সুনামি কি ? What is Tsunami | সুনামি সৃষ্টির কারণ ও ফলাফল

টেলিগ্ৰামে জয়েন করুন

সুনামি কি ? What is Tsunami

সুনামি কি – What is Tsunami : আজকের এই পর্বটিতে আলোচনা করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুনামি কি এবং সুনামি সৃষ্টির কারণ ও ফলাফল সম্পর্কে। চলুন দেখে নিই তাহলে সুনামি কি।

সুনামি কি :

জাপানি শব্দ ‘ সু ‘ ( tau ) কথার অর্থ পোতাশ্রয় বা বন্দর এবং নামি ( nami ) শব্দের অর্থ তরঙ্গ বা ঢেউ।

সুনামি কাকে বলে :

সমুদ্রতলদেশে প্রচন্ড ভূমিকম্প, অগ্নুৎপাত বা টেকটনিক প্লেটের আকষ্মিক উত্থান পতনের ফলে সৃষ্ট বিশালাকৃতি সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস কে বলে সুনামি।

সুনামি সৃষ্টির বিভিন্ন কারণগুলি হল :

1. সমুদ্রতলদেশে ভূমিকম্প : সমুদ্রতলদেশে ভূমিকম্পের ফলে ব্যাপক হারে সুনামির সৃষ্টি হয় । রিখটার স্কেলে মাত্রা যদি 7.5 বা তার বেশি হয় , তাহলে ধ্বংসাত্মক ভূমিকম্পের সৃষ্টি হয় , উদাহরণস্বরূপ 2004 সালের 26 ডিসেম্বরের সুনামির কথা উল্লেখিত।

2. ভূমিধস : সমুদ্রতীরবর্তী এলাকায় বৃহদায়তন শিলার ভূমিধস ঘটলে জলরাশির স্থানান্তরের ফলেও সুনামির সৃষ্টি হয়ে থাকে । যেমন— ফ্রান্সের উপকূল তৈরির সময় 1980 সালে ধসের ফলে সুনামি হয়।

3. অগ্ন্যুৎপাত : সমুদ্রতলদেশে অগ্ন্যুৎপাতের সুনামির সৃষ্টি হয় । যেমন— 1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সুনামি হয়।

4. উল্কাপাত : সমুদ্রগর্ভে বৃহদায়ন উল্কাপাতের ফলেও সুনামির সৃষ্টি হয়।

5. পারমাণবিক বোমা বিস্ফোরণ : বড়ো বড়ো পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে সুনামির সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা মার্শাল দ্বীপে 1940 এবং 1950 সালে সুনামি সৃষ্টি করেছিল।

আরও পড়ুন : ভূমিকম্প

সুনামির ফলাফল গুলি হল :

1. প্রাকৃতিক পরিবর্তন : সুনামির ফলে বিভিন্ন এলাকায় ভূপ্রকৃতিগত পরিবর্তন ঘটে থাকে । যেমন —2004 সালে সুনামির ফলে ভারতের সর্বশেষ বিন্দু ইন্দিরা পয়েন্ট নিঃশেষ হয়ে গিয়েছিল , কিন্তু বর্তমানে সমুদ্রের পশ্চাদপসারণে সেটি আবার পুনরুদ্ধার হচ্ছে।

2. মাটির প্রকৃতির পরিবর্তন : সুনামির ফলে উপকূলীয় এলাকায় সমুদ্রের লবণাক্ত জল প্রবেশ করে মাটিকে লবণাক্ত করে তোলে । যার ফলে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা কমে যায়।

3. সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি : সুনামির ফলে সামুদ্রিক জীব তথা বাস্তুতন্ত্র ব্যাপক হারে ক্ষতিগ্রস্থ হয়।

4. অবস্থান পরিবর্তন : সুনামির ফলে ভূমিরূপগত ক্ষেত্রে কোনো এলাকার অবস্থানেরও পরিবর্তন ঘটে । যেমন —2004 সালের সুনামির ফলে সুমাত্রা দ্বীপটি তার পূর্ববর্তী অবস্থান থেকে 25 মিটার সরে যায় বলে বিজ্ঞানীরা অনুমান করেন ।

5. দিনের দৈর্ঘ্যের পরিবর্তন : 2004 সালের সুনামির ফলস্বরূপ দিনের দৈর্ঘ্য 24 ঘণ্টা থেকে 3 মাইক্রোসেকেন্ড কমে যায় ।

6. প্রাণহানি : হঠাৎ আগত সুনামির ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় গড়ে ওঠা বসতি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে । এর ফলে মানুষ ও অন্যান্য প্রাণীদের প্রচুর জীবনহানি ঘটে । 2004 সালের সুনামির ফলে ইন্দ্রোনেশিয়ার বান্দা আচ অঞ্চলের প্রায় 25 % মানুষের মৃত্যু ঘটে।

আরও পড়ুন :

বন‍্যা সৃষ্টির কারণ ও ফলাফল 

খরা সৃষ্টির কারণ ও ফলাফল 

1 thought on “সুনামি কি ? What is Tsunami | সুনামি সৃষ্টির কারণ ও ফলাফল”

Leave a Comment