অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস থেকে MCQ প্রশ্ন উত্তর PDF | Angiosperm Texonomy

টেলিগ্ৰামে জয়েন করুন

অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস থেকে MCQ প্রশ্ন উত্তর PDF

অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস থেকে MCQ প্রশ্ন উত্তর PDF : আজকে জীববিদ‍্যার একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল।

অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস থেকে MCQ প্রশ্ন উত্তর :

 

1. ট্যাক্সোনমির  জনক কাকে বলা হয় ?

উ:  লিনিয়াস

2. ‘ স্পিসিস প্ল্যানটেরাম অ্যান্ড সিস্টেমস ন্যাচারাল ‘ বইটি লিখেছেন কে ?

উ: লিনিয়াস

3. ম্যাগনিফেরা ইন্ডিকা ( আম ) , সোলানাম টিউবারোসাম ( আলু ) এবং প্যান্থেরা লিও ( সিংহ ) – ম্যাগনিফেরা , সোলানাম , পাস্থেরা শব্দগুলি উচ্চতর কোন্ ধাপের প্রতিনিধিত্ব করছে ?

উ: ট্যাক্সন

4. শ্রেণিবিন্যাসের মূল একক কী ?

উ:  স্পিসিস ( প্রজাতি )

5. তুলো কোন্ শ্রেণীর অন্তর্গত ?

উ: মালভেসি

6. বেগুন কোন্ শ্রেণীর অন্তর্গত ?

উ: সোলানেসি

7. তুলোগাছের জেনেরিক নাম  কী ?

উ: গসিপিয়াম

8. শস্য জাতীয় উদ্ভিদ কোন্ ফ্যামিলির ( গোত্র ) সঙ্গে সম্পর্কিত ?

উ:  গ্র্যামিনি

9. গমের বিজ্ঞানসম্মত নাম কি ?

উ: টিট্রিকাম এস্টিভাম

10. ডাল কোন ফ্যামিলির ( গোত্র ) উদ্ভিদ ?

উ: লেগুমোনেসি

11. চিনাবাদামের বিজ্ঞানসম্মত নাম কি ?

উ: অ্যারাসিয়া হাইপোগি

12, ঘাসের বিজ্ঞানসম্মত নাম কি ?

উ: সাইনোডন ডেকটাইলন

13. মোড়কের জন‍্য কোন গাছের পাতা ব‍্যবহৃত হয় ?

উ: তেন্ডু

14. অধিক ফলনশীল IR – 20 কোন ফসলের প্রজাতি ?

উ: ধান

15. চা – এর বিজ্ঞানসম্মত নাম কি ?

উ: থিয়া সয়নেসিস

16. নিম্নের কোন্ শস্য মাটিকে নাইট্রোজেন সমৃদ্ধ করে ?

A. জোয়ার
B. আলু
C. সূর্যমুখী
D. মটর

উ: D

17. গাছের কোন্ অংশ থেকে আফিম উৎপন্ন হয় ?

উ: ফল

18. রাবার সাধারণত পাওয়া যায় কোথা থেকে ?

উ:  হিডিয়া ব্রাসিলিয়েনসিস

19. বায়োসিস্টেমেটিক্স – এর মূল একক কি ?

উ: জিনোটাইপ

20. গাছের কোন্ অংশ থেকে দারুচিনি ( ডালচিনি ) পাওয়া যায় ?

উ:  ছাল

21. ডাল খুবই প্রোটিনসমৃদ্ধ এর কারণ কি ?

উ: রাইজোবিয়াম

22. চা – এর মধ্যে উপস্থিত উত্তেজক পদার্থটি হল কি ?

উ: ক্যাফেইন

23. ফাঙ্গাসের কোশপ্রাচীর কী দিয়ে তৈরি ?

উ: কাইটিন

24. হাইড্রার দংশক অঙ্গের নাম কি ?

উ: নিমাটোসিস্ট

25. দরিদ্র ভারতীয়দের মধ্যে কি খাওয়ার জন্য পেশির অসুখ
লক্ষ‍্য করা যায় ?

উ: ল‍্যাথিরাস স‍্যাভিভাস

26. পোস্ত থেকে তামাক কোন প্রকারে পাওয়া যায় ?

উ: ল‍্যাটেক্স

27. ফেরুলার ( অ্যাসফোটিডা ) কোন্ অংশ থেকে হিং পাওয়া যায় ?

উ: মূলের রেজিনঘটিত নির্যাস থেকে

28. ফুলের গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ পণ্য কোনটি ?

উ: জাফরান

29. বাঁশগাছ কোন্ শ্রেণিভুক্ত উদ্ভিদ ?

উ: ঘাস

30. ব্রঙ্কাইটিসের ঔষধ পাওয়া যায় কোথা থেকে ?

উ: ব্রাসিকা

31. চিলগোজা কোথা থেকে পাওয়া যায় ?

উ: পাইনস

32. লেগুমিনাস জাতীয় উদ্ভিদের মূলে কোন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে ?

উ: মিথোজীবি

33. মশার কয়েলে যে পিরিথ্রিন ব্যবহার করা হয় তা কোথা থেকে পাওয়া যায় ?

উ: একবীজপত্রী উদ্ভিদ

34. লিটমাস কোথা থেকে পাওয়া যায় ?

উ: লাইকেন

35 , কোন্ শস্য উৎপাদনে সার হিসেবে অ্যাজোলা , অ্যানাবিনা ব্যবহার করা হয় ?

উ: ধান

36. জাফরান গাছের কোন অংশ থেকে পাওয়া যায় ?

উ: গর্ভমুণ্ড

37. স্টক ও সিয়ন কোন প্রকার কলমে দেখা যায় ?

উ: জোড়কলম

38. সয়াবিনের বিজ্ঞানসম্মত নাম কি ?

উ: ব্রাসিকা নাইগ্ৰা

39. টার্পেন্টাইন কোথা থেকে পাওয়া যায় ?

উ: জিমনোস্পার্ম উড

40. ক্রিকেটের ব্যাট তৈরি করতে কোন গাছের কাঠ ব‍্যবহৃত হয় ?

41. সবচেয়ে দীর্ঘ সজীব গাছের নাম কি ?

উ: ইউক‍্যালিপটাস

42. অ্যাট্রোপা বেলেডোনার কোন অংশ থেকে বেলেডোনা ঔষধ পাওয়া যায় ?

উ: পাতা

43. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে ঔষধ প্রস্তুত করা হয় ?

উ: গাছের ছাল

44. তুলোর তত্ত্ব গাছের কোন অংশ থেকে পাওয়া যায় ?

উ: ফল

45. কেশর পাওয়া যায় কোথা থেকে ?

উ:  জাফরান ফুলের গর্ভদণ্ডে এবং গর্ভমুণ্ডে

46. ফুলকপির কোন্ অংশ খাওয়ার উপযুক্ত ?

উ: পুষ্পবিন্যাস

47. গাছের কোন্ অংশ থেকে কফি পাওয়া যায় ?

উ: বীজ

48. চিকোরি পাউডার গাছের কোন্ অংশ থেকে পাওয়া যায় ?

উ: মূল

49. গাছের কোন্ অংশ থেকে হলুদ পাওয়া যায় ?

উ: শুকনো রাইজোম

50. কুইনাইন কোথা থেকে পাওয়া যায় ?

উ:  সিঙ্কোনা গাছ থেকে

51 . তামাক গাছের পাতায় কী পাওয়া যায় ?

উ: নিকোটিন

52. উচ্চ রক্তচাপের ঔষধ কোথা থেকে পাওয়া যায় ?

উ:  রাউলফিয়া স্পিসিস

53. কোন গাছকে ভারতীয় ভেষজ ডাক্তার বলা হয় ?

উ: তুলসি

আরও পড়ুন : 

উদ্ভিদবিদ‍্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

অণুজীবের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : অ্যানজিওস্পার্মের শ্রেণীবিন্যাস প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 85 KB 
Clik Here To Download

Leave a Comment