SSC MTS GK Mock Test Bengali Part-12

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK Mock Test Bengali Part-12

SSC MTS GK Mock Test Bengali Part-12 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। 

SSC MTS GK Mock Test Bengali Part-12 :

1. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?

A. প্রথম শ্রেণির
B. দ্বিতীয় শ্রেণির
C. তৃতীয় শ্রেণির
D. কোনটাই নয়

উত্তর : C

2. স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষস্থানাধীকারি দেশ কোনটি ?

A. চীন
B. ভারত
C. বেলজিয়াম
D. কঙ্গো

উত্তর : A

3. কোলকাতায় মেট্রোরেল চালু হয় কবে ?

A. ১৯৮০ সালে
B. ১৯৮২ সালে
C. ১৯৮৪ সালে
D. ১৯৮৬ সালে

উত্তর : C

4. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?

A. রাফায়েল
B. পাবালো পিকাসো
C. মাইকেল এঞ্জোলো
D. লিওনার্দো

উত্তর : A

5. বিষেরবাঁশি কাব্যটি কার লেখা ?

A. নজরুল ইসলাম
B. শঙ্ক ঘোষ
C. মধুসূদন দত্ত
D. দীনেশ দাশ

উত্তর : A

6. বাঘাযতীন নামে পরিচিত কে ?

A. যতীন্দ্র মোহন বাগচী
B. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
C. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
D. যদুনাথ সরকার

উত্তর : C

7. সুপ্রিমকোর্টে কত ধরণের আপিল করা যায় ?

A. চার
B. পাঁচ
C. ছয়
D. সাত

উত্তর : A

8. ‘ ভানগার্ড ‘ পত্রিকাটি কে সম্পাদনা করেন ?

A. মানবেন্দ্রনাথ রায়
B. উইলিয়াম কেরি
C. রাজা রামমোহন রায়
D. নীলমণি হালদার

উত্তর : A

9. মৃতজীবির উদাহরণ হল ?

A. ছত্রাক
B. কলসপত্র
C. স্বর্ণলতা
D. শৈবাল

উত্তর : A

10. জশ ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

A. হকি
B. ফুটবল
C. টেনিস
D. ক্রিকেট

উত্তর : D

11. কালো সিসা কাকে বলা হয় ?

A. কোক
B. কার্বন
C. গ্রাফাইড
D. ভুসাকালি

উত্তর : C

12. মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি ?

A. ইন্ডিকা
B. মুদ্রারাক্ষস
C. অর্থশাস্ত্র
D. এলাহবাদ প্রশস্তি

উত্তর : A

13. জোংখা কোথাকার কথ্য ভাষা ?

A. নেপাল
B. ভুটান
C. আবগানিস্তান
D. মায়ানমার

উত্তর : B

14. ভারতের Hero Cycles কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হল কোথায় ?

A. প্যারিস
B. লন্ডন
C. টোকিও
D. ক্যালিফোর্নিয়া

উত্তর : B

15. আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে ?

A. হুক
B. বয়েল
C. স্কেল
D. ওয়েসিক

উত্তর : C

আরও পড়ুন : আগের পর্ব-11

1 thought on “SSC MTS GK Mock Test Bengali Part-12”

Leave a Comment