তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর PDF

তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর PDF : আজকের পর্বতে আলোচনা করলাম রাসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক তরিৎ বিশ্লেষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। চলুন দেখে নেওয়া যাক তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর গুলি।

তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর :

1. উত্তম পরিবাহীর থাকে কোন আলগা বন্ধন ?

উ: ইলেকট্রন

2. টিন প্রলেপনে ব্যবহৃত তড়িৎবিশ্লেষ্যের নাম কি ?

উ: স্ট্যানাস ক্লোরাইড

3. ইলেকট্রো রিফাইনিং  এ শুদ্ধ ধাতু জমা হয়  কোথায় ?

উ: ভেসেলে

4. নীচের কোনটি তড়িৎবিশ্লেষ্য ?

A. কেরোসিন
B. গ্লিসারিন
C. NaCl- এর জলীয় দ্রবণ
D. কোনোটিই নয়

উ: C

5. নীচের কোনটি তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ ?
A. NH4OH
B. CH3COOH
C. H2SO4
D. NONE

উ: C

6. নীচের কোনটি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ ?

A. NaOH
B. NH4OH
C. H₂SO4
D. HCI

উ: NH4OH

7. কোন্ কোশে স্ট্যান্ডার্ড সেল ভোল্টেজ শূন্য ?

উ: কনসেনটেলন সেল

8. লোহার ক্ষয় রোধে Zn ব্যবহার করা হয় কারণ ?

উ: ইলেকট্রো পজিটিভিটি বেশি

9. গ্যালভানাইজেশনে আয়রনের উপর লেপন করা হয় কিসের ?

উ: টিন

10. সবচেয়ে তীব্র বিজারক পদার্থ ?

উ: K

11. লোহার ক্ষয়রোধে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

উ: দস্তা

12. ড্রাই সেল ব্যাটারিতে ব্যবহৃত হয়

উ: MnO2

13. নীচের কোনটি তড়িৎ অপরিবাহী ?

A. আয়রন
B. কপার সালফেট
C. গ‍্যাস কার্বন
D. পারা

উ: B

14. পরিবেশের প্রতিকূল অবস্থা কোন ধাতুর ক্ষতি করতে পারে না ?

A. রুপা
B. লোহা
C. গ্যাস কার্বন
D.সোনা

উ: D

15. ইলেকট্রোপ্লেটিং এর প্রবর্তক কে ?

উ: ফ‍্যারাডে

16. সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?

উ: Cs

17. চন্দ্র অভিযানে বিদ্যুৎশক্তির উৎস কি ?

উ: জ্বালানি কোশ

18. ব্রাউন হেমাটাইট কোন ধাতুর আকরিক ?

উ: আয়রন

19. তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি নিচের কোনটির ?

A. Al
B. Cu
C. Au
D. Ag

উ: D

20 . কোন যৌগটি জলে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহণ করে ?

উ: CH3OH

21. কোন্‌টি শক্তিশালী তড়িৎবিশ্লেষ্য নয় ?

A. NaCl
B. KNO3
C. NH4OH
D. FeSO4

উ: C

22. তড়িৎ পরিমাণমাপক যন্ত্র কোনটি ?

উ: কুলোমিটার

23. অ্যামালগামে কোন্ ধাতু থাকবেই ?

উ: Hg

24. নীচের কোন্ দ্রবণ তড়িৎ পরিবহণ করে ?

A. গ্লিসারল
B. শর্করা
C. HCI
D. বিশুদ্ধ জল

উ: C

25. জলে কী মেশালে তড়িৎ পরিবহণ করে ?

A. চিনি
B. ইউরিয়া
C. সাধারণ লবণ
D. অ্যাসিটোন

উ: C

26. 127.08g তামা অধঃক্ষিপ্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত হবে ?

A. 4 কুলম্ব
B. 1 অ্যাম্পিয়ার
C. 1 ফ্যারাডে
D. 4 ফ্যারাডে

উ: C

27. ক্যাথোডে কোন আয়ন তড়িৎমুক্ত হয় ?

উ: ক্যাটায়ন

28. অ্যানোডে কোন্ আয়ন তড়িৎ মুক্ত হয় ?

উ: ক্যাটায়ন

29. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে কি বলে ?

উ: অ্যানিমোমিটার

30. বিশুদ্ধ জলের তড়িৎবিশ্লেষণ করতে জলে কি মেশাতে হয় ?

উ: H2SO4

আরও পড়ুন : 

দ্রবণের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

তেজস্ক্রিয়তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

গ‍্যাসের ধর্ম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : তরিৎ বিশ্লেষণ MCQ প্রশ্ন উত্তর 
Language : বাংলা
Size: 78 KB
Clik Here To Download

Leave a Comment