ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Convention Sites In India

টেলিগ্ৰামে জয়েন করুন

 

ভারতের রামসার সাইট তালিকা PDF | Ramsar Convention Sites In India
ভারতের রামসার সাইট তালিকা : রামসার সাইট কথাটি জলাভূমির সাথে যুক্ত ,এই জলাভূমি বিষয়ক রামসার সম্মেলন 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানের রামসার শহরে ক‍্যাস্পিয়ান সাগরের তীরে পৃথিবীর বিভিন্ন দেশ কনভেনশন অন ওয়েটল‍্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরিত হয় এটাই রামসার চুক্তি নামে পরিচিত । ভারতের রামসার সাইট প্রশ্ম: রামসার কনভেনশন কি ? ইরানের রামসার শহরে ক‍্যাস্পিয়ান সাগরের তীরে 2 ফেব্রুয়ারি 1971 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক চুক্তি । 1 লা ফেব্রুয়ারি 1982 সালে ভারতের জন্যে গাহ‍্য হয়। তোমাদের ভারতের রামসার সাইট নাম এর একটি তালিকা দেওয়া হল। এছাড়াও ভারতের রামসার সাইট তালিকা PDF টি ডাউনলোড করে নিও।
 

ভারতের রামসার সাইট তালিকা : 

রামসার সাইট অবস্থান সাল
লোকটাক হ্রদ জলাভূমি মনিপুর 23 মার্চ 1990
কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ 19 আগস্ট 2002
লোনার হ্রদ মহারাষ্ট্র 22 জুলাই 2020
থোল হ্রদ গুজরাট  
সম্বর হ্রদ রাজস্থান 23 মার্চ 1990
রেণুকা হ্রদ হিমাচল প্রদেশ 8 নভেম্বর 2005
পং ড‍্যাম হ্রদ হিমাচল প্রদেশ 19 আগস্ট 2002
চিলকা হ্রদ উড়িষ্যা  
উলার হ্রদ জম্মু ও কাশ্মীর 23 মার্চ 1990
সোমোরিরি হ্রদ জলাভূমি লাদাখ 19 আগস্ট 2002
দীপর বিল জলাভূমি আসাম 19 আগস্ট 2002
হায়দারপুর জলাভূমি উত্তর প্রদেশ  
কাঞ্জলি জলাভূমি পাঞ্জাব 22 জনুয়ারি 2002
হারিকে জলাভূমি পাঞ্জাব 23 শে মার্চ 1990
পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ 19 আগস্ট 2002
হোকেরা জলাভূমি জম্মু ও কাশ্মীর 8 নভেম্বর 2005
ভেম্বনাদ কয়াল জলাভূমি কেরালা 19 আগস্ট 2002
অষ্টমুদি জলাভূমি কেরালা 19 আগস্ট 2002
সন্তামকোট্টা হ্রদ জলভূমি কেরালা 19 আগস্ট 2002
ঊর্ধ্ব গঙ্গা নদী জলাভূমি উত্তরপ্রদেশ 8 নভেম্বর 2005
সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা  
সরসাই নাওয়ার ঝিল উত্তরপ্রদেশ 19 সেপ্টেম্বর 2019
আসান ব্যারেজ উত্তরাখণ্ড 21 জুলাই 2020
চন্দ্রতাল হিমাচল প্রদেশ 8 নভেম্বর 2005
নবাবগঞ্জ পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ 19 সেপ্টেম্বর 2019
স‍্যান্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ 26 সেপ্টেম্বর 2019
সমাসপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ 26 সেপ্টেম্বর 2019
পার্বতী আগ্রা পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ 2 ডিসেম্বর 2019
সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ 2 ডিসেম্বর 2019
নলসরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাট 24 সেপ্টেম্বর 2012
পয়েন্ট ক্যালিমের পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু  
নাঙ্গাল বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্জাব 26 সেপ্টেম্বর 2019
ভিন্দওয়াস অভয়ারণ্য হরিয়ানা  
সুর সরোবর উত্তরপ্রদেশ 21 আগস্ট 2020
ভিতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশা 19 আগস্ট 2002
ওয়াধওয়ানা গুজরাট  
সুরিনসর মনসার হ্রদ জম্মু ও কাশ্মীর 8 নভেম্বর 2005
রুদ্রসাগর হ্রদ ত্রিপুরা 8 নভেম্বর 2005
সুন্দরবন পশ্চিমবঙ্গ 1 ফেব্রুয়ারি 2019
Beas (বিপাশা) Conservation Reserve পাঞ্জাব 26 সেপ্টেম্বর 2019
কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ পাঞ্জাব 26 সেপ্টেম্বর 2019
কানওয়ার লেক / কাবল তাল বিহার 21 জুলাই 2020
নান্দুর মধ্যমেশ্বর মহারাষ্ট্র 21 জুন 2019
কেওলাদেও জলাভূমি রাজস্থান 1 অক্টোবর 1981
তসোকর ওয়েটল‍্যান্ডা কমপ্লেক্স লাদাখ 17 নভেম্বর 2020
রোপার জলাভূমি পাঞ্জাব 22 জানুয়ারি 2002
ভোজ জলাভূমি মধ্যপ্রদেশ 19 আগস্ট 2002

 

আরও পড়ুন :

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা 

 ভারতের বিভিন্ন হ্রদ সমূহ

 বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

1. ভারতের প্রথম রামসার সাইটের নাম কি ?

উ: চিল্কা হ্রদ যেটি উড়িষ্যাতে অবস্থিত।

2.রামসার সাইট কি ?

উ: রামসার সাইট কথাটি জলাভূমির সাথে যুক্ত ,এই জলাভূমি বিষয়ক রামসার সম্মেলন 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানের রামসার শহরে ক‍্যাস্পিয়ান সাগরের তীরে পৃথিবীর বিভিন্ন দেশ কনভেনশন অন ওয়েটল‍্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরিত হয় এটাই রামসার চুক্তি নামে পরিচিত।

3.ভারত কত সালে রামসার চুক্তিতে সাক্ষর করেছিল ?

উ:1 ফেব্রুয়ারিতে 1982

4.কোন দেশে সবথেকে বেশি রামসার সাইট রয়েছে ?

উ: United kingdom (UK) তে 175 টি

5.বিশ্বের প্রথম রামসার সাইট কোনটি ?

উ: কোবোর্গ দ্বীপ, অষ্ট্রেলিয়াতে অবস্থিত।

6.ভারতের সবথেকে বেশি রামসার সাইট আছে কোন রাজ‍্যে ?

উ:তামিলনাড়ু 14 টি, দ্বিতীয় উত্তরপ্রদেশ 10 টি

7.ভারতের বর্তমান রামসার সাইট এর সংখ‍্যা কত ?

উ: 75 টি

8. পশ্চিমবঙ্গে রামসার সাইটের সংখ্যা কতগুলি ?

উ: 2 টি ,সুন্দরবন (1 ফেব্রুয়ারি 2019 ) এবং পূর্ব কলকাতা জলাভূমি (19 আগস্ট 2002)

9. বিশ্ব জলাভূমি দিবস (world Wetland day) কোন দিনটিতে পালিত হয় ?

উ: 2 ফেব্রুয়ারি

10. রামসার কথাটি কিসের সাথে জড়িত ?

উ: জলাভূমি