বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

টেলিগ্ৰামে জয়েন করুন

বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান

বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান : 

বাংলা আধুনিক গানের মহিলা স্বর্ণকণ্ঠী শিল্পীদের তালিকায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। 1931 খ্রিস্টাব্দে এই শিল্পী কলকাতায় জন্মগ্রহণ করেন। শাস্ত্রীয় সংগীতে তিনি ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও ওস্তাদ মুনাব্বর আলি খানের কাছে তালিম গ্রহণ করেন।

গানের তালিকা : 1948 খ্রিস্টাব্দে রাইচাঁদ বড়ালের সুরে হিন্দি ছবি ‘অঞ্জন গড়’ – এ নেপথ্যশিল্পীরূপে তাঁর আবির্ভাব। পরবর্তীকালে ‘সব্যসাচী’ , ‘আনন্দমঠ’ , ‘সাজা’ , ‘জাগতে রহো’ প্রভৃতি হিন্দি ছবিতে নেপথ্যশিল্পীরূপে কাজ করেন। বাংলা অসংখ্য ছায়াছবিতে তাঁর সংখ্যাতীত গানের হিসাবনিকাশ করা অসম্ভব। 1953 খ্রিস্টাব্দে প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্তের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। তাঁর অসাধারণ সংগীতপ্রতিভার জন্য তিনি ‘গীতশ্রী’ উপাধি লাভ করেন।

অবদান : উত্তম – সুচিত্রা জুটির হিট ছবির হিট গানের পেছনে হেমন্ত – সন্ধ্যা জুটির ভূমিকা অনস্বীকার্য। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া মান্না দে – র সঙ্গে জুটি বেঁধে তিনি অজস্র বাংলা গান উপহার দিয়েছেন। তাঁর জনপ্রিয় বাংলা ছবির গানগুলির মধ্যে উল্লেখযোগ্য- ‘কে তুমি আমারে ডাকো’ , ‘চম্পা চামেলি গোলাপের বাগে’ , ‘তুমি না হয় আরও কিছুখন রহিতে কাছে’ , ‘এ গানের প্রজাপতি’ , ‘তু হুঁ মম মন প্রাণ হে’ ।

হেমন্ত মুখোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষের সুরে গাওয়া তাঁর জনপ্রিয় আধুনিক গানগুলি বাংলা সংগীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। 2011 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করেন।

আরও পড়ুন :

বাংলা গানের ধারায় মান্না দের অবদান

বাংলা গানের ধারায় শচীন দেব বর্মণেরর অবদান

বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান

Leave a Comment