আন্তর্জাতিক চুক্তিসমূহ PDF | Various international agreements

টেলিগ্ৰামে জয়েন করুন

আন্তর্জাতিক চুক্তিসমূহ PDF

বিভিন্ন রকম সরকারি প্রতিযোগিতা মুলক পরীক্ষায় আন্তর্জাতিক চুক্তিসমূহ গুলির মধ‍্যে থেকে অনেক প্রশ্ন এসে থাকে। সেই উদ্দেশ্য আজকের এই গুরুত্বপূর্ণ চুক্তি গুলি দেওয়া। নীচে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি গুলি প্রদান করা হলো।

বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিসমূহ :

১. মনট্রিল চুক্তি বা মনট্রিল প্রোটোকল :

● ওজোন স্তরের সুরক্ষা এবং ওজোন স্তরের পক্ষে ক্ষতিকর বস্তুর উৎপাদন ও ব্যবহার ক্রমে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া ছিল এই চুক্তির উদ্দেশ্য।

● 16 সেপ্টেম্বর, 1987 সালে স্বাক্ষরিত হয় এই আন্তর্জাতিক চুক্তিটি এবংএই চুক্তিটি বলবত হয় 1 জানুয়ারি, 1989 সালে।

● মোট 197 টি দেশ এই চুক্তির সদস্য দেশ হিসেবে রয়েছে।

● যদিও 1985 সালে ভিয়েনাতে এ ব্যাপারে আন্তর্জাতিক বোঝাপরার কাজ শুরু হয়, যা ভিয়েনা কনভেনশন নামে পরিচিত।

২. কিয়োটো প্রোটোকল :

● UNFCC এর বর্ধিত অধিবেশনে ছয়টি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 1997 সালে এই চুক্তিটি করা হয়।

● জাপানের কিউট শহরে অনুষ্ঠিত UNFCC এর বর্ধিত অধিবেশনে এই চুক্তি গৃহীত হয়।

● এই চুক্তিটি গৃহীত হয়েছে 11 ডিসেম্বর 1997 সাল।

● ভারত বর্ষ এই চুক্তিতে 2002 সালে যুক্ত হয়।

● এই চুক্তির অধীনে মোট 192 টি সদস্য দেশ রয়েছে।

● গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন হ্রাস করা কিয়টো চুক্তির মূল উদ্দেশ্য।

৩. প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট :

● গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ আরও কমানো এবং সারা পৃথিবী জুড়ে তাপমাত্রা বৃদ্ধির হার 1.5°C নীচে রাখার উদ্দেশ্যে 2015 সালে ডিসেম্বর মাসে প্যারিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

● এই চুক্তির অধীনে মোট সদস্য দেশের সংখ্যা 192 টি।

● USA এই সমঝোতা থেকে 2020 সালে বেরিয়ে গেছে।

● প্যারিস সমঝোতা স্বাক্ষরিত হয়েছে 2016 সালে 22 এপ্রিল, এবং বলবৎ হয়েছে 4 নভেম্বর 2016

● দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করা এই চুক্তির মূল উদ্দেশ‍্য।

৪. কনভেনসন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি :

● এই চুক্তিটি “বায়োডাইভার্সিটি কনভেনসন” (Biodiversity Convention) নামে পরিচিত।

● সারা বিশ্ব জুড়ে জীববৈচিত্র্যের সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের উদ্দেশ্য এই কনভেনসন করা হয়েছে।

● এই চুক্তিতে 168 টি দেশ স্বাক্ষর করেছে।

● 1993 সাল থেকে ভারত এই চুক্তিরর সদস্য ও সাক্ষরকারী দেশ।

● এই চুক্তি 5 জুন 1992 সালে স্বাক্ষরিত হলেও চুক্তিটি বলবৎ হয় 1993 সালে 29 ডিসেম্বর।

● জীববৈচিত্র্যের সংরক্ষণ, জীববৈচিত্র্যের সুস্থায়ী উন্নয়ন ও জিনগত সম্পদের সুষম বণ্টন ছিল এই চুক্তির প্রধান উদ্দেশ্য।

৫. রামসার কনভেনশন :

● 1971 সালে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত এই কনভেনশন।

● জলাভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, ভূমিকা গ্রহণ ও জলাভূমির সংরক্ষণ করা ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য।

৬. বাসেল কনভেনশন :

● 1989 সালে সুইজারল্যান্ডের বাসেল শহরে অনুষ্ঠিত হয় এই কনভেনশন।

● বিপজ্জনক পদার্থের স্থানান্তর, হস্তান্তর, সরবরাহ, বিক্রয় ও বন্দোবস্তকে নিয়মমাফিক করা এবং নিয়ন্ত্রণ করাই হল এই চুক্তির উদ্দেশ্য।

● এই চুক্তি 22 শে মার্চ 1989 সালে স্বাক্ষরিত হয়, এবং চুক্তিটি কার্যকর হয় 1992 সালে।

PDF DOWNLOAD ZONE 

File Name : আন্তর্জাতিক চুক্তিসমূহ তালিকা
Language : বাংলা
Size : 36 KB
Clik Here To Download

আরও দেখুন :

ভারতের বিভিন্ন হেরিটেজ সাইট তালিকা

ভারতের বিভিন্ন রামসার সাইটের তালিকা

1 thought on “আন্তর্জাতিক চুক্তিসমূহ PDF | Various international agreements”

Leave a Comment