gk question in bengali , জেনারেল নলেজ প্রশ্নউত্তর বাংলাতে

টেলিগ্ৰামে জয়েন করুন

Table of Contents

gk question in bengali , জেনারেল নলেজ প্রশ্নউত্তর বাংলাতে

 

সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যেখানে সময়ে সাথে সাথে বিভিন্ন মাধ‍্যম ও তথ‍্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় চলুন আজকের gk question in bengali প্রশ্ন গুলি দেখে নেওয়া যাক ।

 Gk Question In Bengali

সাধারণ জ্ঞান হল স্ফটিক বুদ্ধিমত্তার অপরিহার্য অতুলনীয় একটি উপাদান উপাদান । যেগুলি পড়ার মাধ্যমে আমরা অনেক অজানা তথ‍্য জানতে পারি ,চলুন আজকের gk question in bengali এর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক ।

 

  1. gk question in bengali

gk question in bengali

1. অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

উ:জাপানের টোকিওতে

2. দীর্ঘতম সীমান্ত রেখা রয়েছে কোন দেশের ?

উ: রাশিয়া

3. সূর্য শক্তির প্রধান উৎস হল ?

উ: হাইড্রোজেন ও হিলিয়াম

4. 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষে শিক্ষার হার কত শতাংশ ?

উ:74 শতাংশ

5. ভারতের রোম বলা হয়ে থাকে কোন শহরকে ?

উ: দিল্লি কে

6. ভারতের কোন শহরকে পিটসবার্গ নামে অভিহিত করা হয় ?

উ: জামশেদপুর

7. ভারতের প্রথম  গভর্নর  জেনারেল  কোন ব্যক্তি ছিলেন ?

উ :ওয়ারেন হেস্টিংস

8. বিখ্যাত শাস্ত্রগ্রন্থ অর্থশাস্ত্রের রচয়িতা কে ?

উ: কৌটিল্য

9. কোন সম্রাট  কবুলিয়াত ও পাট্টা  প্রথার  প্রচলন করেন ?

উ:শেরশাহ

10. 1498 সালে ভাস্কোদাগামা ভারতের প্রথম কোন বন্দরে প্রবেশ করে ?

উ:কালিকট বন্দর

11. শেরশাহ নির্মিত রোড টির নাম কি ?

উ:গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

12. ভারতবর্ষের কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় ?

উ: নাগপুরকে

13. কোন শাস্ত্রকে সমস্ত বিষয় জননী বলে অভিহিত করা হয় ?

উ: ভূগোল (Geography )

14. সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উ: ভারতের রাষ্ট্রপতি দ্বারা

15. গোবি মরুভূমি যেটি  পৃথিবীর অন্যতম মরুভূমি এটির অবস্থান কোথায়

উ: মঙ্গোলিয়া

16. পৃথিবী কোন ছায়াপথের অন্তর্গত ?

উ: আকাশগঙ্গা

17. অঙ্করভাট মন্দির টি  কোন দেশে নির্মিত হয়েছে ?

উ:কম্বোডিয়া

18. নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থান করেছে ?

উ:সিকিম

19. প্রথম সূর্যোদয় হয় ভারতের কোন রাজ্যে ?

উ:অরুণাচল প্রদেশ

20. ঘূর্ণিঝড় হারিকেন কোথায়  দেখা যায় ?

উ: পশ্চিম ভারতের

21. ছোটনাগপুর মালভূমি একটি কি জাতীয় মালভূমির উদাহরণ ?

উ:ব্যবচ্ছিন্ন মালভূমি

22.WHO ( World Health Organization ) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ:জেনেভা

23. শব্দের গতিবেগ সর্বাধিক  হয় কোন মাধ্যমে ?

উ: কাঠ

24. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কত সালে রচনা করেছিলেন ?

উ: 1882 সালে

25. ম্যাকমোহন সীমান্ত কোন দুই দেশের সীমান্তের মধ্যে অবস্থিত ?

উ: ভারত এবং চীন

26. ভারতবর্ষের কোন রাজ্যে আরাবল্লী পর্বতমালা অবস্থান করেছে ?

উ:রাজস্থান

27. বাংলার দুঃখ বলা হয়ে থাকে কোন নদীকে ?

 উ:দামোদর

28.পদাতিক কবি হিসেবে চিহ্নিত করা হত  বাংলা সাহিত্যে কোন কবি ?

উ:সুভাষ মুখোপাধ্যায়

29. ভারতবর্ষের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়ে থাকে ?

উ:উত্তরপ্রদেশ ( আর কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলা হয় )

30. মানুষের খুলি কতগুলি হাড় দিয়ে তৈরি ?

উ: মোট 22 টি , 8 টি  ক্রেনিয়াল হাড় এবং 14 টি ফেসিয়াল হার দিয়ে

 

Leave a Comment