বিশ্বকাপ ক্রিকেট চ‍্যাম্পিয়ন তালিকা | World Cup Cricket List Of Winners

টেলিগ্ৰামে জয়েন করুন

বিশ্বকাপ ক্রিকেট চ‍্যাম্পিয়ন তালিকা

প্রিয় ভাই ও বোনেরা,আজকে আমাদের আলোচনার বিষয় হল icc cricket world cup winners list কোন দেশ কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এই নিয়ে একটি সম্পূর্ণ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন তালিকা দেওয়া হয়েছে,যেখানে , কতসালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় , ভারত 1983 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে এবং Icc Cricket World Cup 1975 প্রথম জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ, এছাড়াও অস্ট্রেলিয়া Icc Cricket World Cup 1987,1999,2003,2007, 2015 এই পাঁচ বছর জয়লাভ করে ।
বিশ্বকাপ ক্রিকেট চ‍্যাম্পিয়ন তালিকা | World Cup Cricket List Of Winners

বিশ্বকাপ ক্রিকেট চ‍্যাম্পিয়ন তালিকা :

সাল স্থানের নাম বিজয়ী দল পরাজিত দল
1975 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
1979 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
1983 ইংল্যান্ড ভারত ওয়েস্ট ইন্ডিজ
1987 ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড
1992 অস্ট্রেলিয়া পাকিস্তান ইংল্যান্ড
1996 পাকিস্তান, লাহোর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
1999 ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান
2003 দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত
2007 ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
2011 ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা
2015 অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
2019 ইংল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড

 

1 thought on “বিশ্বকাপ ক্রিকেট চ‍্যাম্পিয়ন তালিকা | World Cup Cricket List Of Winners”

Leave a Comment