WBPSC Food Si Mock Test Part-2 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট পর্ব-২

টেলিগ্ৰামে জয়েন করুন

WBPSC Food Si Mock Test Part-2 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট পর্ব-২ : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে শেয়ার করলাম WBPSC Food Si Mock Test পর্বটি। এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো, চলুন দেখে নেওয়া যাক WBPSC Food Si Mock Test Part-2 এর প্রশ্ন উত্তর গুলি।

WBPSC Food Si Mock Test Part-2 : আমাদের দেওয়া এই WBPSC Food Si GK Mock Test গুলিতে অংশগ্ৰহনের মাধ‍্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পরবে।

WBPSC Food Si Mock Test Part-2 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট পর্ব-২

WBPSC Food Si Mock Test Part-2 :

1. টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান
অফিস কোথায় অবস্থিত ?

A. মুসৌরি
B. সিমলা
C. দেরাদুন
D. নৈনিতাল

উত্তর : C

2. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে কি বলে ?

A. সাইক্লোন
B. টর্নেডো
C. টাইফুন
D. হ্যারিকেন

উত্তর : C

3. বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?

A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. তামিলনাড়
পশ্চিমবঙ্গ

উত্তর : B

4. কত সালে ভারতের নতুন শিল্পনীতি ঘোষিত হয় ?

A. 1995
B. 1991
C. 1997
D. 2011

উত্তর : B

5. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

A. ওয়ারেন হেস্টিং
B. জনাথন ডানকান
C. লর্ড ওয়েলেসলি
D. উইলিয়াম জোন্স

উত্তর : D

6. নিম্নের কাকে “প্রিন্স অফ পিলগ্রিমস” বলা হয় ?

A. মেঘাস্থিনিস
B. ফা হিয়েন
C. হিউয়েন সাং
D. সেলুকাস নিকোটার

উত্তর : C

7. নিম্নের কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. স্কন্দ গুপ্ত
C. কুমার গুপ্ত
D. সমুদ্র গুপ্ত

উত্তর : C

8. কত সালে অমৃতসরের সন্ধি সাক্ষরিত হয়েছিল ?

A. ১৮০৯ সালে
B. ১৯০২ সালে
C. ১৭৯৯ সালে
D. ১৮১৯ সালে

উত্তর : A

9. নিম্নের কোন শিক গুরু বৈশাখী উৎসব প্রবর্তন করেছিলেন ?

A. গুরু রামদাস
B. গুরু অর্জুন দেব
C. গুরু নানক
D. গুরু গোবিন্দ সিং

উত্তর : D

10. নিম্নের কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে ?

A. শতদ্রু
B. ইরাবতী
C. চন্দ্রভাগা
D. ঝিলাম

উত্তর : D

11. স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?

A. সরদার বল্লভ ভাই প্যাটেল,
B. সরদার বলদেব সিং
C. শ্যামাপ্রসাদ মুখার্জী
D. মৌলানা আজাদ

উত্তর : B

12. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে
নেওয়া হয়েছে ?

A. আমেরিকা
B. ব্রিটেন
C. রাশিয়া
D. নেদারল্যান্ড

উত্তর : A

13. ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নং
অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে ?

A. আর্টিকেল 76
B. আর্টিকেল 66
C. আর্টিকেল 55
D. কোনটিই নয়

উত্তর : C

14. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের
সংজ্ঞা রয়েছে ?

A. আর্টিকেল ১৮
B. আর্টিকেল ৩৫
C. আর্টিকেল ২০
D. আর্টিকেল ১২

উত্তর : D

15. পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল ?

A. 1947
B. 1948
C. 1949
D. 1950

উত্তর : D

16. ১৯৬৯ সালে মোট কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা
হয়েছিল ?

A. 12
B. 18
C. 14
D. 16

উত্তর : C

17. ভারতের সবুজ বিপ্লব রূপান্তরিত হয়েছে জেলা――
অনুযায়ী প্রয়োগের মাধ্যমে ?

A. IADP
B. IAAP
C. IADP ও IAAP
D. উপরের কোনোটিই নয়

উত্তর : C

18. গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে
যুক্ত হয়েছিল ?

A. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
B. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
C. পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

উত্তর : C

19. কোন পদার্থের মধ্যে অপদ্রব্য মেশানো হলে তার গলনাঙ্ক
এর কি পরিবর্তন ঘটবে ?

A. বৃদ্ধি পাবে
B. হ্রাস পাবে
C. একই থাকবে
D. কোনটিই নয়

উত্তর : B

20. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ?

A. ৩৩২ মিটার/সেকেন্ড
B. ৩৩২ কিমিঃ /সেকেন্ড
C. ৩৩২ কিমি/ সেকেন্ড
D. উপরের কোনোটিই নয়

উত্তর : D

21. নিম্নের কোন বিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায় ?

A. সদ বিম্ব
B. অসদ বিম্ব
C. লঘু বিম্ব
D. সমতল বিম্ব

উত্তর : B

22. কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ?

A. আলফা রশ্মি
B. বিটা রশ্মি
C. গামা রশ্মি
D. ওয়াই রশ্মি

উত্তর : C

23. মোটর গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় ?

A. হাইড্রোক্লোরিক এসিড
B. এসিটিক অ্যাসিড
C. সালফিউরিক এসিড
D. নাইট্রিক এসিড

উত্তর : C

24. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

A. সানাই
B. সারেঙ্গি
C. তবলা
D. সন্তুর

উত্তর : D

25. নৌটঙ্কি কোন রাজ্যের একটি লোক নৃত্যের নাম ?

A. উত্তর প্রদেশ
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. ঝাড়খন্ড

উত্তর : A

আগের পর্ব : ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট পর্ব-১

1 thought on “WBPSC Food Si Mock Test Part-2 | ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট পর্ব-২”

Leave a Comment