শিল্পবিপ্লব : কী বা কাকে বলে , সময় ও স্থান, কারণ, ফলাফল

টেলিগ্ৰামে জয়েন করুন

সুপ্রিয় বন্ধুরা,                                  আজকের মূল আলোচনা হয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প বিপ্লবের কারণ, ফলাফল, সময় ও স্থান সম্পর্কে । 

শিল্পবিপ্লব : কী বা কাকে বলে , সময় ও স্থান, কারণ, ফলাফল

ভূমিকা : 

অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ অর্থনীতির এক যুগান্তকারী ঘটনা ছিল শিল্পবিপ্লব। এই বিল্পবের পূর্বে প্রায় সমগ্র বিশ্বে উৎপাদন প্রথা ছিল পরিবার ভিত্তিক, ক্ষুদ্র আকারের। প্রযুক্তি স্তর ছিল গতানুগতিকর সাধারণ মানের,  উৎপাদনের গতিবেগ ছিল মন্থর। শিল্প বিপ্লবের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল।

তথ‍্য: Weekipedia

শিল্প বিপ্লব কি বা কাকে বলে :

দৈনিক শ্রমের পরিবর্তে উন্নতি প্রযুক্তি বিদ্যার সাহায্যে অল্প সময়ে অল্প খরচে ব্যাপক পরিমাণে উৎপাদনকে বলা হয় শিল্প বিপ্লব। কোন ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলা হয়।

শিল্পবিপ্লব হল শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন। কৃষিগত শস্য ছাড়া মানুষ তার প্রয়োজনের প্রায় সব সামগ্রিক উৎপাদন করে শিল্পের মধ্য দিয়ে। এক সময় এক উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি কায়িক শ্রমের উপর নির্ভরশীল ছিল কিন্তু ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে শ্রমিকের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হওয়ার উৎপাদনের গতি বৃদ্ধি হয় দ্বিগুনে।

শিল্প বিপ্লবের উৎপাদনের গতি ও পরিমাণ বৃদ্ধি করার পাশাপাশি উৎপাদন ব্যবস্থার কাঠামত ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লবের আগে উৎপাদন ছিল পরিবার কেন্দ্রিক। শিল্প বিপ্লবের ফলে এই পরিবার কেন্দ্রিক, কুটিরশিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থার অবসান ঘটে ।

শিল্পবিপ্লবের ফলে গ্রামীণ বাসস্থানের বদলে উৎপাদনের কেন্দ্র হয়ে ওঠে শহরের কারখানাগুলি। এই সকল কারখানায় বেতনভোগী শ্রমিকেরা যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন করতে থাকে। আগে পণ্যের উৎপাদকই ছিল পণ্যের মালিক, কিন্তু এখন পণ্যের মালিকানা কেন্দ্রভূত হয় কারখানার মালিকের হাতে।

শিল্পবিপ্লবের সময় ও স্থান :

শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইউরোপে বিশেষ করে পশ্চিম ইউরোপের বিভিন্ন অঞ্চলে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য গুলি প্রথম লক্ষ্য করা যায়। এর পরবর্তী সময়ে মধ্য ও পূর্ব ইউরোপের কোন কোন দেশে শিল্প বিপ্লবের সূচনা হয়। রাষ্ট্রের বিচারে প্রথম শিল্পবিপ্লব হয় ইংল্যান্ডে। শিল্পবিপ্লবের সময়কাল নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে ঐতিহাসিক নেফ এর মতানুসারে 1540 চল্লিশের দশকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল বলে মত প্রকাশ করেন।

ঐতিহাসিক টয়েনবি এর মতে শিল্প বিপ্লবের সূচনা হয় ১৭৬০ খ্রিস্টাব্দে। এছাড়াও রস্টো, হপম‍্যান, ম‍্যানটকস প্রমুখ ঐতিহাসিক ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে সাধারণভাবে বলা যায় শিল্পবিপ্লব একটি গতিশীল পর্যায়ে। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে এই বিপ্লবের সূচনা, বিকাশ এবং সমাপ্তি ঘটে।

ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের কারণ সমূহ:

ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবের কারণ গুলি কি ছিল তা নিম্নে আলোচনা করা হল-

মূলধনের প্রাচুর্য : ইংল্যান্ড অনেক আগে থেকেই ব্যবসা-বাণিজ্যের দিক থেকে অনেক উন্নত ছিল যার কারনে একশ্রেণীর মানুষের হাতে বিপুল পরিমাণে অর্থ জমা হয় এবং এই অর্থ তারা শিল্পে বিনিয়োগ করে।

খনিজ সম্পদের প্রাচুর্য : ইংল্যান্ডে কাছে পর্যাপ্ত পরিমাণে কয়লা ও লোহা থাকায় বিভিন্ন কলকারখানা ও যন্ত্রপাতি তৈরিতে সুবিধা হয় যা শিল্পায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল।

আবহাওয়া : ইংল্যান্ডে নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণেই বস্ত্রবয়ন শিল্পে বিশেষ উপযোগী ছিল।

কাঁচামাল সংগ্রহ : ইংল্যান্ড তার সুবিশাল ওপনিবেশিক সাম্রাজ্য থেকে নিয়মিত প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করার সুযোগ পেয়েছিল। এমন উপনিবেশিক সাম্রাজ্য ইউরোপের অন্যান্য দেশগুলির না থাকার কারণে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ব্যর্থ হয়।

যোগাযোগ ব্যবস্থা: ইংল্যান্ডের চতুর্দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল ফলে জলপথে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যয় ছিল অত্যন্ত কম।

বাজার : ইংল্যান্ডের নিজের দেশে বিক্রির পর তার উদবৃত্ত শিল্পপন‍্য বিভিন্ন উপনিবেশিক বাজার গুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল।

সুলভ শ্রমিক: অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের কারখানাগুলোতে প্রচুর পরিমাণে সুলভ ও শ্রমিকের যোগান ছিল।

সরকারি পৃষ্ঠপোষকতা : ইংল্যান্ডে শিল্পের প্রসারের জন্য ব্রিটিশ সরকার, বিভিন্ন বণিক ও শিল্পপতিদের নানাভাবে সাহায্য করে যার কারণে ইংল্যান্ডে শিল্পায়নের বিকাশ হয়েছিল।

বৈজ্ঞানিক আবিষ্কার : অষ্টাদশ শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছিল যেমন- জন কে আবিষ্কৃত উড়ন্ত মাকু, জন স্মিটন আবিষ্কৃত লোহা গলাবার চুল্লি, হামফ্রে ডেভি আবিষ্কৃত সেফটি ল্যাম্প, জেমস ওয়াট আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন, জর্জ স্টিফেনসন আবিষ্কৃত বাষ্পচালিত রেল ইঞ্জিন প্রভৃতি আবিষ্কারের ফলে কলকারখানা চালানোর পক্ষে সহায়ক হয়েছিল।

ইংল‍্যান্ডে শিল্পবিপ্লবের ফলাফল বা প্রভাব : 

ইংল্যান্ডে শিল্পবিপ্লবের প্রভাব বা ফলাফল গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-

ইংল‍্যান্ডে শিল্পবিপ্লবের অর্থনৈতিক প্রভাব:

অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে শিল্পবিপ্লবের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটে। এই বিপ্লবের ফলে পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব ঘটে। শিল্প বিপ্লবের ফলের পুঁজিপতি মালিকেরা শিল্পে তাদের মূলধন বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করে আরও ধনী হয়ে ওঠে।

পুঁজিপতি বুর্জোয়া শ্রেণীর হাতে থাকে প্রচুর পরিমাণে অর্থ, আর শ্রমিক শ্রেণী সামান্য মজুরির বিনিময়ে শিল্প কারখানায় কাজ করতে বাধ্য হয়। কুটির শিল্পের ধ্বংস হয় এবং বড় বড় কারখানা গড়ে ওঠে। মালিক ও শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক বৈষম্য তীব্রতর হয়।

ইংল‍্যান্ডে শিল্পবিপ্লবের সামাজিক প্রভাব :

শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন শিল্পনগরী গড়ে উঠতে থাকার কারণে নগর সভ্যতার দ্রুত প্রসার ঘটে। ১৬ থেকে ১৮ ঘন্টা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফলে অল্প বয়সেই শ্রমিকদের জীবনের পরিসমাপ্তি ঘটতো। শ্রমিকদের থাকার জায়গা দেয়া হতো অল কারখানার এক নোংরা ঘরে যার ফলে তারা অসুস্থ হয়ে পড়তো। কালমার্কস তার কমিউনিস্ট ম‍্যানিফেস্টো গ্রন্থে বলেছেন- “সূর্যালোকিত দিনের মাঝে শ্রমিকদের জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন”।

ইংল‍্যান্ডে শিল্পবিপ্লবের রাজনৈতিক প্রভাব :

বাণিজ্যিক প্রতিষ্ঠানে শৈল্পিক পুজি যুক্ত হয়। বিপ্লবের পূর্বে সামন্ত শ্রেণীর অভিজাতরা যে সমস্ত অধিকার রাষ্ট্রীয় জীবনে ভোগ করত পুঁজিবাদি ব্যবস্থার উদ্ভবের পর সেইসব অধিকার আরো অতি অনায়াসে ভোগ করতো। সম্পত্তির অধিকারের ক্ষেত্রে ভোটাধিকার চালু হয়। শোষিত শ্রমিক শ্রেণী মুক্তি পাওয়ার উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনে লিপ্ত হয়।

আরও পড়ুন :

ফরাসি বিপ্লব: পটভূমি, কারণ, ফলাফল, দার্শনিকদের ভূমিকা ?

 

1. শিল্প বিপ্লব কখন কোথায় হয়েছিল ?

উ: 1750 – 1850 এর মধ্যবর্তী সময়ে ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়েছিল।

2. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল ?

উ: ইংল্যান্ডে

3. প্রথম শিল্প বিপ্লবের নামকরণ করেন কে ?

উ: 1837 খ্রিস্টাব্দে ফরাসি সমাজতন্ত্রী নেতা লুই আগাস্তে ব্ল‍্যাঙ্কি।