pH মান কি ,বিভিন্ন জিনিসের pH মান

টেলিগ্ৰামে জয়েন করুন

pH মান কি

pH স্কেলে সবচেয়ে কম 0 থেকে 14 পর্যন্ত রেখা অঙ্কিত থাকে সাধারণত । যদি কোন জিনসের pH মান 7 এর কম হয় তাহলে সেটা অম্লতা নির্দেশ করে আর pH মান 7 এর বেশি হলে ক্ষারীয় নির্দেশ করে pH আসলে জলে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের আপেক্ষিক পরিমাণের একটি পরিমাপ ।

1. pH মান আবিষ্কৃত হয়েছিল 1909 সালে ।

2. pH মান এর আবিষ্কারক হলেন সোরেনসেন । 

3. PH মানের সম্পূর্ণ নাম , পাওয়ার অফ হাইড্রোজেন ।

চলুন আজকে আমরা কোন জিনিসের কত পি এইচ মান আছে তার সম্পর্কে একটু জেনে নিই।

 

বিভিন্ন জিনিসের pH মান

পদার্থ বা দ্রবণ PH মান
জল 7
লবন 7
সোডিয়াম ক্লোরাইড 7
রক্ত 7.4
মানুষের চোখের জল 7.4
লেবু 2.4
সালফিউরিক অ্যাসিড 1
দুধ 6.4
টমেটো 4.5
আপেল 3
আচার 3.5 – 3.9
মাছ 6.6 – 6.8
মদ 2.8
সমুদ্রের জল 7.5 – 8.
মানুষের মুত্র 4.8 – 8.4
শ‍্যাম্পু 7 – 10
মানুষের লালা 6.5 – 7.5
অ্যাসিড বৃষ্টি 5
চা 5.5
কফি 5
বিয়ার 4.5
ডিমের সাদা অংশ 7.6 – 8
ব‍্যাটারির অ্যাসিড 1
চুনজল 12
হাইড্রোক্লোরিক অ্যাসিড ( HCL ) 1
হেলদি স্কিন 5.5
দাঁতের মাজন 8
টমেটোর রস 4.1
কলা 4.5 – 5.2
অ্যামোনিয়া 11.6

আরও পড়ুন : বিভিন্ন এয়ারপোর্ট এর অবস্থান

ভিডিও :  পি এইচ মান

FAQ pH মান সম্পর্কে

ভিনেগারের ph মান কত

ভিনিগারের pH মান হল – 2.4

রক্তের ph মান কত

মানুষের রক্তের pH মান হল – 7.4

মাটির ph মান কত

মাটির pH মান হল – 6.5 – 7

প্রশমিত মাটির ph মান কত

মাটির pH মান 7 হলে তাকে প্রশমিত বা নিরপেক্ষ মাটি বলে। অর্থাৎ, এই মাটি আম্লিক বা ক্ষারকীয় কোনােটাই হয় না।

জলের ph এর মান কত

বিশুদ্ধ জলের pH মান হল – 7

লবনের ph কত

লবনের pH মান হল – 7

1 thought on “pH মান কি ,বিভিন্ন জিনিসের pH মান”

Leave a Comment