অণুজীব কাকে বলে ? অণুজীব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর | What is Microorganism

টেলিগ্ৰামে জয়েন করুন

অণুজীব কাকে বলে ? অণুজীব সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর | What is Microorganism

অণুজীব কাকে বলে | What is Microorganism : জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল অণুজীব। সত্যি আমরা আলোচনা করব অণুজীব কাকে বলে এবং অণুজীবের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে।

অণুজীব কাকে বলে :

আমরা যে সকল উদ্ভিদের বা প্রাণীদের খালি চোখে দেখতে পায় না। সেই সকল প্রাণী বা উদ্ভিদের অণুজীব বলা হয়। অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক প্রভৃতি। এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে এই অণুজীব গুলিকে দেখতে হয়।

অণুজীবের MCQ প্রশ্ন উত্তর :

1. কোন রোগের ক্ষেত্রে H1 N1 ভাইরাসের উল্লেখ করা হয় ?

উ: সোয়াইন ফ্লু

2. মানুষের ক্ষুদ্রান্ত্রে কোন ব্যাকটেরিয়া বাস করে

উ: এশ্চেরিসিয়া কোলাই

3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় দুটি খুব উপযোগী ব্যাকটেরিয়া নাম হল –

উ: এশ্চেরিসিয়া এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম

4. অ্যালগির দেহপ্রাচীর কী দিয়ে তৈরি ?

উ:  সেলুলোজ

5. হাইড্রার ক্ষরণ কোশে ( Secretary Cell ) কোন্ মিথোজীবী অ্যালগি দেখা যায় ?

উ: ইউক্লোরেল্লা

6. অ্যামিবা খাদ্য গ্রহণ করে কিসের দ্বারা ?

উ: ক্ষনপদ

7. কেল্প কী ?

উ: আয়োডিন সমৃদ্ধ সামুদ্রিক অ্যালগি

8. বৃদ্ধি এবং জননে সক্ষম ক্ষুদ্রতম জীবের নাম কী ?

উ: মাইকোপ্লাজমা

9. ধান উৎপাদনে কোন্ জৈবসার ব্যবহার করা হয় ?

উ: ব্লু – গ্রিন অ্যালগি ( নীলাভ – সবুজ শৈবাল )

10. লোহিত সাগরের রং লাল কেন ?

উ: অ্যালগির কারণে

11. মহাকাশ গবেষণায় অক্সিজেনের উৎস হিসেবে কোন্ এককোশী শ্যাওলার ব্যবহার করা হয় ?

উ: ক্লোরেল্লা

12. উত্তর আটলান্টিক মহাসাগরের হাজার হাজার হেক্টর অংশ কোন্ ভাসমান সামুদ্রিক আগাছা ঢেকে দিয়েছে ?

উ: সারগোসাম

13. আগার-আগার কোথা থেকে পাওয়া যায় ?

উ: অ্যালগি

14. এইডস রোগের জীবাণু বহনকারী এইচ আই ভি ভাইরাস কোন্ পরীক্ষার দ্বারা শনাক্তকরণ করা যায় ?

উ: এলিজা টেস্ট

15. ভাইরাস হল একরকম

উ: সম্পূর্ণ পরজীবী

16. ভাইরাসের কে আবিষ্কার করেন ?

উ: ইভানোস্কি

17. ভাইরাসের দেহের জিনগত বস্তু কোন্‌টি ?

উ: DNA অথবা RNA

18. ব্যাকটেরিয়ার কে আবিষ্কার করেন ?

উ: লিউয়েন হুক

19. অণুজীবকে প্রতিরোধকারী জেনোবায়োটিকস্‌কে কী বলে ?

উ: রিক্যালসিস্ট্যান্ট

20. ব্যাকটেরিয়াকে উদ্ভিদ রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় কেন ?

উ: তাদের কোশপ্রাচীর থাকার জন‍্য

21. অণুজীব দ্বারা উৎপন্ন ক্ষতিকারক বস্তুকে কী বলে ?

উ: টক্সিন

22. কী থাকার জন্য দই টক হয় ?

উ: ল‍্যাকটিক অ্যাসিড

23. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াকে কী বলে ?

উ: কক্কাই

24. পোলিও এবং চিকেন পক্স ( জলবসন্ত ) রোগের জন্য কোন্ অণুজীব দায়ী ?

উ: ভাইরাস

25. কার গুরুত্বপূর্ণ উৎস ইস্ট ?

উ: ভিটামিন সি

26. কোন্ ছত্রাক সাধারণত ‘ ব্রেড মোল্ড ’ নামে পরিচিত ?

উ: রাইজোপাস

27. LSD ( এল এস ডি ) কোথা থেকে পাওয়া যায় ?

উ: ফানজি ( ছত্রাক )

28. কোন্ অ্যান্টিবায়োটিকটি প্রথম আবিষ্কৃত হয় ?

উ:  পেনিসিলিন

29. স্ট্রেপটোমাইসিনের আবিষ্কারক কে ?

উ:  ওয়াক্সম্যান

30. টিক্কা ( Tikka ) রোগ দেখা যায় কোন্ উদ্ভিদে ?

উ: চিনাবাদাম

31. আখের ‘ রেড রট ’ রোগের কারণ কী ?

উ: কোলেটোট্ৰিচাম ফ্যালকাটাম

32. স্ট্রেপটোমাইসিন কী থেকে পাওয়া যায় ?

উ: ব্যাকটেরিয়া

33. বেকারি শিল্পে পাউরুটি প্রস্তুত করতে ইস্ট ব্যবহার করা হয় কেন ?

উ: এটি পাউরুটিকে নরম এবং ছিদ্রবহুল ( স্পঞ্জি ) করে তোলে।

34. ‘ অ্যাথলেট ফুট ’ রোগের কারণ কী ?

উ: ফানজি ( ছত্রাক )

35. অ্যাফ্ল্যাটক্সিন কীসের দ্বারা উৎপন্ন হয় ?

উ: ফানজি

36. পাউরুটিতে কোন্ ছত্রাক ব্যবহার করা হয় ?

উ: স্যাকারোমাইসিস

37. লাইকেন কী কী নিয়ে গঠিত ?

উ: ফানজি এবং অ্যালগি

38. লাইকেনকে নির্দেশক রূপে ব্যবহার করা হয় কোন  কাজে ?

উ: বায়ুদূষণ

39. লাইকেনের ছত্রাক এবং শৈবালের ( ফানজি এবং অ্যালগি ) মধ্যে মিথোজীবী সম্পর্ককে কী বলে ?

উ: হ‍্যালোটিজম

40. গাছের ছালে যে লাইকেন জন্মায় , তাকে কী বলে ?

উ: কর্টিকোলিস

41. পাথরের যে লাইকেন জন্মায় তাকে কি বলা হয় ?

উ: স্যাক্সোকোলিস

42. ব্যাকটেরিয়ায় কোন্ ধরনের DNA পাওয়া যায় ?

উ: গোল DNA

43. মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয় ?

উ: লুই পাস্তুর

44. ইবোলা ( EBOLA ) কী ?

উ: ভাইরাস

45. ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কী বলে ?

উ: ব্যাকটেরিওফাজ

46. কোন্ ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে ?

উ: নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া

47. মানুষের ক্ষুদ্রান্ত্রে কোন্ ব্যাকটেরিয়া পাওয়া যায় ?

উ:  এশ্চেরিসিয়া কোলাই

48. পোলিও রোগ সৃষ্টিকারী অণুজীব কোন্‌টি ?

উ:  ভাইরাস

49. কোন্ ব্যাকটেরিয়া যক্ষ্মা রোগের জন্য দায়ী ?

উ: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস

50. কোন্ ফসলের বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উপকারী ?

উ:  শিম্বজাতীয় শস্য ( লেগুম )

51. নাইট্রোজেন ফিক্সেশনে লেগিমোগ্লোবিনের ভূমিকা কী ?

উ: অক্সিজেন শোষণ করতে

52. হিমায়ন পদ্ধতিতে ( রেফ্রিজারেশন ) কী করা হয় ?

উ: ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করা হয়

53. কীসের উপস্থিতিতে দুধ টক হয়ে যায় ?

উ:ব্যাকটেরিয়া

54. দুধ থেকে দই তৈরি করতে কোন্ ব্যাকটেরিয়া সাহায্য করে ?

উ: ল্যাকটোব্যাসিলাস

55. শিম্ব জাতীয় উদ্ভিদে কোন্ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় ?

উ: রাইজোবিয়াম

56. TMV কোন্‌টির সঙ্গে সম্পর্কিত ?

উ: ভাইরাস

57. হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক কীসের কারণে হয় ?

উ: ভাইরাস

58. কোন্ ভাইরাস ব্যাকটেরিয়া কোশকে আক্রমণ করে ?

উ: ব‍্যাকটেরিওফিজ

59. যে ভাইরাসের দেহের জিনগত বস্তু RNA , সেই ভাইরাসকে কী বলে ?

উ: রাইবোভাইরাস

60. পবিত্র গঙ্গানদীর জল শুদ্ধ থাকে কোন্ উপাদানের উপস্থিতির জন্য ?

উ: ব্যাকটেরিওফাজ

61. ভাইরাসকে সজীব বলা হয় যে কেন ?

উ: জনন প্রক্রিয়া সম্পন্ন করে ( পোষক দেহে )

62. মানুষের দেহে মেলানিন নামক প্রাকৃতিক রঞ্জক পদার্থ ত্বক , চুল এবং আইরিসের রং – এর জন্য দায়ী । এটি কীসের বিরুদ্ধে সুরক্ষাও জোগায় ?

উ: আলট্রা ভায়োলেট রশ্মি

63. ভাইরাস পরজীবী । এদের দেহে DNA অথবা RNA থাকে । এদের কেলাস প্রস্তুত করা সম্ভব । শ্বসনের অভাব দেখা যায় । এদেরকে তাই কী বলা হয় ?

উ: সজীব বস্তু ও জড় বস্তুর মাঝামাঝি

64. এইডস রোগ ঘটায় ?

উ: ভাইরাস

65. HIV কীসের সঙ্গে সম্পর্কিত ?

উ: এইডস

66. পোলিও রোগের স্বাভাবিক কারণ কী ?

উ: ভাইরাস

67. HIV- এর ফলে কোষ রোগ হয় ?

উ:  অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (AIDS)

68. AIDS ভাইরাসে থাকে ?

উ: একতন্ত্রী RNA

69. ভাইরাস কী কী উপাদানে গঠিত ?

উ: নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন

70. সার্স ( SARS ) কী ?

A. একটি সংস্থা
B. ভাইরাসঘটিত একটি রোগ
C. ব্যাকটেরিয়াঘটিত একটি রোগ
D. কার্বহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড

উ: B

71. প্রাণীদের পা ও মুখের রোগ যে সংক্রমণের ফলে হয় ? (

উ: ভাইরাস

72. আর্কিব্যাকটেরিয়া কী ?

উ: প্রাচীনতম জীব

73. তামাক গাছের মোজাইক রোগের কারণ কী

উ: ভাইরাস

74. অ্যানথ্রাক্স রোগের কারণ কী ?

উ: ব‍্যাকটেরিয়া

75. অ্যামিবা কোন্ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে ?

উ: এন্ডোসাইটোসিস

76. কোন্ ব্যাকটেরিয়া নাইট্রাইটসকে নাইট্রেটে পরিণত করে ?

উ:  নাইট্রোব্যাকটর

77. ক্ষুদ্র আদি জীবকে কী বলে ?

উ: মাইকোপ্লাজমা

78. মৃগী রোগের ঔষধ কোন লাইকেন থেকে পাওয়া যায় ?

উ: পার্মেলিয়া

79. কোন্ জাতীয় উদ্ভিদ নগ্নবীজ উৎপন্ন করে ?

উ: জিমনোস্পার্ম

80. বিশ্বের সব চাইতে দীর্ঘ গাছের সঙ্গে সম্পর্কিত কোন ধরন উদ্ভিদ ?

উ: ডাইকটিলিডনস

আরও পড়ুন :

উদ্ভিদবিদ‍্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

Leave a Comment