গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর : এই পর্বটিতে আলোচনা করা হল গ‍্যাসের ধর্ম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুব হেল্পফুল হবে। আসুন দেখে নেওয়া যাক গ‍্যাসের ধর্ম থেকে প্রশ্ন উত্তর গুলি।

Read More: গ‍্যাসীয় পদার্থ

গ‍্যাসের ধর্ম MCQ প্রশ্ন উত্তর :

1. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন এবং চাপের গুণফল সর্বদা ধ্রুবক। এই সুত্রটি কার

উ: বয়েল

2. pV = nRT , এখানে V হল –

উ: n মোল গ্যাস

3. নীচের কোন্‌টি R- এর মান নয় ?

A. 1.99KCal K 1mol !
B. 0.0821 Litre atm KImol
C. 9.8 Cal K – 1mol-1
D. কোনোটিই নয়

উ: C

4. স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওর পরম উষ্ণতার সমানুপাতিক । এটি কার সূত্র ?

উ: চার্লস

5. 27 ° C তাপমাত্রায় 300ml গ্যাসকে ঠাণ্ডা করা হল । 3 ° C ধ্রুবক চাপে এর আয়তন হবে ?

উ: 270ml

6. গ্যাসের ঘনত্ব কার সমান ?

উ: MP/RT

7. 30 ° C এবং 300K কোন্‌টির উষ্ণতা বেশি ?

উ: 30 ° > 300K

8. STP- তে 4.4g CO2 তে কত লিটার CO2 আছে ?

উ: 2.24 লিটার

9. কোন গ্যাসের ব্যাপন সবচেয়ে বেশি ?

উ: NH3

10. 1.8g জলে কত মোল অণু জল আছে ?

উ: 0.1 মোল অণু

11. STP- তে 8g O2 -এর আয়তন হল ?

উ: 5.6 লি

12. 9g জলে অণুর সংখ্যা কত ?

উ: 0.3 × 10-23

13. STP- তে 7g নাইট্রোজেন গ‍্যাসের আয়তন কত ?

উ: 5.6 লি

14. কত গ্রাম CO2 -এর মধ্যে 3.0115×10-22 সংখ্যক CO2 থাকবে ?

উ: 2.2g

15. প্রমাণ তাপমাত্রা ও চাপে 4g SO , গ্যাসের আয়তন কত লিটার ?

উ: 1.4 লি

16. বায়ুমণ্ডলের চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

উ: ব্যারোমিটার

17. যে গ্যাসগুলি চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না সেগুলি হল-

A. আদর্শ গ্যাস
B. নিষ্ক্রিয় গ্যাস
C. বাস্তব গ‍্যাস
D.কোনটিই নয়

উ: C

18. উষ্ণতার পরম স্কেল প্রণয়ন করেন-

A. বাস্তব গ্যাস
B. কেলভিন
C. চার্লস
D.বয়েল

উ: B

19. গ্যাস অণুগুলির গতিশীলতার প্রমাণ গ্যাসের-

A. ব্যাপন ক্রিয়া
B. উত্তপ্ত হওয়া
C. তরল হওয়া
D. কোনোটিই নয়

উ: A

20. একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সম সংখ্যক অণু থাকে । এটি কার সূত্র

উ: অ্যাভোগাড্রো

21. গ্যাসের সূত্রের সঙ্গে কোন্‌টি সম্পর্কযুক্ত নয় ?

A. চার্লসের সূত্র
B. বয়েল
C. গ্রাহাম সুত্র
D. ফ‍্যারাডের সুত্র

উ: D

22. গ্যাসের ব্যাপনের সূত্রের উদ্ভাবক হল –

উ: গ্ৰাহাম

23. NTP- তে 22gm CO2 -এর আয়তন কত হবে ?

উ: 11.2 লি

24. O 2 ও H 2 -এর ব্যাপনের হারের অনুপাত কত হবে ?

উ: 1 : 4

আরও পড়ুন :

100 টি গুরুত্বপূর্ণ রসায়নের প্রশ্ন উত্তর

2 thoughts on “গ‍্যাসের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর”

Leave a Comment