প‍্যালেস্টাইন সমস্যার কারণ

টেলিগ্ৰামে জয়েন করুন

প‍্যালেস্টাইন সমস্যার কারণ

প‍্যালেস্টাইন সমস্যার কারণ : আজকের মূল আলোচনা হল প‍্যালেস্টাইন সমস্যার কারণ সম্পর্কে। এই প্রশ্নটি মাধ‍্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ।

প‍্যালেস্টাইন সমস্যার কারণ :

পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত প্যালেস্টাইন বা ইজরায়েল দীর্ঘ দু – হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । বহু শতক আগে থেকেই প্যালেস্টাইন খ্রিস্টানদের পবিত্রভূমি বলে বিবেচিত হয় । প্যালেস্টাইন ৬৫ খ্রিস্টপূর্ব থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের অধীনে , ১০৯৮ থেকে ১১৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টানদের অধীনে এবং এরপর তুরস্কের অধীনে ছিল । ঊনবিংশ শতকের শেষদিকে প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন শুরু হয় , তা জিওনিস্ট আন্দোলন ( Zionist Movement ) নামে পরিচিত । এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের পুনর্বাসন দান এবং ইহুদি জাতির জন্য প্যালেস্টাইনে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা।

Read: Quora

প‍্যালেস্টাইন সমস্যার কারণ গুলি হল

প্যালেস্টাইন সমস্যার উদ্ভবের পিছনে বেশ কতকগুলি কারণ ছিল সেগুলি নিম্নরূপ-

1. জাতীয়তাবাদের সংঘাত : মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম রাষ্ট্র প্যালেস্টাইনে দুটি পরস্পরবিরোধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে— আরব জাতীয়তাবাদ এবং ইহুদি জাতীয়তাবাদ । এই দুই জাতীয়তাবাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা বা সহাবস্থানের কোনো পরিস্থিতি ছিল না।

2. সুয়েজ খালের গুরুত্ব : সুয়েজ খাল ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ জলপথ । ব্রিটেন সুয়েজ খাল ও মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজের সাম্রাজ্যবাদী স্বার্থরক্ষার উদ্দেশ্যে প্যালেস্টাইনের উপর কর্তৃত্ব বজায় রাখতে চাইত।

3. ধর্মীয় সংঘাত : প্যালেস্টাইন ছিল ইহুদি , খ্রিস্টান ও ইসলাম ধর্মের পবিত্রভূমি ও গুরুত্বপূর্ণ স্থান । উক্ত ধর্মের অনুগামীরা প্যালেস্টাইনে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত ছিল।

4. মার্কিন উদ্দেশ্য : প্যালেস্টাইনে আমেরিকারও যথেষ্ট স্বার্থ ছিল । আমেরিকায় ৫ মিলিয়ন ইহুদি বসবাস করত । মার্কিন রাজনৈতিক দলগুলি নির্বাচনে সেখানকার ইহুদিদের সমর্থন লাভের উদ্দেশ্যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে ইহুদি জাতীয়তাবাদকে সমর্থন করেছিল।

5. ব্রিটেনের জটিল নীতি : ব্রিটেন আরব বিশ্বে ইহুদি এবং মুসলিম উভয় জাতির প্রতিই সহানুভূতি দেখাত । ভারতের ব্রিটিশ শাসনের প্রতি মুসলিমদের সমর্থন আদায় করাই ছিল তার উদ্দেশ্য প্যালেস্টাইনে আরব ও ইহুদি উভয়পক্ষকে সমর্থন করে ব্রিটেন এখানকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুন : 

নৌবিদ্রোহের কারণ ও ফলাফল

মাউন্টব‍্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্য ও ফলাফল

ঠান্ডা লড়াইয়ে কারণ ও বৈশিষ্ট্য

বন্দর কাকে বলে ? কলকাতা বন্দরের উন্নতির কারণ

Leave a Comment