C. উত্তর সাগর ও ব্যালটিক সাগর
D. ভূমধ্যসাগর ও লাল সাগর

উত্তর : C

40. রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন ?

A. ইলতুৎমিস
B.  নাসিরুদ্দিন মহম্মদ
C. কুতুব উদ্দিন আইবক
D. রুকউদ্দিন

উত্তর : A

41. অক্ষর অনিতা চানু কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পান ?

A. জুডো
B. কবাডি
C. শ্যুটিং
D. গলফ

উত্তর : A

42. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম
B. সিকিম
C. মধ্যপ্রদেশ
D. ঝাড়খণ্ড

উত্তর : D

43. India’s Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?

A. সত্যজিৎ রায়
B. সিমি গারেওয়াল
C. মীরা নায়ার
D. শ‍্যাম বেনেগাল

উত্তর : B

44. ‘ Dawn Under The Dome ‘ শিরোনামে ই – বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর ?

A. হরিয়ানা
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. পাঞ্জাব

উত্তর : C

45. করোনায় আক্রান্ত হয়ে মৃত সংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কেন্দ্র সরকার ?

A.  ৩ লক্ষ
B.  8 লক্ষ
C.  ৫ লক্ষ
D. ১০ লক্ষ

উত্তর : C

46.  রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?

A.  অন্ধবিন্দু
B. পীতবিন্দু
C. স্নায়ু বিন্দু
D. চক্ষুবিন্দু

উত্তর : A

47. ভেন্টিফ্যাক্ট নীচের যে প্রাকিতিক শক্তির দ্বারা সৃষ্টি হয় ?

A. সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
B. নদীর সঞ্চয় দ্বারা
C. বায়ুর ক্ষয় দ্বারা
D. সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা

উত্তর : C

48.  প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?

A. ভারত মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. বঙ্গোপসাগর
D. আরব সাগর

উত্তর : A

49.  শিশুদের জন্য ১০০ টি নার্সারি স্পোর্টস অ্যাকাডেমী স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?

A.  পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. পাঞ্জাব
D. রাজস্থান

উত্তর : D

50. চাঁদের ব্যাস কত ?

A. প্রায় ৩৪৭৫ কিমি
B. প্রায় ৩৪৭০ কিমি
C. প্রায় ৩৪৬৫ কিমি
D. প্রায় ৩৪৬০ কিমি

উত্তর : A

51. মালাই চাকিতে অবস্থিত হাড়কে কি বলা হয় ?

A. ফিমার
B. টিবিয়া
C. টারসাস
D. প্যাটেলা

উত্তর : D

52. কোন শাসকের রাজসভা ‘ নবরত্ন ‘ এর জন্য সুবিখ্যাত ছিল ?

A. সমুদ্রগুপ্ত
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. অশোক
D. হর্ষবর্ধন

উত্তর : B

53. সান্দাকফু কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ ?

A. সিঙ্গালীলা
B. ফালুট
C. শিবালিক হিল
D. টাইগার হিল

উত্তর : A

54. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?

A. বিশাখাপত্তনম
B. তুতিকোরিন
C. মারগাঁও
D. পোর্ট ব্লেয়ার

উত্তর : D

55. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগদান করে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?

A.সেলুকাস
B. ফা – হিয়েন
C. মেগাস্থিনিস
D. মিন্দার

উত্তর : C

56. পৃথিবীতে মাখন ও ঘি উৎপাদনে প্রথম  দেশ কোনটি ?

A. ভারত
B. সুইডেন
C. আর্জেন্টিনা
D. আমেরিকা

উত্তর : A

57. রাশিয়াকে অতিক্রম করে পৃথিবীর চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি ?

A. ভারত
B. চীন
C. আমেরিকা
D. জাপান

উত্তর : A

58. সোলার সিস্টেম এর আবিষ্কার করেন কে ?

A. গ্যালিলিও
B. লিওনার্দ দ্যা ভিঞ্চি
C. কোপার্নিকাস
D. আর্কিমিদিস

উত্তর : C

59. দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?

A. সাইন্যাপস্
B. অ্যাক্সন
C. নিউরোগ্লিয়া
D. ড্রেনড্রন

উত্তর : A

60. 2011 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল ?

A. 877 / বর্গকিমি
B. 934 / বর্গকিমি
C. 1028 / বর্গকিমি
D. 904 / বর্গকিমি

উত্তর : D

 

আরও দেখুন :


kolkata Police Math Practice Set 

Kolkata Police Reasoning Practice Set

1 thought on “Kolkata Police GK Mock Test | কলকাতা পুলিশ মকটেস্ট”

Leave a Comment