ব্লিজার্ড কি ? ব্লিজার্ডের বৈশিষ্ট্য, অবস্থান

টেলিগ্ৰামে জয়েন করুন

ব্লিজার্ড কি ? ব্লিজার্ডের বৈশিষ্ট্য, অবস্থান

ব্লিজার্ড কি – What is Blizzard : আজকের পর্বটিতে আলোচনা করবো ব্লিজার্ড কি বা এবং ব্লিজার্ডের বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক ব্লিজার্ড বা প্রবল তুষারঝড় কি

ব্লিজার্ড কি

আবহাওয়া বিজ্ঞানীদের মতানুসারে, ব্লিজার্ড হল একধরনের প্রবল অতিশীতল বায়ুপ্রবাহ, যার মধ্যে তুষারকণা থাকে এবং বরফাবৃত ভূভাগের ওপর এটি অধিক ক্রিয়াশীল হয়।

ব্লিজার্ডের বৈশিষ্ট্য :

ব্লিজার্ড বা তীব্র তুষারঝড়ের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় সেগুলি হল –

1. বায়ুপ্রবাহের গতিবেগ : এই ঝড় চলাকালীন ঘণ্টায় 56 কিমি বেগে অতিশীতল বায়ু প্রবাহিত হয়।

2. দৃশ্যমানতা : এই সময় 400 মিটারের বেশি দূরত্বের কিছুই দেখা যায় না।

3. ঝড়ের স্থায়িত্ব : অধিকাংশ ক্ষেত্রে এর স্থায়িত্ব কমপক্ষে প্রায় তিন ঘণ্টা হয়ে থাকে।

অবস্থান : অ্যান্টার্কটিকা , উত্তর আমেরিকার উত্তরাংশ , কানাডা , ইউরোপ ও এশিয়ার উত্তরভাগ , অস্ট্রেলিয়ার নিউসাউথ – ওয়েলশ , ভিক্টোরিয়া , তাসমানিয়ার পার্বত্য অঞ্চল , এ ছাড়া বরফাবৃত উচ্চ পার্বত্য অংশেও ব্লিজার্ড দেখা যায়।

ব্লিজার্ডের ফলে দুর্যোগের কারণ :

ব্লিজার্ডের উপস্থিতি অনেকসময় দুর্যোগ বা বিপর্যয় ডেকে আনে । একটানা দীর্ঘসময় ধরে অতি শীতল বায়ুপ্রবাহের ( তুষারকণা বহনকারী ) ফলে বিভিন্নভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । যেমন—

1. শারীরিক অসুস্থতা : তীব্র শীতল বায়ুপ্রবাহের ফলে মানুষের দৈহিক কষ্ট বৃদ্ধি পায় , উয়তা হ্রাস পাওয়ায় শারীরিক অসুস্থতা দেখা যায়।

2. পরিবহণ ব্যবস্থা : ভূপৃষ্ঠে বিস্তীর্ণ অংশে পুরু তুষারের স্তর জমা হয় , ফলে পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে । যেমন 1888 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ও কানাডায় 1-1.3 মিটার পুরু বরফের আস্তরণ পড়েছিল , নিউ ইয়র্কে প্রায় 400 জন মানুষ মারা গিয়েছিলেন । 1972 সালে ইরানে ব্লিজার্ড – এর প্রভাবে প্রায় 4000 মানুষ প্রাণ হারিয়ে ছিলেন।

3. বন্যা : এই ঝড়ের পর সঞ্চিত পুরু বরফের আস্তরণ গলে গেলে জলপ্রবাহ সৃষ্টি হয় । সেই জলপ্রবাহ থেকে বন্যা সৃষ্টির সম্ভাবনা দেখা যায়।

4. জনজীবন স্তব্ধ : দীর্ঘদিন ধরে পরিবহণ , শিক্ষা , স্বাস্থ্য , বিদ্যুৎ , চিকিৎসা , পানীয় জল সরবরাহ প্রভৃতি অতি প্রয়োজনীয় পরিসেবাগুলি স্তব্ধ হয়ে পড়ায় জনজীবনে বিপর্যয় নেমে আসে।

আরও পড়ুন : 

খনিজ তেল কীভাবে সৃষ্টি হয় 

পর্বত কাকে বলে ? পর্বতের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য

Leave a Comment