তেজস্ক্রিয়তা MCQ প্রশ্ন উত্তর | Radioactivity GK Question Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

তেজস্ক্রিয়তা MCQ প্রশ্ন উত্তর | Radioactivity GK Question Bengali

তেজস্ক্রিয়তা MCQ প্রশ্ন উত্তর | Radioactivity GK Question Bengali : আজকের পর্বের বিষয় তেজস্ক্রিয়তা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি বিভিন্ন রকম কমপিটিটিভ পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ।চলুন দেখে নেওয়া যাক তেজস্ক্রিয়তার প্রশ্ন উত্তর গুলি।

তেজস্ক্রিয়তা MCQ প্রশ্ন উত্তর

1. আলফা কণা হল –

A. উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন
B. ধনাত্মক আধানযুক্ত H. আয়ন
C. এক্স – রশ্মি বিকিরণ
D. দ্বিগুণ ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন

উ: D

2. তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ করে কোন কণা  ?

A. আলফা
B. বিটা
C. গামা
D. সবকটি

উ: D

3. নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহৃত ভারী জল হল কোনটি ?

উ: হাইড্রোজেনের ভারী আইসোটোপযুক্ত

4. কোন কণা ইলেকট্রনের মতো ?

উ: বিটাকণা

5. গামা রশ্মি হল

A. উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন
B. কম শক্তিসম্পন্ন ইলেকট্রন
C. উচ্চশক্তিসম্পন্ন তড়িৎচুম্বকীয়
D. পজিট্রন তরঙ্গ

উ: C

6. তেজস্ক্রিয় মাপার যন্ত্রের নাম কি ?

উ: গাইগার গণক

7. নীচের কোনটিকে ‘ কালোসিসা ‘ বলে ?

A. কাঠকয়লা
B. ঝুল
C. কোক
D. গ্ৰাফাইট

উ: D

8. তেজস্ক্রিয় পদার্থের মধ্যেকার কোন্ রশ্মি মানুষের দেহের পক্ষে ক্ষতিকর ?

উ: গামা

9. গ্রুপ স্থানান্তকরণ সূত্রের প্রবর্তক কে ?

উ: সুডি এবং ফাজান

10. নিউক্লিয় বিভাজন হয় কিসের দ্বারা ?

উ: প্রোটন

11. নিউক্লিয়াস বিভাজ্য প্রমাণ করেন কোন বিজ্ঞানী ?

উ: রাডারফোর্ড

12. নিউক্লিয় রিয়্যাক্টরে নিয়ন্ত্রক দণ্ডরূপে কি ব্যবহৃত হয় ?

উ: ক্যাডমিয়াম

13. যখন ইউরেনিয়ামের নিউক্লিয়াস দুটি ভাগে বিভক্ত হয় তাকে কি বলে ?

উ: নিউক্লিয় বিভাজন

14. কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় ?

উ: নিউক্লিয় সংযোজন

15. নিউক্লিয় রিয়্যাক্টরে নিউট্রনের গতি কমায় কে ?

A. সাধারণ জল
B. ভারী জল
C. জিঙ্ক দণ্ড
D. গলিত কস্টিক সোডা

উ: B

16. পারমাণবিক চুল্লিতে জ্বালানি  হিসাবে ব‍্যবহৃত হয় ?

A. কার্বন
B. পেট্রোলিয়াম
C. ইউরেনিয়াম
D. Na

উ: C

17. কার বয়স নির্ণয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ব্যবহার করা হয় না ?

A. ফসিল
B. পৃথিবী
C. পাথর বা শিলা
D. পৃথিবীর খনিজ

উ: C

18. নিউক্লিয় রিয়্যাক্টরে কী হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয় ?

উ: মন্দনক

19. শৃঙ্খল বিক্রিয়ার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোন দণ্ড ?

উ: ক্যাডমিয়াম

20. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় নিচের কোনটি ?

A.ইউরেনিয়াম
B. পোলোনিয়াম
C. থোরিয়াম
D. পারদ

উ: A

21. ইউরেনিয়াম বিভাজনকে কাজে লাগিয়ে তাপশক্তি উৎপাদনের চেষ্টা করেন কোন বিজ্ঞানী ?

উ: এনরিকো ফের্মি

22. কোন পদ্ধতিতে পারমাণবিক বোমা তৈরি করা হয় ?

উ: নিউক্লিয় বিভাজন

23. পানীয় জলে গামা নির্গত আইটোসোপ আছে কিনা পরীক্ষার জন্য কি ব্যবহত হয় ?

উ: সাইনটিলেশন গণক

24. ‘ ইয়ালো কেক ‘ যা সীমান্ত চোরাপথে পাচার হয় তা হল

উ: ইউরেনিয়াম অক্সাইড

25. সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেজস্ক্রিয় পদার্থকে কোন্ ধাতুর ভিতরে রাখা হয় ?

উ: লেড

26. নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তাতে কি ব‍্যবহৃত হয়েছিল ?

উ: প্লুটোনিয়াম

27. কোবাল্ট 60 বিকিরণ করে কোন রশ্মি ?

উ: গামা

28. 14 দিন পর একটি তেজস্ক্রিয় পদার্থের ভরের 25 % অবিঘটিত থাকল এই পদার্থের গড় আয়ু কত দিন ?

উ: 10 দিন

29. কোন্ বিঘটনের বেলায় মৌলের কোনো পরিবর্তন হয় ?

উ:গামা

30. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ?

উ: বেকারেল

আরও পড়ুন :

গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

7 thoughts on “তেজস্ক্রিয়তা MCQ প্রশ্ন উত্তর | Radioactivity GK Question Bengali”

  1. What’s Taking place i am new to this, I stumbled upon this
    I have discovered It absolutely useful and it has helped me
    out loads. I’m hoping to give a contribution & help different users like its helped me.

    Good job.

    Reply
  2. Thanks for one’s marvelous posting! I definitely enjoyed reading it, you might be a great author.
    I will make sure to bookmark your blog and will eventually come back down the road.
    I want to encourage you continue your great posts, have a nice evening!

    Reply

Leave a Comment