PSC Food Si GK Practice Set-4 | ফুড সাব ইন্সপেক্টর জিকে

টেলিগ্ৰামে জয়েন করুন

PSC Food Si GK Practice Set-4 | ফুড সাব ইন্সপেক্টর জিকে

PSC Food Si GK Practice Set-4 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম PSC Food Si GK Practice Set-4 টি নিয়ে। এই প‍্যাকটিস সেটটিতে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর প্রদান করা হলো।

PSC Food Si GK Practice Set-4 :

1. ভগবান মহাবীর এর পিতার নাম কি ছিল?

A. প্রফুল্ল দেব
B. গৌতম ঋষি
C. সিদ্ধার্থ
D. গ্রন্থ সেন

উত্তর : C

2. ১৮৯৫ সালে মহাত্মা গান্ধী কোন দেশে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ?

A.রাশিয়া
B. ব্রিটেন
C. দক্ষিণ আফ্রিকা
D. আমেরিকা

উত্তর : C

3. The Indian War of Independence 1857 বইটি কে লিখেছেন ?

A. লালা লাজপত রায়
B. নেতাজি সুভাষচন্দ্ৰ বোস
C. বালগঙ্গাধর তিলক
D. বিনায়ক দামোদর সাভারকার

উত্তর : D

4. কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন ?

A.জি ভি যোশী
B. এম জি রানডে
C. জি এইচ দেশমুখ
D. নারাজি ফতুঞ্জি

উত্তর : A

5. ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল ?

A. ১৯৪৮ ২৬ শে জুন
B. ১৯৪৭ ৪ই আগস্ট
C. ১৯৪৭ ২২ শে জুলাই
D. ১৯৪৭ ১২ ই আগস্ট

উত্তর : C

6. নিম্নের কোনটি হলো ক্ষুদ্রতম মহাসাগর ?

A. প্রশান্ত মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. ভারত মহাসাগর
D. আর্কটিক মহাসাগর

উত্তর : D

7. ভাকরা নাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?

A. ঝিলাম
B. রাভি
C. শতদ্রু
D. চেনাব

উত্তর : C

৪. নিম্নের কোনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়?

A. ভীমবেটকা পাথরের গুহা
B. আদমগড় পাথরের গুহা
C. আগ্রা দুর্গ
D. অজন্তা গুহা

উত্তর : B

9. কস্টিক পটাশ হলো-

A. পটাশিয়াম সালফেট
B. পটাশিয়াম হাইড্রোক্সাইড
C. পটাশিয়াম নাইট্রেট
D. পটাশিয়াম ক্লোরাইট

উত্তর : B

10. অ্যাথলিট ফুট বা ক্রীড়াবিদের পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাস সংক্রমণ যার কারণ হলো-

A. পেনিসিলিন
B. এপিডার্মোফাইটন
C. ট্রাইকোফাইটন
D. ক্যানডিচ এলবিকামস

উত্তর : B

11. সমুদ্রের জল হল –

A. আম্লিক
B. ক্ষারীয়
C. নিরপেক্ষ
D. হাইপটনিক

উত্তর : B

12. কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় ?

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

উত্তর : D

13. নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায়-

A. ম্যানগ্রোভ উদ্ভিদে
B. এপিফাইটিক উদ্ভিদে
C. হাইড্রোফাইটিক উদ্ভিদের
D. পতঙ্গভোজি উদ্ভিদে

উত্তর : A

14. নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনান্ট পাকস্থলী দেখা যায় –

A. গরু
B. কুকুর
C. পায়রা
D. গিরগিটি

উত্তর : A

15. ফটোগ্রাফি তে নিম্নের কোন কেমিক্যাল টি ব্যবহৃত হয় ?

A. অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
B. সিলভার ব্রোমাইড
C. পটাশিয়াম নাইট্রেট
D. সোডিয়াম ক্লোরাইড

উত্তর : B

16. IRDP এর সম্পূর্ণ নাম কি ?

A. ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
B. ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট পলিসি
C. ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট পলিসি
D. None

উত্তর : A

17. নিম্নের কোন উপজাতি হলো ভারতের বৃহত্তম তপশিলি উপজাতি ?

A. কোল
B. ভিল
C. মুন্ডা
D. সাঁওতাল

উত্তর : B

18. “লোভানি” কোন রাজ্যের একটি জনপ্রিয় লোক নৃত্য ?

A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. কেরালা
D. তামিলনাডু

উত্তর : A

19. ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত ?

A. কোচিন
B. নিউ দিল্লি
C. হায়দ্রাবাদ
D. নাগপুর

উত্তর : C

20. সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে?

A. স্বামী বিবেকানন্দ
B. স্বামী দয়ানন্দ সরস্বতী
C. অ্যানি বেসান্ত
D. নীরদ সি চৌধুরী

উত্তর : B

আরও পড়ুন :

Food Si Gk Practice Set-3 

Leave a Comment