কিংবদন্তি কাকে বলে ? কিংবদন্তির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কিংবদন্তি ও পৌরাণিক কাহিণির পার্থক্য | What Is Legends

টেলিগ্ৰামে জয়েন করুন

কিংবদন্তি কাকে বলে ? কিংবদন্তির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কিংবদন্তি ও পৌরাণিক কাহিণির পার্থক্য

কিংবদন্তি কাকে বলে

সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনি যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে , তাকে কিংবদন্তি বলে । মৌখিক ইতিহাসে এক প্রধান উপাদান হল কিংবদন্তির কাহিনি বা বীরগাথা ( Legends ) । সত্য , মিথ্যা , সম্ভাবনা — এই তিনের মিলিত সমষ্টি কিংবদন্তি।

পুরাকালে বিশেষ কোনো ভোজ উৎসবে কোনো সন্ন্যাসী বা ধর্মগুরুর যে সমস্ত জীবনবৃত্তান্ত কথিত বা গীত হত তাকে কিংবদন্ডি বলা হত । ব্লুমসবেরি ইংরেজি অভিধানে কিংবদন্তি সম্বন্ধে বলা হয়েছে — কিংবদন্তি হল এমন এক গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাসরূপে , আসলে যা সত্যি নয় । মারিয়া লিচ সম্পাদিত ‘ Standard Dictionary of Folklore , Mythology and Legend ‘ গ্রন্থে বলা হয়েছে “ কিংবদন্তি একটি বর্ণিত বিষয়রূপেই প্রচলিত হয়েছে , যা ঘটনার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে , এর সঙ্গে সংযুক্ত হয়েছে ঐতিহ্যগত উপাদান , যাতে কোনো ব্যক্তি , স্থান অথবা ঘটনার কথাই বলা হয়।”

🔶কিংবদন্তি চরিত্রের উদাহরণ

কিংবদন্তি চরিত্রের উদাহরণ গুলি হল মেসোপটেমিয়ার গিলগামেশ, ভারতীয় রামায়ণের রাম, মহাভারতের শ্রীকৃষ্ণ ইত্যাদি হল কিংবদন্তি চরিত্রের উদাহরণ।

🔶কিংবদন্তির বৈশিষ্ট্য

কিংবদন্তি এর বৈশিষ্ট্য গুলি নিজে আলোচনা করা হল-

1. উদ্ভবগত : অনেকের মতে মানুষের সামাজিক বিবর্তনের পথ ধরেই কিংবদন্তির উদ্ভব হয়েছে । পৌরাণিক বা ঐতিহাসিক কল্পকাহিনির চরিত্রগুলি থেকেই কিংবদন্তির জন্ম বলে মনে করা হয় । যে সময়ে মানুষ আদিম জীবন থেকে অনেকদূর এগিয়ে এসেছে সেই সময় থেকেই কিংবদন্তির সূচনা ।

2 বীরত্বমূলক : কাহিনির নায়ক : কিংবদন্তি বা বীরগাথায় আসলে বীরত্বমূলক কাহিনির নায়কের দ্বারা অতীতের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বীরত্বপূর্ণ ও অবিশ্বাস্য কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরা হয় কিংবদন্তি কোনো প্রামাণ্য চরিত্র নয় ।

3.লৌকমানসজাত গল্প : লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত হল কিংবদন্তি । লোকের মুখে বিভিন্ন কথার মাধ্যমে কিংবদন্তি ছড়িয়ে পড়ে । কিংবদন্তি জীবনের যথার্থ প্রতিফলন , এতে লোকবিশ্বাস ও সংস্কার লুকিয়ে থাকে ।

4. অতিরঞ্জন : কিংবদন্তি চরিত্র বা ঘটনাগুলির মধ্যে মানবীয় কাল্পনিক ঘটনা মিলেমিশে একাকার হয়ে যায় । বলা যায় কিংবদন্তি হল বাস্তব ও কল্পিত ঘটনার সংমিশ্রণে গঠিত খণ্ড খণ্ড অবয়ব । আসলে কিংবদন্তির চরিত্র এবং ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই লৌকিক হওয়ায় তার বিশ্বাসযোগ্যতা বেশি ।

5. বিস্ময় ও কল্পনা : কিংবদন্তির চরিত্র বা কাহিনিগুলি আমাদেরকে বিস্মিত করে এবং আমাদেরকে এক কল্পনার জগৎ – এ নিয়ে যায় । কিংবদন্তি হল বস্তুত সাধারণ মানুষের ভাবনা ও আগ্রহের বিকশিত রূপ যাতে কালে কালে নতুন কল্পনার রং মিশে তাকে কাল্পনিক করে তোলে ।

6.ইতিহাসধর্মিতা : অনেক সময় কিংবদন্তির মধ্যে সত্য ইতিহাসভিত্তিক কাহিনি লুকিয়ে থাকে । সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন কিংদন্তির মধ্যে ক্ষীণভাবে হলেও ইতিহাসের সূত্র রয়ে যায়। যদিও মৌখিক ঐতিহ্যে রূপান্তরিত হওয়ার পর কিংবদন্তির মধ্যে অনেক কাল্পনিক প্রলেপ পড়ে । তাই ঐতিহাসিক স্টিথ থমসন তাঁর ‘ The Folk ‘ গ্রন্থে লিখেছেন প্রাথমিক অবস্থায় কিংবদন্তির মধ্যে কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য থাকলেও পরবর্তীকালে পল্লবিত হতে হতে ইতিহাসের প্রকৃত ঘটনা মুছে যায় , রয়ে যায় শুধুমাত্র সম্ভব – অসম্ভবের অপরূপ কাহিনি ।

🔶বীরগাথা বা কিংবদন্তির গুরুত্ব

কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও তা একেবারে গুরুত্বহীন নয় ।

1. ঐতিহাসিক তথ্যের উৎস : কিছু কিংবদন্তি থেকে আমরা ঐতিহাসিক তথ্যের উৎস পাই । লোকমুখে পুরুষানুক্রমে কাহিনি প্রচারিত হলেও সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে । কিংবদন্তির প্রেক্ষাপটেই পূর্ববঙ্গের সীতারকোট – এর উঁচু ঢিবিতে পরীক্ষামূলকভাবে খননকার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে ।

2. আনন্দদান : কিংবদন্তির চরিত্র বা ঘটনাগুলির অলৌকিক কাহিনি পাঠ করে পাঠককুল আনন্দ পায় । অনেক সময় কাল্পনিক হলেও পাঠকের কাছে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে বলে কিংবদন্তি পাঠ আনন্দ দান করে ।

3 প্রবহমান ঐতিহ্য : নৃতাত্ত্বিক বিচারে একটি দেশ বা জাতি অঞ্চলে একটি বিশেষ পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ না থেকে কিংবদন্তি দেশদেশান্তরে ছড়িয়ে পড়ে । এক বিশেষ অঞ্চলের ঐতিহ্যের মধ্যে কিংবদন্তি গড়ে উঠলেও তাই পরবর্তীকালে প্রবহমান ঐতিহ্য রূপান্তরিত হয় ।

4 শিক্ষাদানে : কিংবদন্তির চরিত্রগুলির কর্মকাণ্ড আমাদেরকে নৈতিকতার শিক্ষা দান করে বলা চলে । সত্যের প্রতি নিষ্ঠা , অনমনীয় দৃঢ়তা , সাহসিকতা , ত্যাগ , তিতিক্ষা , উদারতা , মানবিকতা এসবের প্রতি গুরুত্বদান নৈতিকতার শিক্ষাকেই সমৃদ্ধ করে ।

🔶কিংবদন্তি ও পৌরাণিক কাহিণির পার্থক্য

বিষয়কিংবদন্তিপৌরাণিক কাহিনি
মূল চরিত্রমানুষ এর মূল চরিত্র । এতে কাহিনির মূল চরিত্র মানবতার ওপর আরোপিত । মূল চরিত্রটি মানুষের বীরত্বমূলক কর্মকাণ্ড বা বীরগাথার পরিচায়ক ।অলৌকিক দেবদেবী এর মূল চরিত্র । এতে কাহিনির মূল চরিত্র ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির ওপর আরোপিত । মূল চরিত্রটি ঈশ্বরের অলৌকিক লীলাকাহিনি বা কর্মকাণ্ডের রূপকার ।
ভিত্তিকাহিনিগুলির ঐতিহাসিক , সামাজিক বা সাংস্কৃতিক ভিত্তি থাকে । বিশেষ অঞ্চলের সংস্কার , লোকাচার , লোকবিশ্বাসের ওপর নির্ভর করে কিংবদন্তি গড়ে ওঠে ।কাহিনিগুলি মূলত ধর্মভিত্তিক । ধর্মীয় বিশ্বাস , ধর্মীয় সংস্কার , রীতিনীতি , পূজা – প্রার্থনা , ধর্মোৎসব – উপাচার ইত্যাদির ভিত্তিতে পৌরাণিক কাহিনিগুলি গড়ে ওঠে ।
শ্রেণীবিভাগসংস্কৃতি বিজ্ঞানীরা কিংবদন্তিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন যথা— [ i ] ব্যক্তিকেন্দ্রিক , [ ii ] স্থান – কেন্দ্রিক , [ [ iii ] বস্তুকেন্দ্রিক , [ iv ] আধ্যাত্মিক ও লৌকিক প্রতিষ্ঠান ভিত্তিক , [ v ] প্রকৃতিকেন্দ্রিক , [ vi ] অদৃশ্য ও অলৌকিক বিষয়ভিত্তিক , [ vii ] দেব – দেবীকেন্দ্রিক , [ viii ] মেলা ও উৎসবকেন্দ্রিক প্রভৃতি ।সংস্কৃতি বিজ্ঞানীরা বিশ্বজনীনতার নিরিখে পৌরাণিক কাহিনিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন যথা— [ i ] সৃষ্টিতত্ত্বমূলক , [ ii ] মানুষের উদ্ভবমূলক , [ iii ] সৃষ্টিমূলক , [ iv ] প্রলয়সূচক , [ v ] আগুনের অধিকার বিষয়ক , [ vi ] সংস্কৃতির বিকাশ বিষয়ক , [ vii ] চন্দ্র – সূর্য – গ্রহ – নক্ষত্র কেন্দ্রিক , [ viii ] সামাজিক বিধি বিধান বিষয়ক , [ ix ] ধর্মাচার সম্পর্কিত , [ x ] সংস্কৃতি ধাতা ( Culture | Hero ) বিষয়ক প্রভৃতি ।
বিষয়লোকসাহিত্য , লোককাহিনি , গাথা – গীতিকা , বিচিত্র জনশ্রুতি , লোকবিশ্বাস ইতিহাস , বা অর্ধ – ইতিহাসভিত্তিক কাহিনি , প্রেম – বিরহের গাথা , অধ্যাত্ম্যবিষয়ক কাহিনি , সন্ন্যাসী – ডাকাত – পরি – ভূত প্রভৃতির ঘটনা এর বিষয়বস্তু হয়ে থাকে ।বিশ্বসৃষ্টির রহস্য , দেবতা – মানবের জন্ম , মহাপ্লাবন , দেবতা – দানব ,মানবের দ্বন্দ্ব , জন্ম – মৃত্যু – আত্মা – পুনর্জন্ম – অবতার , স্বর্গ – নরক ,পাপপুণ্য সমস্ত কিছুই হল এর বিষয়
কালপঞ্জিএতে বর্তমান সময়ের নিরিখে যথাযথভাবে ঘটনাভিত্তিক | সময়কালের উল্লেখ বা কালপঞ্জি থাকে ।এতে বর্তমান সময়ের নিরিখে ঘটনাভিত্তিক ধারাবাহিক | সময়কালের উল্লেখ বা কালপঞ্জি থাকে না ।
ঐতিহিসিকতাএটির রচনাকালে ক্ষীণভাবে হলেও ইতিহাসের সূত্র থাকে । অনেকসময় এগুলির মধ্যে ইতিহাসের আদি ঘটনার প্রামাণ্য তথ্যসূত্র মেলে ।এর মধ্যে ইতিহাসের প্রামাণ্য তথ্যসূত্র মেলে না । এটি মূলত ধর্মীয় কল্পকথা ও এতে অতিলৌকিক কল্পনার আধিক্য থাকে ।

আরও পড়ুন :

চিরস্থায়ী বন্দোবস্ত কি ? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল

প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল 

রুশ বিপ্লব কি এবং রুশ বিপ্লবের কারণ

1.কোন যুগে কিংবদন্তির উদ্ভব ঘটে ?

উ: মধ‍্যযুগে 1340 সালে

2. কিংবদন্তি শব্দের ইংরেজি শব্দ কি ?

উ: Legends

3 thoughts on “কিংবদন্তি কাকে বলে ? কিংবদন্তির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কিংবদন্তি ও পৌরাণিক কাহিণির পার্থক্য | What Is Legends”

Leave a Comment