নোবেল পুরস্কার ২০২৩ তালিকা PDF | Nobel Prize 2023 Winners List

টেলিগ্ৰামে জয়েন করুন

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা | Nobel Prize 2023 Winners List

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা – Nobel Prize 2023 Winners List : নোবেল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য স্বীকৃতি অর্জনের বার্ষিক উপস্থাপিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের মধ‍্যে অন‍্যতম একটি। এই পুরস্কার আলফ্রেড নোবেলের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। 1896 সালে আলফ্রেড নোবেলের মৃত‍্যুর 5 বছর পর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সম্প্রতি 2023 নোবেল পুরস্কার তালিকা প্রকাশিত হয়েছে। আজকের এই পর্বটিতে নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা সম্পর্কে জানতে পারবেন।

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা :

সম্প্রতি নোবেল পুরস্কার ২০২৩ তালিকা প্রকাশিত হয়েছে। এবছরের নোবেল বিজয়ীরা বিভিন্ন ক্ষেত্র এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করে। ২০২৩ সালে ফিজিওলজি ও মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে ২রা অক্টোবর। 1901 সাল থেকে বিভিন্ন ব‍্যক্তি ও সংস্থাকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে, যাদের অসামান্য অবদান মানবতাকে এগিয়ে নিয়ে গেছে। নীচে নোবেল পুরস্কার ২০২৩ তালিকা-টি প্রদান করা হলো।

নোবেল পুরস্কার ২০২৩ সময়সূচি :

চিকিৎসা বিজ্ঞান (Physiology of Medicine) : ২রা অক্টোবর  এই বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

পদার্থবিজ্ঞান (Physics) : মঙ্গলবার ৩ই অক্টোবর রয়‍্যাল সুইডিস একাডেমী অব সায়েন্স দ্বারা নোবেল পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে।

রসায়ন (Chemistry) : ৪ই অক্টোবর বুধবার রসায়ন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

সাহিত্য (Literature) : ৫ই অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

শান্তি (Peace) : ৬ অক্টোবর শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট দ্বারা নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।

অর্থনীতি (Economie) : ৯ অক্টোবর সোমবার অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হবে।

নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা :

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে চিকিৎসা বিদ‍্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ক‍্যাটালিন কারিকো এবং ড্রু উইসম‍্যান। COVID-19 এর বিরুদ্ধে (mRNA) টিকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন‍্য নোবেল পুরস্কার ২০২৩ পেয়েছেন।

পদার্থবিদ্যা নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’ হুইলিয়ার । ইলেকট্রন গতিবিদ‍্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষার জন‍্য ২০২৩ নোবেল পুরস্কার পেয়েছেন।

রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ। কোয়ান্টাম ডটস সেমিকন্ডাক্টর ন‍্যানোক্রিস্টাল কণার আবিস্কার ও সংশ্লেষণ এর জন‍্য এই সালে নোবেল পুরস্কার পেয়েছেন। 

সাহিত্য নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক জন ফস। তিনি তার উদ্ভবনী নাটক এবং গদ‍্যের জন‍্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন। 

শান্তিতে নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদী। তিনি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন‍্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন‍্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন। 

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৩ : ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন । এই মহান ব‍্যক্তি মহিলাদের শ্রম বাজারের ফলাফল ও আমাদের ধারনায় অগ্ৰগতি বিকাশের জন‍্য নোবেল পুরস্কার পেয়েছেন। 

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা :

বিভাগবিজয়ীদের নামকৃতিত্ব
চিকিৎসা বিজ্ঞানক‍্যাটালিন কারিকো এবং ড্রু উইসম‍্যানCOVID-19 এর বিরুদ্ধে (mRNA) টিকার বিকাশের জন‍্য
পদার্থ বিজ্ঞানমার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’ হুইলিয়ারইলেকট্রন গতিবিদ‍্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষার জন‍্য
 রসায়ন বিজ্ঞান মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ কোয়ান্টাম ডটস সেমিকন্ডাক্টর ন‍্যানোক্রিস্টাল কণার আবিস্কার ও সংশ্লেষণ এর জন‍্য
 সাহিত্য জন ফস উদ্ভবনী নাটক এবং গদ‍্যের জন‍্য
 শান্তিনার্গিস মোহাম্মদী ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন‍্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে লড়াইয়ের জন‍্য
 অর্থনীতি যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিনমহিলাদের শ্রম বাজারের ফলাফল ও আমাদের ধারনায় অগ্ৰগতি বিকাশের জন‍্য

PDF DOWNLOAD ZONE

File Name : নোবেল পুরস্কার ২০২৩ তালিকা 
Language : বাংলা
Size : 63 KB
Clik Here To Download

আরও দেখুন :

নোবেল পুরস্কার 2022 তালিকা 
প্রশ্ন :

1. পদার্থ বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?

উ: মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল’ হুইলিয়ার

2. চিকিৎসা বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?

উ: ক‍্যাটালিন কারিকো এবং ড্রু উইসম‍্যান।

3. রসায়ন বিজ্ঞানে 2023 সালে নোবেল বিজয়ী কে ?

উ: মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ

4. সাহিত‍্যে 2023 সালে নোবেল পুরস্কার কে পেলেন ?

উ: নরওয়ের লেখক জন ফস

5. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ?

উ: ইরানের নার্গিস মোহাম্মদী

Leave a Comment