উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর PDF | Botany And Branches MCQ Questions

টেলিগ্ৰামে জয়েন করুন

 

উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর PDFউদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর PDF | Botany And Branches MCQ Questions : জীববিদ‍্যার একটি অংশ হল উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ। আজকে আমাদের আলোচনা হল উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।

উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর

1. স্পারমোলজিতে কোন বিষয় সম্পর্কে অধ‍্যায়ন করানো হয় ?

উ: বীজ

2. পেডোলজিতে কী বিষয় পড়ানো হয় ?

উ: মাটি

3. পৃথিবীর বিভিন্ন স্থানে উদ্ভিদের বণ্টন –

A. বায়োজিওগ্রাফি
B. জিওজিওগ্রাফি
C. জিওগ্রাফি
D. ফাইটোজিওগ্রাফি

উ: D

4. ফল সম্পর্কিত অধ্যয়নকে কি বল ?

উ:পোমোলজি

5. উদ্ভিদের অন্তর্গঠন সম্বন্ধীয় বিদ্যা বলা হয় কাকে  ?

উ: অ্যানাটমি

6. উদ্ভিদের বাহ্যিক গঠন ও আকার সম্পর্কিত বিদ্যাকে কি বলে ?

উ: মরফোলজি

7. জীববিদ্যার কোন শাখায় জীবের শনাক্তকরণ , নামকরণ পদ্ধতি এবং শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হয় ?

উ:  ট্যাক্সোনমি

8. বৃক্ষের বার্ষিক বলয় গণনা করে বৃক্ষের বয়স নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে ?

উ:  ডেনড্রোক্লোনোলজি

9. জীবনের ভৌত ভিত্তি কি ?

উ: প্রোটোপ্লাজম

10. ‘ উদ্ভিদবিদ্যার জনক ‘ নামে পরিচিত কোন বিজ্ঞানী ?

উ: থিওফ্রাসটাস

11. ‘ জীববিদ্যার জনক ‘ নামে পরিচিত কে ?

উ: অ্যারিস্টটল

12. ‘ বায়োলজি ‘ শব্দটির প্রথম প্রবর্তন করেন ?

উ: ল্যামার্ক এবং ট্রিভিরেনাস

13. কে ‘ প্রাণীবিদ্যার জনক ‘ নামে পরিচিত ?

উ: অ্যারিস্টটল

14. কে ‘ ঔষধের জনক ’ নামে পরিচিত ?

উ: হিপোক্রেটস

15. ‘ বায়োলজি ‘ শব্দটি যে ভাষা থেকে উদ্ভব হয়েছে ?

উ: গ্রিক

16. ‘ হিস্টোরিয়া প্ল্যানট্রাম ‘ বইটি রচিয়তা কে ?

উ: থিওফ্রাসটাস

17. বটানিকে আর যে নামে অভিহিত করা হয় ?

উ: ফাইটোলজি

18. ‘ হিস্টোরিয়া অ্যানিম্যালিয়াম ‘ বইটি কে লিখেছেন ?

উ: অ্যারিস্টটল

19. জীবনশৈলী সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে ?

উ: জীববিদ‍্যা

20. বয়স নির্ধারণ পদ্ধতি বিদ‍্যাকে কি বলা হয় ?

উ: জেরোন্টোলজি

21. বাহারী এবং গুল্মজাতীয় উদ্ভিদের চাষকে বলে কি বলা হয় ?

উ: এর্বোরিকালচার

22. জীববিদ্যার কোন শাখায় বংশগতি ও পরিবর্তনশীলতা সম্বন্ধে আলোচনা করা হয় ?

উ: জেনেটিকস

23. কোন বিদ্যায় মাটি ছাড়া খনিজ লবণসমৃদ্ধ জলে উদ্ভিদের বৃদ্ধির আলোচনা করা হয় ?

উ: হাইড্রোফোনিকস

24. জলে ভাসমান আণুবীক্ষণিক জীবকে কি বলা হয় ?

উ: ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন

25. বিভিন্ন জীবের জীবন প্রক্রিয়ার ওপর আলোক প্রভাব কোন বিদ্যায় আলোচনা করা হয় ?

উ:  ফোটোবায়োলজি

26. উদ্ভিদবিদ্যার অন্তর্গত ফাইকোলজি শাখাতে আমরা কোন বিদ্যা অধ্যয়ন করি ?

উ: শ্যাওলা ( অ্যালগি )

27. মেডিকেল গ্র্যাজুয়েটরা যে শপথ বাক্য পাঠ করেন সেটি কার ?

উ: হিপোক্রেটস

28. জীববিদ্যার কোন শাখায় আমরা সজীবের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করি ?

উ: ইকোলজি

29. জীববিদ্যার কোন শাখায় ফুলের চাষ সম্বন্ধে আলোচনা করা হয় ?

উ: ফ্লোরিকালচার

30. ফুল সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয় ?

উ: অ্যান্থোলজি

31 . উদ্ভিদবিদ্যার প্যালিওবটানি শাখায় আলোচনা করা হয় কোন বিষয়ে ?

উ: উদ্ভিদ জীবাশ্ম ( ফসিল )

32. উদ্ভিদবিদ্যার মাইকোলজি শাখায় আলোচনা করা হয় কোন বিষয় নিয়ে ?

উ: ফানজি ( ছত্রাক )

33. উদ্ভিদবিদ্যার সিভিকালচার শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় ?

উ: বনসৃজন

34. এগ্রিকালচারের কোন শাখায় শস্য উৎপাদন সম্পর্কিত আলোচনা করা হয় ?

উ: অ্যাগ্ৰোনমি

35. অ্যাগ্রোস্টোলজিতে কোন বিষয় পড়ানো হয় ?

উ: ঘাস

PDF DOWNLOAD ZONE

File Name : উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ
Language : বাংলা
Size: 75 KB
Clik Here To Download

আরও পড়ুন

100+ কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

2 thoughts on “উদ্ভিদবিদ্যা ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর PDF | Botany And Branches MCQ Questions”

Leave a Comment