Top 50 Bengali General Science Question And Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

 

Top 50 Bengali General Science Gk Question And Answer | Science Gk In Bengali

 

প্রিয় বন্ধুরা তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ রসায়ন থেকে প্রশ্ন  ও উত্তর নিয়ে আলোচনা করছি যেগুলি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই কার্যকর তাই তোমরা অবশ্যই রসায়ন এর প্রশ্ন গুলো মন দিয়ে পড়ে নাও খুব উপকার হবে তোমাদের, আলোচনার বিষয় হল Physics General Knowledge .

Top 50 Bengali General Science Question

Social Science Gk, Physical science gk in bengali, general science in bengali, static gk in bengali বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর pdf science gk question

Science Gk Bengali Version

 

প্রশ্ন ও উত্তর পর্ব:

1. কোন গ্যাসটি ভূপাল দুর্ঘটনায় একান্তভাবে দায়বদ্ধ ছিল ?

উ: মিথাইল আইসোসায়ানেট

2. কোন প্রক্রিয়াটি সূর্য শক্তির প্রধান উৎস ?

উ: নিউক্লিয় সংযোজন

3. মানুষের শরীরে কত জোড়া কোষ থাকে ?

উ: 23 জোড়া

4. কোন ভিটামিনের অভাবজনিত কারণে রাতকানা রোগের সৃষ্টি হয় ?

উ: ভিটামিন A

5. মনুষ্য লালায় কোন উৎসেচক টি পাওয়া যায় ?

উ: টায়ালিন

6. কোন গাছের শ্বাসমূল পরিলক্ষিত হয় ?

উ: সুন্দরী গাছের

7. কোন পদার্থ থাকার জন্য দুধের বর্ণ হয় সাদা ?

উ: ল্যাকটোজ

8. কোন ধাতুটি উড়োজাহাজ তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ?

উ: টাইটানিয়াম

9. দার্শনিকের উল হিসেবে চিহ্নিত করা হয় কাকে ?

উ: জিংক অক্সাইড কে

10. মানবদেহে রক্তে অক্সিজেনের বাহক কে ?

উ: হিমোগ্লোবিন

11. সবচেয়ে কার্বনযুক্ত কয়লা কোনটি ?

উ: অ্যানথ্রাসাইট

12. কৃত্রিম রেশম কাকে বলা হয়ে থাকে ?

উ: রেয়ন

13. কোন গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারে (সর্বজন গ্রহীতা) ?

উ: AB

14. মানব দেহে রক্তের পরিমাণ কত লিটার থাকে ?

উ: 5 লিটার

15. এলিজা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের

জন্য ?

উ: এইডস

16. কলেরা রোগ সাধারণত কিসের দ্বারা ছড়ায় ?

উ: ব্যাকটেরিয়া দ্বারা

17 রাসায়নিক দূত হিসেবে চিহ্নিত করা হয় কাকে ?

উ: হরমোন

18. কোন বিজ্ঞানী জেনেটিক কোডের আবিষ্কারক ?

উ: ডক্টর খোরানা

19. মানুষের শরীরে সবথেকে হাড়ের সংখ্যা বেশি থাকে কোন অঙ্গে ?

উ: আঙ্গুলে

20. বিশুদ্ধ জলের পিএইচ ( PH ) মান কত থাকে ?

উ: 7

21. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কোনটি ?

উ: সোডিয়াম কার্বনেট

22. প্লুরা কাকে বলা হয় ?

উ: ফুসফুসের পর্দার কে

23. মানুষের শরীরের কোন গ্রন্থি থেকে পিত্তরসের সৃষ্টি হয় ?

উ: যকৃত বা লিভার

24. উড়ন্ত বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয় ?

উ: হিলিয়াম

25. পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে ?

উ: ক্লোরোফিল

26. অ্যালজাইমার রোগটি সাধারণত কিসের রোগ ?

উ: মস্তিষ্কের রোগ

27. দীর্ঘতম প্রাণী কোষ কোনটি ?

উ: স্নায়ুকোশ

28. কাকে বংশগতির একক বলা হয়ে থাকে ?

উ: জিন কে

29. মানবদেহে পীতবিন্দু কোথায় অবস্থিত ?

উ: চোখের রেটিনায়

30. মাছকে জলের উপর ভাসতে সহায়তা করে কে ?

উ: পটকা

31. মানব শরীরের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি ?

উ: অ্যাপেন্ডিক্স

32. সবথেকে হালকা ধাতু কোনটি ?

উ: লিথিয়াম

33. সেলাই মেশিনে গতি কোন ধরনের গতি সৃষ্টি হয় ?

উ: দোলন গতি

34. ব্রম্ভান্ডে কোন মৌলটি সবথেকে হালকা হিসেবে পরিচিত ?

উ: হাইড্রোজেন

35. মানব শরীরের পাকস্থলী থেকে যে এসিডটি উৎপন্ন হয় তার নাম কি ?

উ: হাইড্রোক্লোরিক অ্যাসিড

36. পিতল কোন কোন সংকর ধাতুর সংমিশ্রণে গঠিত হয় ?

উ: তামা ও দস্তা

37. ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ ?

উ: আরশোলা

38. নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় ?

উ: তামাক গাছের পাতায়

39. পালং শাকে কোন ভিটামিন থাকে ?

উ: ভিটামিন A

40. মশার উপদ্রব কমাতে জলের উপর কেরোসিন তেল ঢালা হয় কেন ?

উ: এটি লার্ভাদের শ্বাসরোধ করে

41. কলকারখানার বয়লারে কোন জল ব্যবহার করা হয়ে থাকে ?

উ: মৃদু জল

42. বায়ুতে শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড ?

উ: 332 মি/সে

43. পৃথিবীর বাইরের উৎপত্তি রশ্মির নাম কি ?

উ: মহাজাগতিক রশ্মি

44. ম্যালেরিয়া রোগের কারণে কোন স্থান আক্রান্ত হয় ?

উ: প্লীহা

45. স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবজনিত কারণে ঘটে ?

উ: ভিটামিন C

46 কেঁচোর রক্তের রং কি ?

উ: লাল

47. শ্বেত রক্ত কণিকার আয়ু কত দিন ?

উ: 15 দিন

48. ডেঙ্গুজ্বর হয় কোন মশা বাহিত রোগ দ্বারা ?

উ: এডিস মশা

49. ধান গাছে কতগুলো ক্রোমোজোম  দেখা যায় ?

উ: 24

50. মরীচিকার একান্ত কারণ কি ?

উ: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Top 50 Bengali General Science Question And Answer এর প্রশ্ন গুলি  কেমন লাগলো আর কোন ধরনের প্রশ্ন তোমাদের চাই অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে ।