আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ প্রশ্ন উত্তর | Icc Cricket World Cup 2023 Questions And Answers

টেলিগ্ৰামে জয়েন করুন

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ প্রশ্ন উত্তর | Icc Cricket World Cup 2023 Questions And Answers

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ অক্টোবরে ৫ তারিখে শুরু হয়েছে এবং এবং ১৯ শে নভেম্বর ফাইনাল খেলার মাধ‍্যমে সমাপ্তি ঘটবে। এবছর অর্থাৎ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর অংশগ্রহণকারী দেশের সংখ্যা হল ১০ টি। আজকের এই পর্ব আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রদান করা হলো। যদি তুমি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকো তাহলে এই প্রশ্ন উত্তর গুলি অবশ্যই দেখা উচিত।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ প্রশ্ন উত্তর :

1. 2023 ICC Men’s Cricket World Cup এবছর কততম সংস্কারণ ?

A. 12 তম
B. 13 তম
C. 14 তম
D. 15 তম

উত্তর : B

2. ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩  এর আয়োজনকারী দেশ কে ?

A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ভারত
D. শ্রীলঙ্কা

উত্তর : C

3. ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর মাসকট কি ?

A. জিতু
B. মোগা
C. ব্লেজ এবং টঙ্ক
D. থাই হনুমান

উত্তর : C

4. ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর থিম গান কি ?

A. দিল জুম
B. ধড়কন দো দিল
C. দিল জশন বোলে
D. none

উত্তর : C

5. ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর জন্য কোন বলিউড অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ?

A. অক্ষয় কুমার
B. রণবীর সিং
C. শাহরুখ খান
D. অমিতাভ বচ্চন

উত্তর : C

6. ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ কটি দেশের ক্রিকেট টিম অংশ নিয়েছে ?

A. 8
B. 10
C. 12
D. 14

উত্তর : B

7. ICC পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর প্রথম ম্যাচ কোন দেশ জিতেছিল ?

A. ইংল্যান্ড
B. নিউজিল্যান্ড
C. ভারত
D. শ্রীলঙ্কা

উত্তর : B

8. ২০২৩ ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়াম খেলা হবে ?

A. নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
B. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
C. এম. চিত্রাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
D. রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

উত্তর : A

9. ICC পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এর আয়োজন কোথায় হবে ?

A. দক্ষিণ আফ্রিকা
B. জিম্বাবুয়ে
C. নামিবিয়া
D. উপরোক্ত সবই

উত্তর : D

10. ICC পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ কোথায় আয়োজিত হয়েছিল ?

A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ইংল্যান্ড
D. শ্রীলঙ্কা

উত্তর : C

11. আইসিসি পুরুষ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ বিজয়ী দেশ কোনটি ?

A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ইংল্যান্ড
D. শ্রীলঙ্কা

উত্তর : C

12. কত সালে প্রথম পুরুষ ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হয় ?

A. 1975
B. 1979
C. 1983
D. 1987

উত্তর : A

13. প্রথম পুরুষ ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হয়েছিল ?

A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ আফ্রিকা
C. ইংল্যান্ড
D. শ্রীলঙ্কা

উত্তর : C

14. এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পুরুষ ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দেশ কোনটি ?

A. অস্ট্রেলিয়া
B. ভারত
C. ওয়েস্ট ইন্ডিজ
D. পাকিস্তান

উত্তর : A

15. প্রথম পুরুষ ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছিল ?

A. অস্ট্রেলিয়া
B. ওয়েস্ট ইন্ডিজ
C. ইংল্যান্ড
D. শ্রীলঙ্কা

উত্তর : B

16. ভারত প্রথমবার কত সালে ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে ?

A. 1983
B. 1982
C. 1985
D. 1987

উত্তর : A

17. পুরুষ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সর্বাধিক রান করার রেকর্ডের তকমা কোন খেলোয়াড় করেছে ?

A. রোহিত শর্মা
B. বিরাট কোহলি
C. শচীন টেন্ডুলকার
D. ক্রিস গেইল

উত্তর : C

18. একটি ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কোন বোলার করেছেন ?

A. যুবরাজ সিং
B. মিশেল স্টার্ক
C. লসিথ মালিঙ্গা
D. ব্রেট লী

উত্তর : B

19. ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আয়োজন কে করে ?

A. BCCI
B. ICC
C. ACCI
D. CCI

উত্তর : B

20. ICC-র বর্তমান চেয়ারম্যান কে ?

A. শশাঙ্ক মনোহর
B. মনু সাহনি
C. গ্রেগ বার্কলে
D. C. K. খত্তা

উত্তর : C

21. ICC-র প্রতিষ্ঠা কত সালে হয়েছে ?

A. 1900
B. 1905
C. 1909
D. 1921

উত্তর : C

আরও দেখুন :

বিভিন্ন খেলার ট্রফি তালিকা 

Leave a Comment