Kolkata Police Syllabus 2022 PDF | কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস

টেলিগ্ৰামে জয়েন করুন

Kolkata Police Syllabus 2022 PDF | কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাসKolkata Police Syllabus 2022 PDF – কলকাতা পুলিশ সিলেবাস ২০২২ : কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2022 ( Kolkata Police Constable Syllabus 2022 ) নীচে দেওয়া হল। কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের অবশ্যই KP Syllabus 2022 সম্পর্কে ধারনা থাকতে হবে। আমরা আপনাদের সুবিধার জন‍্য Kolkata Police Syllabus 2022 PDF সহ প্রদান করলাম।

Kolkata Police Syllabus 2022 : আমার প্রিয় ভাই-বোনেরা তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তাদেরকে আমি একান্ত ভাবে বলছি, পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার আগে তোমাদেরকে অবশ্যই 2022 Kolkata Police Constable Syllabus – ২০২২ কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস-টি ভালো করে তোমাদের আয়ত্তে নিয়ে আনতে হবে । যদি তোমরা যেকোনো পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো তাহলে তোমাদের প্রস্তুতি আরো ভালো পর্যায়ে পৌঁছে যাবে।

আমরা এখানে Kolkata Police Prelims Syllabus সহ Kolkata Police Main Exam syllabus টি প্রদান করলাম। নীচে দেওয়া লিঙ্কের সাহায্য Kolkata Police Syllabus 2022 PDF টি ডাউনলোড করে নিতে পরবে।

Kolkata Police Syllabus 2022

নিয়োগ প্রক্রিয়া

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে কয়েকটি পর্যায় এর মাধ্যমে

প্রিলিমিনারি পরীক্ষা

পিলিমিনারি পরীক্ষার্থী সাধারণত 100 নম্বরের মধ্যে হয়ে থাকে , প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে । যেটিতে নেগেটিভ মার্ক আবশ্যিক থাকে , এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া হল মাপজোক প্রক্রিয়া ।

মাপযোপ প্রক্রিয়া ( Kolkata Police Height and Weight 2022 )

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগে 167 cm , বুকের ছাতি নরমালে 78 cm এবং 5 cm ফোলানো আবশ‍্যিক এবং ওজন 57 কেজি । এবং বিভিন্ন কাষ্ট অনুযায়ী বিশেষ ছাড় রয়েছে ।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগে 160 cm ,,ওজন 49 কেজি , মাপযোপ প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী পর্যায় হল মাঠ পরীক্ষা বা দৌড় ।

মাঠ পরীক্ষা বা দৌড়

পুরুষ দের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে ।

মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে।

মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপ হল মেইন পরীক্ষা।

মেইন পরীক্ষা

মেন পরীক্ষাটি সাধারণত 85 নম্বরের ভিতর হয়ে থাকে  যেটিটে  নেগেটিভ মার্ক অবশ‍্যিক থাকে ও সময়সীমা 60 মিনিট। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী পর্যায়ে আসে  ইন্টারভিউয়ের ।

ইন্টারভিউ

কলকাতা পুলিশ কনস্টেবল এর ইন্টারভিউটি সাধারণত 15 নম্বর এর ভিতরে থাকে।

Kolkata Police Syllabus 2022

Kolkata Police GK Syllabus

1.বিভিন্ন পুরস্কার ও বিভিন্ন খেলা
2.বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান
3.বিভিন্ন স্থানের নৃত্য
4.দীর্ঘতম উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম বিষয়ক
5. বিভিন্ন দেশ ও রাজধানী ও মুদ্রার নাম
6.গুরুত্বপূর্ণ গ্রন্থ রচয়িতা
7.প্রথম পুরুষ ও প্রথম মহিলা
8.বিভিন্ন ছদ্মনাম
9.চরিত্র ও তাদের স্রষ্টা
10.বিভিন্ন দেশের সীমারেখার নাম
11.গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচিত নাম
12.সদর দপ্তর এর নাম
13.বাদ্যযন্ত্র এবং তাদের সাথে সম্পর্কিত ব্যক্তির নাম
14.গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত বিদ্যা
15.বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস
16.গুরুত্বপূর্ণ গবেষণাগার

Kolkata Police History Syllabus

1.মুঘল ও  সুলতান যুগ
2.গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল
3.ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে
4.বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা
5.বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা প্রতিষ্ঠা তার নাম
6.গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই
7.বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি
8.বিভিন্ন সংবাদপত্রের নাম
9.ভারতের জাতীয় সংগ্রাম

Kolkata Police Geography Syllabus

1.বিভিন্ন ভৌগলিক দিবস
2.স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ
3. বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং তারা অবস্থান
4.খরিপ শস্য ও রবি শস্য
5.বিভিন্ন নদ নদী ,এবং বাঁধ ,,নদী তীরবর্তী শহর
6.গুরুত্বপূর্ণ জলপ্রপাত
7.পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল

Kolkata Police Science Syllabus

1.বিভিন্ন একক এর না ও পরিমাপক যন্ত্র
2.বিভিন্ন সংকর ধাতুর নাম
3.বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম
4.আইসোটোপ আইসোটোন আইসোবার সম্পর্কে
5.বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম
6.বিভিন্ন তরলের Ph মান
7.বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানীর অবদান
8.বিভিন্ন ভিটামিন সংক্রান্ত প্রশ্ন
9.উদ্ভিদজগত প্রাণী জগৎ
10.সালোকসংশ্লেষ ও শ্বসন
11.সংবহন ও রক্ত
12.চলন ও গমন
13.ভাইরাস ব্যাকটেরিয়া
14.হরমোন

kolkata Police Game Syllabus

খেলাধুলা

1.বিভিন্ন খেলা ও ট্রফির নাম
2.খেলায় ব্যবহৃত বিভিন্ন শব্দের নাম
3.কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত

Kolkata Police Indian ConstConstitution Syllabus

সংবিধান

1.সংবিধানের বিভিন্ন ধারা
2.সংবিধান সংশোধনী
3.মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য
4.সংবিধানের উৎস

Kolkata Police Math Syllabus

1.গড়
2.সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
3.সময় ও কার্য
4.দশমিক ভগ্নাংশ
5.লাভ ও ক্ষতি
6.অনুপাত ও সমানুপাত
7.নম্বর সংখ্যা
8.লসাগু ও গসাগু
9.সময় এবং দূরত্ব
10.সরলীকরণ
11.মিশ্রণ
12.বয়স সংক্রান্ত
13.পরিমিতি
14.অংশীদারি কারবার
15.নৌকা স্রোত
16. বীজগণিত, জ‍্যামিতি, পরিমিতি

Kolkata Police English Syllabus

1.Appropriate Preposition
2.Phrasal Verbs And Group Verbs
3.Idiom and Phrases,
4.Synonyms And Antonyms
5.Errors
6.Miss Words
7.oneword Substitution
8.Voice Change Narration Change

PDF DOWNLOAD ZONE

File Name : Kolkata Police Syllabus 
Language : বাংলা
Size: 88 KB
Clik Here To Download

আরও দেখুন : 

WBP Constable Syllabus

WBP Constable Previous Year Question 

 

2 thoughts on “Kolkata Police Syllabus 2022 PDF | কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস”

Leave a Comment