Gk In Bengali For Competitive Exam

টেলিগ্ৰামে জয়েন করুন

আজকের আলোচনা হল Gk In Bengali for Competitive Exam এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আশাকরি তোমাদের এই জিকে গুলি ভালো লাগবে।

gk in bengali for competitive exam
       Gk In Bengali For Competitive Exam

Gk In Bengali For Competitive Exam :

1.বৈশাখী কোন রাজ‍্যের একটি বিখ্যাত উৎসব ?

উ:পাঞ্জাব

2.মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত‍্যশৈলীর সঙ্গে জড়িত ?

উ:ভারতনাট‍্যম

3.ব‍্যাঙ এর ক্রমোজম সংখ্যা কটি ?

উ: 22 টি

4.নিউমোনিয়া কিসের দ্বারা হয় ?

উ:ব‍্যাকটেরিয়া

5.কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড উপস্থিত ?

উ: লেবুতে

6.নিস্ক্রিয় গ‍্যাসের অণুতে কটি পরমানু থাকে ?

উ: 1 টি

7.ভিটামিন B7 এর অপর নাম কি ?

উ: H

8.মৌমাছি গড়ে কত দিন বাঁচে ?

উ: 50-60 দিন

9.মৃচ্ছকটিকম গ্ৰন্থটির রচিয়তা কে ?

উ:শূদ্রক

10.তিলপাড়া ব‍্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?

উ:ময়ুরাক্ষী

11.নীতিআয়োগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ:নিউ দিল্লি

12.ওজন হোল এর নামকরণ কে করেন ?

উ:  বিজ্ঞানী ফারমেন

13.ট‍্যাফিক এ হলুদ আলোর নির্দেশ কি দেয় ?

উ:ধীরে যান

14.গাড়িতে ব‍্যবহৃত হাইড্রোলিক ব্রেক কার সুএ ?

উ:পাস্কালের

15.বাংলার বাগ নামে কে পরিচত ?

উ:আশুতোষ মুখার্

16.নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

উ:প্রথম কুমারগুপ্ত

17.মৌমাছি পালন বিদ‍্যা কে কি বলে ?

উ:এপিকালচার

18.ভারতের কটি রাজ‍্যের মধ‍্যদিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

উ:8 টি

19.মরুভূমিতে জম্নানো উদ্ভিদদের কি বলে ?

উ:জেরোফাইট

20.ক্রিপস মিসন ভরতে কত সালে আসে ?

উ:1942 সালে

21.মুখ‍্যমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত বছর ?

উ: 25

22.ম‍্যালেরিয়া রোগের জন‍্য দায়ী কোন মশা ?

উ:অ্যানোফিলিস মশা

23. প্রথম কোন ভারতীয় ইনক্লাব জিন্দাবাদ স্লোগান তোলে ?

উ: ভগৎ সিং

24. জারোয়া জনজাতি কোথায় দেখা যায় ?

উ: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

25.কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ?

উ:তিমি

26.ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ?

উ:আকবর

27.ওডোমিটার যন্ত্রের কি পরিমাপ করা হয় ?

উ:অতিক্রান্ত দূরত্বে

28. সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ?

উ: 360

29.টিপু সুলতানের রাজধানীর নাম কি ?

উ:শ্রীরঙ্গপত্তম

30.ফো কুয়ো কিং গ্ৰন্থটির লেখক কে ?

উ: ফা হিয়েন

Read More :

Leave a Comment