দ্রবণ MCQ প্রশ্ন উত্তর | Solution GK Question Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

দ্রবণ MCQ প্রশ্ন উত্তর | Solution GK Question Answer

দ্রবণ MCQ প্রশ্ন উত্তর | Solution GK Question Answer : আজকের পর্বটিতে আলোচনা করবো দ্রবণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ।চলুন দেখে নেওয়া যাক দ্রবণ MCQ প্রশ্ন উত্তর গুলি।

Read More : Quora

দ্রবণ MCQ প্রশ্ন উত্তর

1. প্রতি লিটার দ্রবণে দ্রাবের মোল সংখ্যাকে কি বলে ?

উ: মোলারিটি

2. দ্রবণ একটি কোন ধরনের পদার্থ ?

A. মৌলিক পদার্থ
B.মিশ্র পদার্থ
C.যোগিক
D. কোনটিই নয়

উ: B

3. গন্ধকের দ্রাবক কোনটি-

A.মৌলিক
B. জল
C. ইথাইল অ্যালকোহল
D. CO2

উ: C

4. উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় কোন পদার্থের ?

উ:  CaSO4

5. সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে দ্রবণটির কি পরিবর্তন হয় ?

উ: অসম্পৃক্ত হয়

6. সোদক সোডিয়াম কার্বনেটের একটি অণুতে জলের সংখ্যা কতগুলি ?

উ: 10 টি

7. সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে দ্রবণটি কি হবে ?

উ: সম্পৃক্ত থাকে

৪. অসম্পৃক্ত দ্রবণকে ঠাণ্ডা করতে থাকলে এক বিশেষ উষ্ণতায় দ্রণটি কি হবে ?

উ: সম্পৃক্ত হয়

9. উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কি হয় ?

উ: হ্রাস পায়

10. নীচের কোনটি একটি উদ্গ্রাহী পদার্থ ?

A. NaCO3
B. NaSO4
C. MgCl2
D. কোনটিই নয়

উ: C

11. 100gm সমুদ্রতলের উত্তাপনে 25gm NaCl2 পাওয়া গেল  এক্ষেত্রে দ্রাবক হল কোনটি ?

A. সমুদ্র জল
B. জল
C. NaCl
D. None

উ: B

12. কুয়াশা হল একপ্রকার –

A. গ‍্যাসে গ‍্যাসের দ্রবন
B. গ্যাসে তরলে দ্রবণ
C. গ্যাসে কঠিনের দ্রবণ
D. None

উ: B

13. ধোঁয়া হল একপ্রকার –

উ: গ‍্যাস + কার্বন

14. উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এমন একটি পদার্থ হল ?

উ: KNO3

15. উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই রকম থাকে এমন পদার্থ কি ?

উ: NaCl

16 . রক্তে রক্তকণিকা ডুবে যায় না তার কারণ কি ?

উ: আইসোটোনিক

17. কোন দ্রবণে প্রাণী কোষ ডুবে যায় ?

উ: হাইপারটোনিক দ্রবণ

18. বিশুদ্ধ জলের মোলারিটি কত ?

উ: 55.6 m

19. দ্রাব্যতার একক কি ?

উ: এটি একটি সংখ‍্যা মাত্র

20. রক্ত কোন ধরনের দ্রবণ ?

উ: কোলয়েড

21. জল ও তেলকে পৃথক করা যায় –

উ: পৃথকীকরণ ফানেল দিয়ে

22. মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ আলাদা করা যায় যেভাবে –

উ: আংশিক পাতন

23. NH4CI ও বালির মিশ্রণ আলাদা করা যায়-

উ: উর্ধ্বপাতনের মাধ‍্যমে

24. কালির রঙিন উপাদানগুলির মিশ্রণ আলাদা করা হয়—

উ: পেপার ক্লোমাটোগ্ৰাফি এর মাধ‍্যমে

25. ভাতের ফ্যান কী দ্রবণ ?

উ: কোলয়েড

26. কুয়াশা কী দ্রবণ ?

উ: অ্যারোসল

27. চিনির দ্রবণ কী ?

উ: প্ৰকৃত দ্রবণ

28. চর্বির দ্রাবক কী ?

উ: ক্লোরোফর্ম

29. দ্রবণ কি পদার্থ ?

উ: মিশ্র

30. জল ছাড়া দ্রাবকের সংখ্যা কত ?

উ: 4

31. সোডা ওয়াটার কোন কোন পদার্থের দ্রবণ ?

উ: তরল + গ্যাস

32. সোডিয়াম অ্যামালগামে আছে ?

উ: Na + Hg

33. অ্যাসিটোন ও মিথানলের মিশ্রণ আলাদা করা হয় কোন মাধ‍্যমে ?

উ: আংশিক পাতন

34. কোল্ড ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে ?

উ: CO2

35. দুটি তরল আলাদা করা হয় কোন পদ্ধতিতে ?

উ: পাতন

আরও পড়ুন :

তেজস্ক্রিয়তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

100+ রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর