পর্যায় সারণির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF | Periodic Table GK Questions

টেলিগ্ৰামে জয়েন করুন

পর্যায় সারণির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF |  Periodic Table GK Questions

পর্যায় সারণির MCQ প্রশ্ন উত্তর : এই পর্বটিম মাধ‍্যমে  আপনি পর্যায় সারণি এবং রাসায়নিক উপাদান গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি জানতে পারবেন। পর্যায় সারণি হল পরিচিত রাসায়নিক উপাদান গুলির একটি সারণি যা পারমাণবিক সংখ‍্যার উপর ভিত্তি করে একটি সারণি গঠন করা হয়। নিম্মে পর্যায় সারণির প্রশ্ন উত্তর গুলি নিয়ে আলোচনা।

পর্যায় সারণি কাকে বলে :

পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সমধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করা এবং ভিন্ন ধর্মবিশিষ্ট্ মৌলসমূহকে ভিন্ন শ্রেণীভুক্ত করে সাজানো সারণিকে পর্যায় সারণি বলা হয়।

পর্যায় সারণির গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

1. নীচের কোনটি অসমাপ্ত পর্যায় ?

A. সপ্তম
B. ষষ্ট
C. অষ্টম
D. পঞ্চম

উ: A

2. HNO3 র আপেক্ষিক গুরুত্ব

A. 0.91
B. 1.52
C. 0.91
D. 0.58

উ: B

3. অ্যাকটিনাইড হল একটি কি মৌল ?

উ: তেজস্ক্রিয় মৌল

4. নেপচুনিয়াম , লরেনসিয়াম কি মৌল ?

উ: ইউরেনিয়ামোত্তর মৌল

5. F , CI , Br , I- এর মধ্যে ধাতব কার সবচেয়ে বেশি ?

উ: I

6. F , Cl , Br , I- এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ বেশি কার ?

উ: I

7. জেবেনিয়ার কোন সূত্রের প্রবর্তক ?

উ: ত্রয়ী

8. অষ্টক সূত্রের প্রবর্তক কে ?

উ: নিউল‍্যান্ড

9. আধুনিক পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয় কি অনুসারে ?

উ: পারমাণবিক সংখ্যা

10. পর্যায় সারণিতে পটাশিয়ামের অবস্থান কোন শ্রেণিতে ?

উ: চতুর্থ পর্যায়ে প্রথম শ্রেণিতে

11. ম্যাগনেশিয়ামের পর্যায় সারণিতে অবস্থান-

উ: II

12. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা-

A. 14
B. 12
C. 15
D. 18

উ: A

13. মুদ্রা ধাতুগুলির পর্যায় সারণিতে শ্রেণিগত অবস্থান-

উ: 11

14. Na . Li . K- কে ক্রমবর্ধমান পরমাণুর আকারে সাজালে কেমন হবে ?

উ: Li < Na < K

15. Li , Be , B- কে ক্রমবর্ধমান অপরা – তড়িৎধর্ম অনুসারে সাজালে পাওয়া যাবে ?

উ: Li < Be < B

16. হ্যালোজেন মৌলগুলির শ্রেণিগত অবস্থান হল ?

উ:  VIIA

17. পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায় কোনটি

উ: প্রথম পর্যায়

18. পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় কোনটি ?

উ: ষষ্ঠ

19. পর্যায় সারণির অনুভূমিক সারিগুলি কী বলে ?

উ: পর্যায়

20. পর্যায় সারণির উল্লম্ব সারিগুলিকে কি বলে ?

উ: শ্রেণি

21. পর্যায় সারণির আধুনিক ভাষ্যে পর্যায় সংখ্যা কয়টি ?

উ: 7 টি

22. পর্যায় সারণির আধুনিক ভাষ্যে শ্রেণি সংখ্যা কয়টি ?

উ: 18 টি

23. প্রথম শ্রেণিতে ওপর থেকে যত নীচের দিকে যাওয়া যায় মৌলগুলির সক্রিয়তার কি পরিবর্তন হয় ?

উ: বৃদ্ধি পায়

24. হাইড্রোজেন কোন্ পর্যায়ের মৌল ?

উ: প্রথম

25. হিলিয়াম কোন্ শ্রেণির মৌল ?

উ: শূন্য

26. পর্যায় সারণিতে আর্গনের অবস্থান কোন্ গ্রুপে ?

উ: শূন্য

27. মেন্ডেলিফ কাকে দুষ্ট মৌল বলেছেন ?

উ: H 2

28. পঞ্চম হ্যালোজেন কোনটি ?

A. অ্যাসটাটিন
B.ব্রোমিন
C. ক্লোরিন
D. ফ্লুওরিন

উ: A

29. সোডা ওয়াটার কোন কোন পদার্থের দ্রবণ ?

উ : তরল + গ‍্যাস

30. H 2 SO 4 এর স্ফুটনাঙ্ক কত ?

উ: 338 ° C

31. নীচের কোনটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল ?

A. N 2
B. ফ্লুওরিন
C. Na
D. ব্রোমিন

উ: B

32. আয়রন হল একটি

A. বিরল মৃত্তিকা
B. হ্যালোজেন
C. সন্ধিগত মৌল
D. কোনটিই নয়

উ: C

33. পর্যায় সারণির দীর্ঘতম পর্যায়ের মৌল সংখ্যা কটি ?

উ: 32 টি

34. নিয়ন হল একটি-

A. সন্ধিগত মৌল
B. অতি সক্রিয়
C. নোবেল গ‍্যাস
D. ধাতু

উ: C

35. সোনা হল একটি –

A. নোবেল গ্যাস
B. হ্যালোজেন মৌল
C. বর ধাতু
D. সন্ধিগত মৌল

উ: C

36. তড়িৎ ঋণাত্মক শ্রেণি বরাবর ওপর থেকে নীচে কি পরিবর্তন হয় ?

উ: হ্রাস পায়

37. নিষ্ক্রিয় মৌলগুলি  আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নং শ্রেণিতে থাকে ?

উ:  18 নং শ্রেণিতে

38. পর্যায় সারণিতে কোন্ কোন্ শ্রেণিতে উপশ্রেণি নেই ?

উ: শূন্য ও অষ্টম

39. দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোন্ শ্রেণিতে ?

উ: 18

40. আধুনিক পর্যায় সারণির কোন শ্রেণিতে হ‍্যালোজেন  মৌলগুলি অবস্থিত ?

উ: 17

আরও পড়ুন : 

গ‍্যাসের ধর্মের প্রশ্ন উত্তর 

100 টি রসায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

50 টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : পর্যায় সারণির প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 77 KB
Clik Here To Download

Leave a Comment