SSC MTS GK Mock Test Part-9

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK Mock Test Part-9

SSC MTS GK Mock Test Part-9 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর বাছাই করা জি.কে প্রশ্ন উত্তর। চলুন দেখে নেওয়া যাক SSC MTS GK Mock Test Part-9 পর্বের প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK Mock Test Part-9 :

1. কাঁচি কোন শ্রেনীর লিভার ?

A. প্রথম শ্রেণির
B. দ্বিতীয় শ্রেণির
C. তৃতীয় শ্রেণির
D. উপরের কোনটাই নয়

উত্তর : A

2. পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি ?

A. হাওয়াই দ্বীপ
B. বরবুদুরের স্তূপ
C. রামেশ্বরের মন্দির
D. বুর্জ খলিফা

উত্তর : B

3. 100 মিটার দৌড় প্রতিযোগিতায় দুতি চাঁদকে পরাজিত করে Federation Cup এ সোনা জিতলো কে ?

A. হিমা দাস
B. এস ধনলক্ষ্মী
C. অৰ্চনা সুসিদ্ৰন
D. পি.টি. ঊষা

উত্তর : B

4. চৌম্বক আবেশের একক কি ?

A. হেনরি
B. গাউস
C. ওয়েবার
C. ওরস্টেড

উত্তর : B

5. দিল্লী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ‘ Innovation Lab ’ তৈরি করলো কোন কোম্পানি ?

A. Nokia
B. Samsung
C. Microsoft
D. Xiomi

উত্তর : B

6. প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ ?

A. দক্ষিণ আফ্রিকা
B. সুইডেন
C. কানাডা
D. চীন

উত্তর : D

7. কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন নামে পরিচিত ?

A. সিমলা
B. ঋষিকেশ
C. মুসৌরি
D. নৈনিতাল

উত্তর : C

8. বাটারফ্লাই কিসের সঙ্গে যুক্ত ?

A. কবাডি
B. সাঁতার
C. দাবা
D. ক্রিকেট

উত্তর : B

9. সম্প্রতি NCC তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশ গ্রহণের অনুমোদন করলো কোন রাজ্যের হাইকোর্ট ?

A. কর্ণাটক
B. কেরালা
C. ঝাড়খণ্ড
D. রাজস্থান

উত্তর : B

10. আঙ্কোর ভাট মন্দির কোথায় অবস্থিত ?

A. ভিয়েতনাম
B. কম্বোডিয়া
C. পাকিস্তান
D. ভুটান

উত্তর : B

11. The Race of my Life বইটি কার লেখা ?

A. পিটি ঊষা
B. ঝুলন গোস্বামী
C. হিমা দাস
D. মিলখা সিং

উত্তর : D

12. IPL 2023 এর টাইটেল স্পন্সর হিসাবে ঘোষিত হলো কোন কোম্পানি ?

A. Unacademy
B. BYJU’S
C. Vivo
D. TATA

উত্তর : D

13. কানাডার জাতীয় খেলা কি ?

A. রাগবি
B. ল্যাকরোসে
C. ক্রিকেট
D. লন টেনিস

উত্তর : B

14. JCB Prize 2020 এর জন্য মনোনীত হওয়া ‘ Undertow ‘ শিরোনামে বইটি কার লেখা ?

A. জাহ্নবী বড়ুয়া
B. অরুন্ধতী রায়
C. গৌরি মিত্র
D. ঝুম্পা লাহিড়ী

উত্তর : A

15. ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় ?

A. 1771 সালে
B. 1791 সালে
C. 1781 সালে
D. 1782 সালে

উত্তর : A

আরও পড়ুন : মকটেস্ট – 8

1 thought on “SSC MTS GK Mock Test Part-9”

Leave a Comment