উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর PDF | Botany MCQ Question Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর PDF | Botany MCQ Question Answer

উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর PDF – Botany MCQ Question Answer : আজ আমরা উদ্ভিদকলার কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর প্রদান করলাম। উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ।

উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর :

1. উদ্ভিদদেহের কোন্ কোশ বিভাজনে সক্ষম ?

A.প্যারেনকাইমা
B.স্কেরেনকাইমা
C. জাইলেম
D. অগ্রস্থ ভাজককল

উ: D

2. অগ্রস্থ ভাজককলার কাজ কী ?

A. দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো
B. কর্টেক্সের বৃদ্ধি
C. চওড়ার বৃদ্ধি
D. NONE

উ: A

3. কোন্ জাতীয় উদ্ভিদের পত্ররন্ধ্র প্রায় নেই ?

A.মেসোফাইট্স
B. হাইড্রোফাইস
C. হ্যালোফাইস
D.জেরোফাইটস

উ: D

4. ভেলামেনের কাজ কী ?

A. শ্বসন
B. জলীয় বাষ্প শোষণ করা
C. কলাকে রক্ষা করা
D. None

উ: B

5. পার্শ্বীয় ভাজক কলার কাজ কী ?

A. দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়
B. প্যারেনকাইমার বৃদ্ধি
C. পরিধির বৃদ্ধি ঘটায়
D. কর্টেক্সের বৃদ্ধি

উ: C

6. স্ক্লেরেনকাইমা কোশ যা দিয়ে গঠিত তাতে প্রাইমারি ফ্লোয়েম অনুপস্থিত কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েম উপস্থিত । এটি কী ?

A. জাইলেম তত্ত্ব
B. জাইলেম প্যারেনকাইমা
C.ফ্লোয়েম প্যারেনকাইমা
D. ফ্লোয়েম তত্ত

উ: D

7. গাছের ছালে কি থাকে ?

A. ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরের দিকে সমস্ত কলা উপস্থিত
B. ভাস্কুলার ক্যাম্বিয়ামের ভিতরের দিকে কলা উপস্থিত
C. জাইলেমের মধ্যে কলা উপস্থিত
D. ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরের দিকে মৃত কলা অবস্থিত

উ: A

8. গাছের কোথায় বৃদ্ধিবলয় ( বর্ষবলয় ) দেখা যায় ?

A.প্রাইমারি জাইলেম
B. সেকেন্ডারি জাইলেম
C. সেকেন্ডারি ফ্লোয়েম
D. ক্যাম্বিয়াম

উ: B

9. অগ্রস্থ ভাজক কলার পশ্চাতে অবস্থিত প্রোক্যাম্বিয়াম কী গঠন করে ?

A. প্রাথমিক ভাস্কুলার বান্ডিল ও ক্যাম্বিয়াম
B. শুধুমাত্র ভাস্কুলার ক্যাম্বিয়াম
C. শুধুমাত্র কর্ক ক্যাম্বিয়াম
D. শুধুমাত্র প্রাইমারি ভাস্কুলার বান্ডিল

উ: A

10. জাইলেম কোশে কোশপ্রাচীরে কীসের আধিক্য আছে ?

A. প্রোটিন
B. স্টার্চ
C. লিগনিন
D. লিপিড

উ: C

11. শেষ পর্যায়ে গঠিত প্রাথমিক কোশগুলিকে কী বলে ?

A. প্রোটোজাইলেম
B. মেটাজাইলেম
C. জাইলেম প্যারেনকাইমা
D. জাইলেম তত্ত্ব

উ: B

12. ফার্নের আর্কিগোনিয়ামে কতগুলি নেক ক্যানাল কোশ দেখতে পাওয়া যায় ?

A. 1
B. 3
C. 2
D. 4

উ: A

13. উদ্ভিদের উৎপন্ন খাদ্য কোন্ অঙ্গের মাধ্যমে পরিবাহিত হয় ?

A. জাইলেম
B. কর্টেক্স
C. ফ্লোয়েম
D. পিথ

উ: C

14. উদ্ভিদদেহে জল এবং খনিজ লবণ কোন্ অঙ্গের মাধ্যমে পরিবাহিত হয় ?

A. জাইলেম
B. ফ্লোয়েম
C. পিথ
D. কর্টেক্স

উ: A

15. কোন্ গুপ্তবীজী উদ্ভিদ ভেসেল বিহীন ?

A. হাইড্রিলা
B. ভুট্টা
C. জাইলেম তন্তু
D. রডোড্রেনড্রন

উ: D

16. এরেনকাইমা কলা কোথায় দেখতে পাওয়া যায় ?

A. মেসোফাইটে
B. পেরোফাইটে
C. লিথোফাইটে
D.হাইড্রোফাইটে

উ: D

17. যে কাণ্ডে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের বিপরীতে সজ্জিত থাকে , সেই প্রাথমিক জাইলেমকে কি বলে ?

A. মেটাজাইলেম
B. জাইলেম তত্ত্ব
C. জাইলেম প্যারেনকাইমা
D. এন্ডার্ক

উ: D

1৪. কোন্ কোশের বিভাজনের ফলে কাণ্ডের পরিধির বৃদ্ধি ঘটে ?

A. ভাস্কুলার কলা
B. ভাজক কলা
C. কর্টেক্স
D. পিট

উ: B

19. প্রথমে উৎপন্ন জাইলেমকে কী বলে ?

A. প্রোটোজাইলেম
B. জাইলেম প্যারেনকাইমা
C. জাইলেম তন্তু
D. মেটাজাইলেম

উ: A

20. উদ্ভিদকলা কত প্রকার হয় ?

A. 5
B. 3
C. 2
D. 6

উ: B

21. কোন ভাজক কলা উদ্ভিদ অঙ্গের দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থান ?

A. প্রাথমিক ভাজককলা
B. অগ্রস্থ ভাজককলা
C. পার্শ্বস্থ ভাজককলা
D. নিবেশিত ভাজককলা

উ: D

22. পাতার প্যালিসেড প্যারেনকাইমার প্রধান কাজ কী ?

A. বাষ্পমোচন
B. সংবহন
C. শ্বসন
D. সালোকসংশ্লেষ

উ: D

23. উদ্ভিদের বৃদ্ধিবলয় কী নিয়ে গঠিত ?

A. শুধুমাত্র শরৎকালীন কাঠ
B. বসন্তকালীন কাঠ ও প্রাথমিক কাঠ
C. শুধুমাত্র বসন্তকালীন কাঠ
D. বসন্তকালীন কাঠ ও শরৎকালীন কাঠ

উ: D

24. সমুদ্রতীরে দ্বিবীজপত্রী উদ্ভিদে বর্ষবলয় দেখা যায় না কারণ কি ?

A. বালিমাটি
B. জলবায়ুর তারতম্য
C. আর্দ্রতার বৃদ্ধি
D. জলবায়ুর বৈচিত্র্য বেশি

উ: B

25. ভাজক কলা হল একই প্রকার কোশের সমষ্টি যা-

A. দীর্ঘস্থায়ী স্থায়ীকলায় পরিণত হয়
B. উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে
C. খাদ্য সঞ্চয় করে রাখে
D. ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোশ গঠন করে

উ: D

26. কোন ধরনের কলার বিভাজিত হওয়ার ক্ষমতা নেই ?

A. ভাজক কলা
B. স্থায়ী কলা
C. a এবং b উভয়ই
D. কোনোটিই নয়

উ: B

27. সঙ্গীকোশ কোথায় দেখা ?

A. তত্ত্বতে
B. ভেসেলস
C. ট্র‍্যাকিডস
D. সীভটিউব

উ: D

28. কলা হল কোশের সমষ্টি , কারণ-

A. উৎপত্তি , কার্য , প্রকৃতি একই
B. উৎপত্তি এক কিন্তু আকার , কার্য আলাদা
C. উৎপত্তি আলাদা কিন্তু কার্য , প্রকৃতি একই
D. উৎপত্তি , কার্য , আকার আলাদা

উ: A

PDF DOWNLOAD ZONE 

File Name : উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর 
Language : বাংলা
Size: 89 KB 
Clik Here To Download

আরও পড়ুন : 

দ্রবণের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

1 thought on “উদ্ভিদকলার MCQ প্রশ্ন উত্তর PDF | Botany MCQ Question Answer”

Leave a Comment