SSC MTS GK MOCK Test in Bengali Part-13

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK MOCK Test in Bengali Part-13

SSC MTS GK MOCK Test in Bengali Part-13 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করবো SSC MTS এর বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই এমটিএস জিকে প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK MOCK Test in Bengali Part-13 :

1. বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে ?

A. আসাম
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. ওড়িশা

উত্তর : D

2. বুড়াচাপোড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ?

A. আসাম
B. বিহার
C. ত্রিপুরা
D. পশ্চিমবঙ্গ

উত্তর : A

3. গ্রামীণ অঞ্চলে আবাসনের ব্যবস্থা করতে ‘ মিশন গ্রামোদয়া ‘ লঞ্চ করেছে কোন রাজ্য ?

A. মহারাষ্ট্র
B. মণিপুর
C. মধ্যপ্রদেশ
D. অরুণাচলপ্রদেশ

উত্তর : C

4. যে পদ্ধতিতে DDT মানুষের দেহে পৌঁছায় সেটি হল

A. জৈববিবর্ধন
B. জৈব সঞ্চয়
C. ইউট্রিফিকেশন
D. সবগুলোই

উত্তর : A

5. বাংলার রুপকার কাকে বলা হয় ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বিবেকানন্দ
C. নজরুল ইসলাম
D. বিধান চন্দ্র রায়

উত্তর : D

6. জাতির মেরুদন্ড হিসাবে কারা পরিচিত ?

A. কৃষক দের
B. শিক্ষক দের
C. ডাক্তার দের
D. মন্ত্রী দের

উত্তর : B

7. রক্তকণিকা জন্ম নেয় কোথায় ?

A. লসিকায়
B. শিরায়
C. অস্থিমজ্জায়
D. ধমনীতে

উত্তর : C

8. কোন রাজ্যের কৃষকরা ফ্রেস ফ্রুট কেক মুভমেন্ট শুরু করলো ?

A. পশ্চিমবঙ্গ
B. পাঞ্জাব
C. মহারাষ্ট্র
D. হরিয়ানা

উত্তর : C

9. কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয় ?

A. রসায়ন
B. পদার্থবিজ্ঞান
C. ভূগোল
D. গণিত

উত্তর : D

10. অমর একুশে বই মেলার আয়োজন করা হলো কোথায় ?

A. কলকাতা
B. ঢাকা
C. কটক
D. ময়মনসিংহ

উত্তর : B

11. ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি ব্যান করতে বিশেষ আইন আনতে চলেছে কোন দেশ ?

A. ভারত
B. বাংলাদেশ
C. শ্রীলঙ্কা
D. চীন

উত্তর : A

12. নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?

A. রেংমা
B. জাদুর
C. পালি
D. সাইলা

উত্তর : A

13. “ বিশ্ব জল দিবস ‘ কোন দিনে পালন করা হয় ?

A. ২১ শে মার্চ
B. ২২ শে মার্চ
C. ২২ শে এপ্রিল
D. ২২ শে জুন

উত্তর : B

14. কোন রাজ্যে বসবাস কারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি ?

A. ওড়িশা
B. ঝাড়খণ্ড
C. মধ‍্যপ্রদেশ
D. রাজস্থান

উত্তর : C

আরও পড়ুন : আগের পর্ব – 12

1 thought on “SSC MTS GK MOCK Test in Bengali Part-13”

Leave a Comment