Primary Tet Math Practice Set PDF | প্রাইমারি টেট অংক

টেলিগ্ৰামে জয়েন করুন
Primary Tet Math Practice Set PDF আজকে আমাদের আলোচনার মূল টপিক Primary Tet Math Practice Set পর্বটি নিয়ে। এই পর্বটিতে প্রাইমারি টেট পরীক্ষার জন‍্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংক প্রদান করা হয়েছে। আমাদের দেওয়া এই প্রাইমারি টেট অংক প‍্যাকটিস সেটটিতে অংশগ্ৰহনের মাধ‍্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে উন্নত করতে পারতে। নীচে Primary Tet Math Practice Set PDF টি প্রদান করা হয়েছে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো।

WB Primary Tet Math Practice Set  :

1. (0.1-0.01) x 0.11 x (0.01 +0.0001) = ? A. 0.00009999 B. 0.10101010 C. 0.909099 D. 0.00000099 উত্তর : A 2. একটি ট্রেন 86000 সেকেন্ড ধরে চলেছে, তাহলে প্রায় কত ঘন্টা ধরে চলছে ? A. 6 ঘণ্টা ধরে B. 12 ঘণ্টা ধরে C. 18 ঘণ্টা ধরে D. 24 ঘণ্টা ধরে উত্তর : D 3. নীচের কোন্ ভগ্নাংশটি 3/4 -এর চেয়ে বড়ো, কিন্তু 5/6 -এর চেয়ে ছোটো ? A. 1/2 B. 2/3 C. 4/5 D. 9/10 উত্তর : C 4. 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাহুল, অমিতের কাছে 11 মিটারে হেরে যায়। রাহুল যখন 17.8 মিটার যায় তখন অমিতের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে ? A. 20 মিটার B. 19.1 মিটার C. 22.2 মিটার D. 20 মিটার উত্তর : A 5. a, b কোণ দুটি রৈখিক জোড় হলে, a এবং b কোণ দুটির সমষ্টি কত হবে ? A. 90° B. 180° C. 270° D. 360° উত্তর : B 6. 144-এর সকল উৎপাদকগুলির সমষ্টি কত হবে ? A. 403 B. 223 C. 273 D. 217 উত্তর : A 7. ধরা যাক, p একটি মৌলিক সংখ্যা। প্রদত্ত বিবৃতিগুলি হল- (i) p-এর কমপক্ষে দুটি পৃথক উৎপাদক আছে (ii) p সর্বদা 1 এর থেকে বড় (iii) p অবশ্যই অযুগ্ম সংখ্যা নীচের কোনটি ঠিক বিবৃতির সেট ? A. (i), (ii), (iii) B. (i), (ii) C. (i), (iii) D. শুধু মাত্র (ii) উত্তর : D 8. ABC ত্রিভুজের পরিকেন্দ্র O; <BOC = 80° হলে, <BAC-এর পরিমাপ কত ডিগ্ৰি ? A. 40° B.100° C. 160° D. 110° উত্তর : A 9. যদি 1টি টেবিলের দাম 500 টাকা এবং একটি চেয়ারের দাম 300 টাকা, তাহলে 1 পূর্ণ 1/2 ডজন চেয়ার ও 1 পূর্ণ 1/3 ডজন টেবিলের মোট খরচ কত ? A. 15400 B. 15200 C. 15300 D. 15900 উত্তর : D 10. 6 থেকে 79 গণনা লিখতে এককের স্থানে 5 সংখ্যা কতবার ব্যবহার করতে হবে ? A. 7 B. 8 C. 11 D. 9 উত্তর : A 11. একটি ট্রেন 29শে আগস্ট 2023 তারিখে 16:30 ঘন্টায় দিল্লি ছেড়ে যায় এবং 31শে আগস্ট 08:45 ঘন্টায় তার গন্তব্যে পৌঁছায়। মোট কত সময় লাগবে যেতে ? A. 36 ঘন্টা 15 মিনিট B. 38 GT 45 FARG C. 39 ঘন্টা 45 মিনিট D. 40 ঘন্টা 15 মিনিট উত্তর : D 12. 180 সেমি লম্বা তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠিত হয়। যদি এই আয়তক্ষেত্রটির প্রস্থ 30 সেমি হয় তাহলে এর দৈর্ঘ্য কত হবে ? A. 45 B. 90 C. 120 D. 60 উত্তর : D 13. নিচের কোন গোষ্ঠীর সমস্ত 3-মাত্রিক আকার রয়েছে ? A. ঘনক, সমকোণী চৌপল, গোলক, চোঙ B. ঘনক, সমকোণী চৌপল, অর্ধবৃত্ত, শঙ্কু C. ঘনক, সমকোণী চৌপল, বৃত্ত, শঙ্কু D. ঘনক, ঘনক, বৃত্ত, ত্রিভুজ উত্তর : A 14. 4321 কে 4 এবং 1234 কে 3 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগশেষ এর যোগফলকে 2 দ্বারা ভাগ করা হলে, ভাগফল কত হবে ? A. 1 B. 3 C. 2 D. 4 উত্তর : A 15. একটি মানচিত্রে, 3/4 সেন্টিমিটার দৈর্ঘ্য মাটিতে 240 কিলোমিটারের পার্থক্য নির্দেশ করে। মানচিত্রের কত দৈর্ঘ্য মাটিতে 1120 কিমি দূরে অবস্থিত দুটি শহরের দূরত্বকে নির্দেশ করবে ? A. 8 সেমি B. 6 সেমি C. 3 পূর্ণ 1/2 সেমি D. 4 পূর্ণ 1/2 সেমি উত্তর : C 16. 138° এর সম্পূরক কোণের পূরক কোণ কোনটি ? A. 42° B. 48° C. 38° D. 90° উত্তর : B 17. যদি আমরা দুটি অমূলদ সংখ্যা যোগ করি, তাহলে সংখ্যাটি কী হবে ? A. সর্বদা একটি মূলদ সংখ্যা B. একটি মূলদ বা অমূলদ সংখ্যা হতে পারে C সর্বদা একটি অমূলদ সংখ্য D. সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে উত্তর : B 18. দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 40 এবং 32 সেমি। তৃতীয় একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল প্রদত্ত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের পার্থক্যের সমান। তৃতীয় বর্গক্ষেত্রটির পরিসীমা কত সেমি ? A. 24 B. 42 C. 40 D. 20 উত্তর : A 19. একটি ট্রেন পাটনা থেকে 28 ফেব্রুয়ারি 2020 তারিখে 20:20 টায় রওনা হয় এবং মুম্বাইয়ে 1 মার্চ 2020 তারিখে 10:10 তে পৌঁছায়। ট্রেনে কতটা সময় ছিল? A. 28 ঘন্টা 20 মিনিট B. 37 ঘন্টা 50 মিনিট C. 37 ঘন্টা 40 মিনিট D. 37 ঘন্টা 35 মিনিট উত্তর : B 20. 9996 × 10004 এর মানটি নির্ণয় করুন ? A. 99999984 B. 99999884 C. 999914 D. 99999964 উত্তর : A 21. দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি তাদের যোগফল 20 হয়, তাহলে সংখ্যা দুটির বর্গর যোগফল কত? A. 324 B. 200 C. 196 D. 208 উত্তর : D 22. 491 এবং 297 সংখ্যা দুটির জন্য নীচের কোনটি ঠিক ? A. উভয়ই মৌলিক B. 491 মৌলিক কিন্তু 297 মৌলিক নয় C. 297 মৌলিক কিন্তু 491 মৌলিক নয় D. কোনোটিই মৌলিক নয় উত্তর : B 23. নীচের কোনটি মূলদ সংখ্যা নয় ? A √3 B. 16 C. 3 D. 0.666 উত্তর : A 24. গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি ? A. স্মৃতিশক্তির বিকাশ B. সৃজনশক্তির বিকাশ C. অর্জিত জ্ঞান ও বোধকে বাস্তবে বা নিজের প্রয়োজনে লাগানো। D. বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন। উত্তর : C 25. একটি বর্গক্ষেত্রের অন্ত্যবৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে ? A. 1: √2 B. 2:1 C. 1:2 D. এদের কোনোটিই নয় উত্তর : C 26. 32675149 সংখ্যাটিতে 7 অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মান (Face Value) দুটির পার্থক্য কত ? A. 75142 B. 64851 C. 5149 D. 69993 উত্তর : D 27. নিচের কোনটি সঠিক নয়? A. 1 মিমি হল 1 সেন্টিমিটারের এক দশমাংশ B. 1 কেজি 12 গ্রাম = 1.012 কেজি C. 10m 10 cm = 1010cm D. 23/100 = 2.30 উত্তর : D 28. শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করার জন্য করণীয় কি ? A. গণিতে আরও বেশি অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন। B. আরও কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে C. শিক্ষার্থীদের উপর আরও কঠিন শৃঙ্খলা চাপানো যেতে পারে। D. আরও বেশি বাড়ির কাজ দেওয়া যেতে পারে। উত্তর : A 29. একটি সংখ্যাসারি 18, 24, 48, 57, 60, 66, 78 দেওয়া আছে। সংখ্যাগুলি হল- A. বিজোড় সংখ্যা B. জোড় সংখ্য C. 3 দ্বারা বিভাজ্য D. 6 দ্বারা বিভাজ্য উত্তর : C
“আমাদের এই WB Primary Tet Math Practice Set এর অংক গুলি কেমন ছিল অবশ্যই একটি মন্তব্য করে জাননাবেন”
PDF DOWNLOAD ZONE File Name : Primary Tet Math Practice Set Language : বাংলা Size : 46 KB Click Here To Download
আরও দেখুন : গণিত পেডাগজি MCQ প্রশ্ন উত্তর 

Leave a Comment