পরিফেরা কাকে বলে ? পরিফেরার বৈশিষ্ট্য | What is Parifera

টেলিগ্ৰামে জয়েন করুন

পরিফেরা কাকে বলে : সুপ্রিয় ছাত্র-ছাত্রীর আজকের এই পাঠটিতে তোমাদের সাথে শেয়ার করলাম পরিফেরা কাকে বলে এবং পরিফেরার বৈশিষ্ট্য সম্পর্কে।

পরিফেরা কাকে বলে ? পরিফেরার বৈশিষ্ট্য | What is Parifera

পরিফেরা কাকে বলে :

যে বহুকোশী প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র ও নালিকাতন্ত্র উপস্থিত, মুখছিদ্র ও স্নায়ুতন্ত্রবিহীন এবং দেহের গহ্বরগুলি কোয়ানোসাইট কোশ দ্বারা পরিবেষ্টিত থাকে, তাদের পরিফেরা বলে।

পরিফেরার বৈশিষ্ট্য :

i. এই পর্বের বেশিরভাগ প্রাণীই সামুদ্রিক। পূর্ণাঙ্গ অবস্থায় এরা কোনো বস্তুর সঙ্গে দৃঢ়ভাবে সংলগ্ন থাকে। এরা গমনে অক্ষম। এরা এককভাবে বা কলোনি গঠন করে অবস্থান করে।

ii. এদের দেহে অসংখ্য পোর বা ছিদ্র থাকে, তাই এদের ছিদ্রাল প্রাণী বলা হয়। সারাদেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা অস্টিয়া থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে।

iii. দেহের অগ্রপ্রান্তে একটি বড়ো প্রান্তিক ছিদ্র বা অসকিউলাম থাকে যার মাধ্যমে জল দেহের বাইরে নির্গত হয়।

দেখুন : স্পঞ্জ

iv. দেহের কোশগুলি দুটি স্তরে–বহিঃস্তর ও অন্তঃস্তরে সজ্জিত থাকে। এই জন্য এদের দ্বিস্তরবিশিষ্ট প্রাণী বলে। দুটি কোশস্তরের মাঝে জেলির মতো মেসেনকাইম নামক পদার্থ দ্বারা পূর্ণ থাকে।

v. মেসেনকাইমাতে বিভিন্ন ধরনের কোশ, যেমন-অ্যামিবোসাইট, পিনাকোসাইট, স্কোরোব্লাস্ট ইত্যাদি পরিলক্ষিত হয়।

vi. দেহে বিশেষ নালিকা তন্ত্র বা ক্যানাল সিস্টেম আছে। যার মধ্য গহ্বরটিকে প্যারাগ্যাসট্রিক গহ্বর বা স্পঞ্জোসিল বলে। এই মধ্য গহ্বরটি অন্তঃসংযোগযুক্ত ক্ষুদ্র প্রকোষ্ঠে বিভক্ত থাকে।

vii. দেহে ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোশ দ্বারা পরিবেষ্টিত এক বা একাধিক গহ্বর আছে।

viii. অন্তঃকঙ্কাল ক্যালকেরিয়াস স্পিকিউল, সিলিসিয়াস স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত।

ix. দেহে পরিপাক তন্ত্র থাকে না। মুখছিদ্র ও পায়ুছিদ্র থাকে না ।

x. দেহ বহুকোশী হলেও কলাতন্ত্র গঠিত হয় না।

xi. দেহে স্নায়ু কলা, শ্বাস অঙ্গ ও রেচন অঙ্গ থাকে না ৷

xii. জীবনচক্রে অ্যাম্ফিরাস্টুলা লার্ভা ও প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায় ।

xiii. এই পর্বের প্রাণীদের পুনরুৎপাদী ক্ষমতা আছে।

xiv. এদের জনন অযৌন ও যৌন উভয় পদ্ধতিতেই সম্পন্ন হয়। এরা কোরক ও গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে।

আরও পড়ুন :

সিলোম কাকে বলে ? সিলোমের প্রকারভেদ ও গুরুত্ব ? 

শৈবাল কাকে বলে ? শৈবলের শ্রেণীবিভাগ , বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব ?

ভাইরাস কাকে বলে ? ভাইরাস এর আবিষ্কার, প্রকৃতি, উৎপত্তি, অবস্থান, আকার ও বৈশিষ্ট্য ?

Leave a Comment