খনিজ তেলের সৃষ্টি হয় কীভাবে ? খনিজ তেলের শ্রেণীবিভাগ

টেলিগ্ৰামে জয়েন করুন

খনিজ তেলের সৃষ্টি হয় কীভাবে ? খনিজ তেলের শ্রেণীবিভাগ

খনিজ তেল কীভাবে সৃষ্টি হয়খনিজ তেলের শ্রেণীবিভাগ : আজকে আমাদের আলোচনা খনিজ তেল সম্পর্কে। খনিজ তেলের সৃষ্টি এবং শ্রেণীবিভাগ নিয়ে।

খনিজ তেলের সৃষ্টি :

পেট্রোলিয়াম ( petroleum ) শব্দটি লাতিন শব্দ , ‘ petra ‘ অর্থ শিলা এবং ‘ oleum ‘ অর্থ তেল থেকে এসেছে । অর্থাৎ , যে তেল শিলার মধ্যে থাকে , তাকে পেট্রোলিয়াম বা শিলা তেল বলে। বিজ্ঞানীদের মতে দু – ভাবে জৈব এবং অজৈব পদ্ধতিতে খনিজ তেলের উৎপত্তি হয়ে থাকে।

1. জৈব পদ্ধতি : বিজ্ঞানীদের মতে 5-6 কোটি বছর আগে ( টার্সিয়ারি যুগে ) পাললিক শিলাস্তরের মধ্যে মৃত জীবদেহ , উদ্ভিদ কোশ , ব্যাকটেরিয়া প্রভৃতি সঞ্চিত হয়ে এবং চাপ , তাপ ও রাসায়নিক পরিবর্তনের ফলে খনিজ তেলের উৎপত্তি ঘটেছে।

2. অজৈব পদ্ধতি : রুশ বিজ্ঞানী শাখনিনের ( Shakhnin ) মতে , পাললিক শিলাস্থিত কারবাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে খনিজ তেলের উৎপত্তি ঘটেছে ।

সাধারনত ভাঁজযুক্ত গঠনে ঊর্ধ্বভঙ্গে খনিজ তেলের সঞ্চয় লক্ষ করা যায় । যেসব ঊর্ধ্বভঙ্গে তেল থাকে তাদের পুল বলে । খনিজ তেল বহনকারী ঊর্ধ্বভঙ্গের সবচেয়ে নীচে থাকে ভারী জলীয় অংশ , তার ওপর হালকা খনিজ তেল এবং তার ওপর প্রাকৃতিক গ্যাস থাকে । পাললিক শিলাস্তরে গভীর কূপ খনন করে পাম্পের সাহায্যে অপরিশোধিত তেল তুলে এনে তা পরিশোধন করা হয়।

খনিজ তেলের শ্রেণিবিভাগ :

রাসায়নিক উপাদানসমূহের তারতম্য অনুসারে খনিজ তেলকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায় সেগুলি হল –

1. মোম প্যারাফিন মিশ্রিত খনিজ তেল  (Paraffin – Based Crude Oil ) : এই তেলে বেশি পরিমাণে হালকা হাইড্রোকার্বন ( যেমন , মিথেন ) থাকে । এই তেল থেকে পেট্রোল , ( paraffin ) এবং উচ্চশ্রেণির পিচ্ছিলকারক তেল ( high – grade lubricating oil ) পাওয়া যায় । এর ব্যবহারিক গুরুত্ব খুব বেশি।

2. অ্যাসফাল্ট মিশ্রিত খনিজ তেল  (Asphalt – Based Crude Oil) : এই তেল কিছুটা অ্যাসফাল্ট মিশ্রিত এবং আঠালো , চটচটে ও কালো রঙের । এতে ভারী বা গুরু হাইড্রোকার্বন বেশি থাকে । এর ব্যবহারিক গুরুত্ব কিছুটা কম । এর থেকে সামান্য পরিমাণে মোটর চালানোর উপযোগী তেল পাওয়া গেলেও বেশি পরিমাণে অ্যাসফাল্ট বা বিটুমেন পাওয়া যায়।

3. মিশ্রভিত্তিক খনিজ তেল (Mixed – Based Crude Oil ) : এই তেল মধ্যম শ্রেণির । এতে হালকা এবং ভারী উভয় প্রকার তেলই মিশ্রিত অবস্থায় পাওয়া যায় । জ্বালানি এবং পিচ্ছিলকারক তেল -দু – ভাবেই ব্যবহার করা যায় । এর রাসায়নিক উপাদান সব জায়গায় সমান হয় না এবং সমান পরিমাণে থাকে না।

আরও পড়ুন : 

পর্বত কাকে বলে ? পর্বতের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য 

বন্দর কাকে বলে ? কলকাতা বন্দরের উন্নতির কারণ 

1 thought on “খনিজ তেলের সৃষ্টি হয় কীভাবে ? খনিজ তেলের শ্রেণীবিভাগ”

Leave a Comment