সালোকসংশ্লেষ কাকে বলে এবং গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

সালোকসংশ্লেষ কাকে বলে এবং গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর

সালোকসংশ্লেষ কাকে বলে :

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ সূর্যালোকের  উপস্থিতিতে, ক্লোরোফিলের সহয়তায় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল সংগ্রহ করে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষিত করে এবং উপজাত বস্তু হিসেবে জল এবং অক্সিজেন তৈরি করে তাকে বলা হয় সালোকসংশ্লেষ । এই সালোকসংশ্লেষ প্রক্রিয়া শুধুমাত্র দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে ।

সালোকসংশ্লেষ কারী জীবের নাম, শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, সবুজ উদ্ভিদ, গুলঞ্চের আত্মীকরণ মূল, আর্কিডের বায়বীয় মূল, ফনিমনসা পর্ণ কান্ড, কুমড়োর কান্ড ইত‍্যাদি । সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা ও ক্রাইসিমিবা, সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো সায়ানো ব্যাকটেরিয়া , সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ ছত্রাক ।

তথ‍্য: weekipedia

সালোকসংশ্লেষের MCQ প্রশ্ন উত্তর :

1. উদ্ভিদের পাতার যে কলায় সালোকসংশ্লেষ সংঘটিত হয় তার নাম  কি ?

উ: মেসোফিল কলা

2. সালোকসংশ্লেষয় একককে কি বলে ?

উ: কোয়ান্টোজোম

3. প্রাকৃতিক হিল বিকারটির নাম কি ?

উ: NADP

4. ক্লোরোফিলের প্রধান উপাদান গুলির নাম কি ?

উ: কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম

5. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় co2 সংবন্ধনে সাহায্যকারী উৎসেচক টির নাম কি ?

উ : RuBp কার্বক্সিলেজ

6. অঙ্গার আত্তীকরণে শক্তিটির মূল উৎস কি ?

উ : ATP

7. রাতের সময় উদ্ভিদের শ্বেতসার প্রস্তুত হয় কি থেকে ?

উ: গ্লুকোজ থেকে

8. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি গ্লুকোজের আবর্তিত হয় কোন শক্তি হিসাবে ?

উ:  রাসায়নিক শক্তি হিসেবে

9. সালোকসংশ্লেষের স্থায়ী অন্ধকার দশায় উৎপন্ন যৌগটির নাম কি ?

উ: PGA

10. কোন কণা ক্লোরোফিল কে সক্রিয় করে ?

উ: ফোটন কণা

11. কোন রঙে সালোকসংশ্লেষ সবথেকে ভালো হয় ?

উ: লাল ও নীল

12. সালোকসংশ্লেষ কথাটির প্রচলন করেছিলেন কোন বিজ্ঞানী ?

উ: 1898 সালে বিজ্ঞানী বার্নস

13. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাঁচামাল গুলি কি কি ?

উ: কার্বন ডাই অক্সাইড ও জল

14. কোন প্রক্রিয়াকে মানব সভ্যতার অগ্রদূত বলা হয়ে থাকে ?

উ: সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে

15. সালোকসংশ্লেষ গঠিত হয় এমন  দুটি প্রাণীর নাম ?

উ: ইউক্লিনা ও ক্রাইসিমিবা

16. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদের নাম কি ?

উ : ছত্রাক

17. সালোকসংশ্লেষীয় অঙ্গাণু টির নাম কি ?

উ : ক্লোরোপ্লাস্ট

18. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় রঞ্জকটির নাম কি ?

উ: ক্লোরোফিল

19. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় ?

উ : অক্সিজেন

20. সালোকসংশ্লেষের দুটি পর্যায় আলোক দশা ও অন্ধকার দশা বা ব্লাকমান দুটি পর্যায়ে কোথায় গঠিত হয় ?

উ: আলোক দশা সংগঠিত হয় ক্লোরোপ্লাস্ট এর গ্রানাই, আর অন্ধকার দশা সমৃদ্ধ এক ক্লোরোপ্লাস্ট এর স্টোমায়

21. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের উপাদান গুলির নাম কি ?

উ: কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন

22. ক্লোরোফিলে কোন ধাতব মৌলটি থাকে ?

উ: ম্যাগনেসিয়াম

23. সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি সংঘটিত হয় কার মধ্যে ?

উ: ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবলে

24. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কে জাড়িত হয় এবং কে বিজাড়িত হয় ?

উ: জল জারিত হয় এবং কার্বন-ডাই-অক্সাইড বিজাড়িত হয় ।

25. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অনু গ্লুকোজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জল কত লাগে ?

উ: 12 অনু

26. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অনু গ্লুকোজ উৎপাদনের জন্য কত কার্বন-ডাই-অক্সাইড প্রয়োজন ?

উ: 6 অনু

27. গ্লুকোজের রাসায়নিক সংকেত কি ?

উ: C6 H12 O6

28. সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া টির নাম কি ?

উ: রেডোস্পাইরিজাম

29. সালোকসংশ্লেষ ভালো হয় কত ডিগ্রি তাপমাত্রায় ?

উ: 40°C – 45°C তাপমাত্রায়

30. সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ টির নাম কি ?

উ : পাতা

31. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে ?

উ : সূর্য থেকে

32. ফটোলাইসিস প্রক্রিয়াটি কে আবিষ্কার করেন ?

উ: রবার্ট হিল

33. সালোকসংশ্লেষের উৎপন্ন গ্লুকোজ অবশেষে কিসে পরিণত হয় ?

উ: শ্বেতসার রূপে পরিনিত হয়

34. সালোকসংশ্লেষের বিপরীত জৈবনিক প্রক্রিয়াটির নাম কি ?

উ: শ্বসন

35. সূর্যালোকের কত আলোর তরঙ্গে সালোকসংশ্লেষ সংঘটিত হয় ?

উ: 400- 700 NM

36. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী  কার্বন জাতীয় যৌগ কোনটি ?

উ: ফসফোগ্লিসারিক অ্যাসিড

37. সালোকসংশ্লেষ এক ধরনের কি বিপাক ক্রিয়া ?

উ: উপচিতি মূলক

38. কেলভিন চক্র কোথায় ঘটে ?

উ: স্ট্রোমায়

39. সবথেকে কম সালোকসংশ্লেষ সংঘটিত হয় কোন আলোয় ?

উ: সবুজ আলোয়

40. একটি লাল রঙের ফুলকে সবুজ   আলোতে কি দেখাবে ?

উ: কালো

41. এনার্জি কারেন্সি কাকে বলে ?

উ: ATP কে

42. সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটির নাম কি ?

উ: কোবাল্ট

43. প্রতি এক গ্রাম গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত ?

উ: 686 kcal

44. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি ?

উ: স্বর্ণলতা

45. উদ্ভিদ কোষের মূল কার্বোহাইড্রেট উপাদান কোনটি ?

উ: স্টার্চ

আরও পড়ুন: 50+ Science Gk Bengali

সালোকসংশ্লষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন :

 

 

1. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি ?

উ: জল

2. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পর্যায়ে ঘটে এবং কি কি ?

উ: দুটি পর্যায়ে ঘটে, আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়

3. সালোকসংশ্লেষ ঘটে কোন সময় ?

উ: দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ।

4. সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন ?

উ: সালোকসংশ্লেষে জল জাড়িত এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় বলে ।

2 thoughts on “সালোকসংশ্লেষ কাকে বলে এবং গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর”

Leave a Comment