SSC MTS Mock Test in Bengali Part-11

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS Mock Test in Bengali Part-11

SSC MTS Mock Test in Bengali Part-11 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে SSC MTS  এর কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে প্রশ্ন উত্তর প্রদান করা হলো। যেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।

SSC MTS Mock Test in Bengali Part-11 :

1. খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয় ?

A. 1260 খ্রিস্টাব্দে
B. 1220 খ্রিস্টাব্দে
C. 1280 খ্রিস্টাব্দে
D. 1290 খ্রিস্টাব্দে

উত্তর : D

2. কোন নদীর সর্ববৃহৎ নিকাশী ব্যবস্থা আছে ?

A. নীল
B. মিসিসিপি
C. আমাজন
D. কঙ্গো

উত্তর : C

3. যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক ?

A. সিসা
B. পারদ
C. ক্যাডমিয়াম
D. তামা

উত্তর : A

4. বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ‍্যাস থাকে ?

A. হাইড্রোজেন গ্যাস
B. কার্বন ডাই অক্সাইড গ্যাস
C. নাইট্রোজেন গ্যাস
D. অ্যামোনিয়া গ্যাস

উত্তর : C

5. BOD এর পুরো কথাটি কি ?

A. Biological Oxygen Demand
B. Biooxyzen Opposition Declare
C. Biological Oxygen Deficity
D. Best Oxygen Department

উত্তর : A

6. ‘ বিশ্ব ডায়াবেটিস দিবস ’ কোন দিনে পালিত হয় ?

A. ১৪ ই সেপ্টেম্বর
B. ১৪ ই অক্টোবর
C. ১৪ ই নভেম্বর
D. ১৪ ই ডিসেম্বর

উত্তর : C

7. ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ?

A. পশ্চিমবঙ্গ
B. উত্তরপ্রদেশ
C. দিল্লি
D. তামিলনাড়ু

উত্তর : B

8. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ?

A. ১৯০৩ সালে
B. ১৯০৫ সালে
C. ১৯০৭ সালে
D. ১৯০৯ সালে

উত্তর : B

9. প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতির মাধ‍্যমে ওপরে ওঠে ?

A. পরিচলন
B. বিকিরণ
C. কৈশিক ক্রিয়ায়
D. কোনটিই নয়

উত্তর : C

10. ‘ বিশ্ব অরণ্য দিবস ‘ কোন দিনে পালন করা হয় ?

A. ২১ শে মার্চ
B. ২২ শে মার্চ
C. ২৩ শে মার্চ
D. ২১ শে জুন

উত্তর : A

11. ‘ World Happiness Report 2021 ‘ তে ভারতের স্থান কত ছিল ?

A. ১৪০
B. ১৪৯
C. ১৩৯
D. ১৩১

উত্তর : C

12. মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটে ডবল সেঞ্চুরি প্রথম করেছেন কে ?

A. স্মৃতি মান্ধানা
B. মিতালি রাজ
C. হারমানপ্রীত কাউর
D. মানসী জোশী

উত্তর : B

13. ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে ?

A. ইংল্যান্ড
B. ফ্রান্স
C. রাশিয়া
D. ব্রিটেনে

উত্তর : D

14. প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে ?

A. রিজ আহমেদ
B. ইমরান মালিক
C. পারভেজ আলম
D. নাভিদ রেজওয়ান

উত্তর : A

আরও পড়ুন : আগের পর্ব -10

1 thought on “SSC MTS Mock Test in Bengali Part-11”

Leave a Comment