পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকা

টেলিগ্ৰামে জয়েন করুন

মরুভূমি কি :

মরুভূমি হল এমন একটি অঞ্চল যেখানে খুব কম বৃষ্টিপাত হয় প্রতিবছর প্রায় 250 মিমি থেকেও কম। মরুভূমির পরিবেশ এতটাই শুস্ক যে সেখানে শুধুমাত্র বিরল প্রজাতির গাছপালা জন্মায়। উদ্ভিদ বলতে  গুল্ম ও ভেষজ জাতীয় উদ্ভিদ লক্ষ‍্য ককরা যায়। চরম শুষ্কতা কোন কোন মরুভূমিকে কার্যত উদ্ভিদ বিহীন করে তোলে।

কিছু সংজ্ঞা অনুসারে, যে কোন পরিবেশ যা প্রায় সম্পূর্ণরূপে  উদ্ভিদ মুক্ত থাকে তাকে মরুভূমি হিসাবে গন্য করা হয়।মরুভূমি কম আর্দ্রতা, উচ্চ তাপমাত্রা, চরম বাতাসের গতি, আকস্মিক ঝড় দ্বারা চিহ্নিত করা হয়। মরুভূমি প্রতিটি মহাদেশে পাওয়া যেতে পারে এবং কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশের আবাসস্থল। নীচে কিছু গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকা দেওয়া হল ।

পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকা

পৃথিবীর বিভিন্ন মরুভূমি এই তালিকাটি থেকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক সরকরি এবং বেসরকারি সংস্থায় প্রশ্ন দিয়ে থাকে ।তুমি যদি একজন চাকুরীপ্রার্থী হয়ে থাকো তাহলে পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ।

পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকা :

 

মরুভূমিঅবস্থানআয়তন( বঃ কিমি)
সাহারাউত্তর আফ্রিকা90,64,650
কালাহারিদক্ষিণ আফ্রিকা5,82,727
কিজুলকুমপশ্চিম এশিয়া2,97,883
আরবীয়মধ‍্য-পূর্ব-এশিয়া25,89,900
থরপাকিস্তান/ভারত4,53,232
আন্টর্কটিকাআন্টর্কটিকা14,200,00
সিম্পসনউত্তর আফ্রিকা1,76,500
গিবসনঅস্ট্রেলিয়া156,289
তাকলামাকানচিন2,71,939
গোবিচিন/মঙ্গোলিয়া12,94,950
নামিবদক্ষিণ আফ্রিকা160,000
গ্ৰেট ভিক্টোরিয়াঅস্ট্রেলিয়া6,47,475
গ্ৰেট স‍্যান্ডিঅস্ট্রেলিয়া3,10,788
গ্ৰেট বেসিনযুক্তরাষ্ট্র190,000
হু হিয়ান হুয়ানমেক্সিকো4,53,232
সেনোরানদক্ষিণ-পশ্চিম-মার্কিন-যুক্তরাষ্ট্র1,39,854
কারাকুমতুর্কমেনিস্থান350,000
প‍্যাটাগোননিয়াআর্জেন্টিনা6,73,374
আটাকামাচিলি-পেরু-সীমান্ত3,63,500
আর্কটিকআর্কটিক1,61,400
কলোরাডোক‍্যালিফোর্নিয়া5,000

 

আরও পড়ুন :

বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন পুরুষ ও মহিলা

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন : 

1. পৃথিবীর শুস্কতম মরুভূমির নাম কি ?

উ: আতাকামা

2. ভারতবর্ষের বিখ‍্যাত মরুভূমির নাম কি ?

উ: থর

3. এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ?

উ: গোবি ,যেটি মঙ্গোলিয়ায় অবস্থিত

4.সাহারা মরুভূমি কোথায় অবস্থিত ?

উ: উত্তর আফ্রিকা

5.পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমির নাম কি ?

উ: সাহারা

6. মরুভূমি সৃষ্টির কারণ কি ?

উ:মরুভূমি সৃষ্টির প্রধান কারণ হল জলবায়ুর। বায়ুর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, বায়ুল জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায় এই জন‍্য আয়ন বায়ু ক্রান্তীয় অঞ্চলে শীতলস্থান থেকে প্রয়াত হয়ে যতো নিরক্ষরেখার নিকটবর্তী উষ্ণবায়ুর দিকে প্রবাহিত হয় ততোই তার উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং তার জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতাও বাড়তে থাকে সেই জন‍্য জলীয়বাষ্প হীন আয়নবায়ুর প্রভাবে ক্রান্তীয় অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত হয় না এই জন‍্যই পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমি গুলির সৃষ্টি হয়েছে।

1 thought on “পৃথিবীর বিভিন্ন মরুভূমির তালিকা”

Leave a Comment