শ্বসন কাকে বলে ? কত প্রকার ? সবাত ও অবাত শ্বসন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ Mcq প্রশ্ন ?

টেলিগ্ৰামে জয়েন করুন

শ্বসন কাকে বলে ? কত প্রকার ? সবাত ও অবাত শ্বসন কাকে বলে এবং গুরুত্বপূর্ণ Mcq প্রশ্ন ?

শ্বসন কাকে বলে :

শ্বসন কাকে বলে, জানার আগে অবশ্যই এটা জানা প্রয়োজন শ্বসন হলো একপ্রকার অপচিতি  বিপাক ।

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি গতিশক্তি ও তাপ শক্তিতে রূপভেদ করে তার ফলে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয় এই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন।

Read: হরমোন কাকে বলে এবং mcq প্রশ্ন 

শ্বসন কত প্রকার ও কি কি :

শ্বসন মূলত দুই প্রকার সবাত শ্বসন ও অবাত শ্বসন । এই দুই প্রকার শ্বসন কাকে বলে দেখে নেওয়া যাক ।

1.সবাত শ্বসন কাকে বলে : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুজীবী জীবের কোষে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ সম্পূর্ণরূপে জড়িত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল ও 686 কিলো ক্যালরি শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে।

2.অবাত শ্বসন কাকে বলে : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবের কোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অক্সিজেনযুক্ত যৌগের সাহায্যে আংশিক জড়িত হয়ে তারপর কার্বন-ডাই-অক্সাইড, জল ও 50 কিলো ক্যালরি শক্তি উৎপন্ন করে তাকেই বলা হয় অবাত শ্বসন।

শ্বসনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন :

1. শ্বসন হলো এক প্রকার―

উ: অপচিতি বিপাক

2. জীবের শ্বসন ক্রিয়ায় গৃহীত গ্যাসটির নাম কি ?

উ: O2

3. জীবের শ্বসন ক্রিয়ায় নির্গত গ্যাসটির নাম কি ?

উ: CO2

4. শ্বষনকালে নির্গত CO2 গ্যাসের আয়তন ও গৃহীত O2 গ্যাসের আয়তন কে কি    বলে ?

উ: RQ ( Respiratory Quotient )

5. অবাত শ্বসন কোষের কোথায় ঘটে ?

উ: সাইটোপ্লাজমে

6. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সম্পন্ন হয় ?

উ: সাইটোপ্লাজমে

7. গ্লাইকোলাইসিস থেকে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?

উ: পাইরুভিক অ্যাসিড

8. ঐচ্ছিক পেশিকোষে অবাত শ্বসনের ফলে কোন অ্যাসিড উৎপন্ন হয় ?

উ: ল্যাকটিক অ্যাসিড

9. ফুসফুসে নিষ্ক্রিয় বায়ুর পরিমাণ কত  ml ?

উ: 140-150 ml

10. ফুসফুসের আবরণীকে কি বলা হয় ?

উ: প্লুরা

11. সবাত শ্বসনে কত অনু ATP উৎপন্ন হয় ?

উ: 38 অনু

12. শ্বসনে প্রধান শ্বসন বস্তুটির নাম কি ?

উ: গ্লুকোজ

13. শ্বাসমূল লক্ষ্য করা যায় কোন বৃক্ষের ?

উ: সুন্দরী গাছের

14. উদ্ভিদের শ্বাসরন্ধের নাম কি ?

উ: পত্ররন্ধ বা লেন্টিসেল

15. ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?

উ: আরশোলা

16. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

উ: মাইট্রোকনড্রিয়াকে

17. মানুষের বায়ুথলির বাতাসে CO2 এর পরিমাণ কত শতাংশ ?

উ: 5 %

18. একজন স্বাভাবিক অবস্থার মানুষের এক মিনিটে কতবার শ্বাসচক্র সম্পন্ন হয় ?

উ: 16 – 18 বার 

19. আরশোলার শ্বাসঅঙ্গের নাম কি ?

উ: কুমিরের

20. মানব শ্বসতন্ত্রের কোন অংশে বায়বীয় আদান-প্রদান সম্পন্ন হয় ?

উ:অ্যালভিওলাই

21. শ্বাসকার্য এক প্রকার কি প্রক্রিয়া ?

উ: যান্ত্রিক প্রক্রিয়া

22. ক্রসবচক্রের সাহায্যকারী উৎসেচক টির নাম কি ?

উ:মাইট্রোকনড্রিয়া

23. মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি ?

উ: বুকলাং

24. শ্বসনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গানুটির নাম কি ?

উ: মাইট্রোকনড্রিয়া

25. অবাত শ্বসনে কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয় ?

উ: 50 kcl

26. সবাত শ্বসনে কত কিলো ক্যালরি  শক্তি উৎপন্ন হয় ?

উ:686 kcl

27. কুমিরের শ্বাস অঙ্গের নাম কি ?

উ: ফুসফুস

28. শ্বাসমূল বা নিউম‍্যাটোফোল লক্ষ্য করা যায় কোন উদ্ভিদের ?

উ: লবণাক্ত উদ্ভিদের

29. ব্যাঙ কিসের সাহায্যে শ্বাসকার্য    চালায় ?

উ: চামড়া ও মুখবিবহের সাহায‍্যে

30. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড ?

উ: ল্যাকটিক অ্যাসিড

আরও পড়ুন : 

1. কোষ ও কলা mcq প্রশ্ন উত্তর ?

2. ভারতের রামসার সাইট তালিকা 

Leave a Comment