SSC MTS GK Mock Test in Bengali Part-10

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK Mock Test in Bengali Part-10

SSC MTS GK Mock Test in Bengali Part-10 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জি.কে প্রশ্ন উত্তর। চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK Mock Test in Bengali Part-10 :

1. ‘ দরবেশের সুলতান ‘ নামে পরিচিত কে ছিলেন ?

A. কুতুব উদ্দিন আইবক
B. নাসিরুদ্দিন মহম্মদ
C. ইলতুৎমিস
D. কাইকোবাদ

উত্তর : B

2. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?

A. বলের সংজ্ঞা
B. বলের পরিমাণ
C. বলের ক্রিয়া
D. ঘর্ষণ বল

উত্তর : B

3. National Security Guard এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. কুলদীপ সিং
B. এম.এ. গণপতি
C. দিলরাজ যাদব
D. ভি.এস. কোঠারি

উত্তর : B

4. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চারী কোশ রয়েছে ?

A. শিউলি
B. বট
C. ফণীমনসা
D. সেগুন

উত্তর : C

5. সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ককে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক ?

A. 1 কোটি
B. 2 কোটি
C. 5 কোটি
D. ১০ কোটি

উত্তর : B

6. হুমায়ুন নামা কার লেখা ?

A. আকবর
B. গুলবদন বেগম
C. আবুল ফজল
D. জাহাঙ্গীর

উত্তর : B

7. সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

A. মণিপুর
B. নাগাল্যান্ড
C. মেঘালয়
D. উত্তরপ্রদেশ

উত্তর : A

8. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি ?

A. চিল্কা
B. দক্ষিণ ব্রাজিলের লাগোয়া – দো পাতো
C. মধ্য এশিয়ার মরুসাগর
D. উলার

উত্তর : B

9. অনশনের কারণে কোন বিপ্লবীর জেলের মধ্যে মৃত্যু হয় ?
A. ভগৎ সিং
B. বিপিন চন্দ্র পাল
C. যতীন দাস
D. সুভাষ চন্দ্র বসু

উত্তর : C

10. কেইল খাল কার কার সাথে সংযুক্ত ?

A. ভূমধ্যসাগর ও কালো সাগর
B. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
C. উত্তর সাগর ও ব্যালটিক সাগর
D. ভূমধ্যসাগর ও লাল সাগর

উত্তর : C

11. রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন ?

A. ইলতুৎমিস
B. নাসিরুদ্দিন মহম্মদ
C. কুতুব উদ্দিন আইবক
D. রুকউদ্দিন

উত্তর : A

12. অক্ষর অনিতা চানু কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পান ?

A. জুডো
B. কবাডি
C. শ্যুটিং
D. গলফ

উত্তর : A

13. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম
B. সিকিম
C. মধ্যপ্রদেশ
D. ঝাড়খণ্ড

উত্তর : D

14. India’s Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?

A. সত্যজিৎ রায়
B. সিমি গারেওয়াল
C. মীরা নায়ার
D. শ‍্যাম বেনেগাল

উত্তর : B

15. ‘ Dawn Under The Dome ‘ শিরোনামে ই – বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর ?

A. হরিয়ানা
B. কেরালা
C. মহারাষ্ট্র
D. পাঞ্জাব

উত্তর : C

আরও পড়ুন : আগের পর্ব-9

1 thought on “SSC MTS GK Mock Test in Bengali Part-10”

Leave a Comment