সেতুমস্তিস্ক কাকে বলে এবং সেতুমস্তিস্কের কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

সেতুমস্তিস্ক কাকে বলে এবং সেতুমস্তিস্কের কাজ

সেতুমস্তিস্ক কাকে বলে : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে সেতুমস্তিস্ক কাকে বলে বা পনস যোজক কাকে বলে এবং সেতুমস্তিস্কের কাজ সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

সেতুমস্তিস্ক কাকে বলে :

পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটি মধ্যমস্তিষ্কের সঙ্গে লঘুমস্তিষ্ক ও সুষুম্নাশীর্ষকের সংযোগ রক্ষা করে তাকে পনস্ বা সেতুমস্তিষ্ক বা মস্তিষ্ক যোজক বলে।

পনস্-এর অঙ্কদেশ উত্তলাকার এবং পৃষ্ঠদেশ সমতলাকার। এটি মস্তিষ্কের চতুর্থ ভেন্ট্রিকলের প্রাচীর গঠন করে। এতে ধূসর ও শ্বেত পদার্থ সমভাবে বিস্তৃত থেকে একটি স্নায়ুজালিকা গঠন করে। এতে নিম্নগামী স্নায়ুতত্ত্ব এবং কিছু সংখ্যক স্নায়ুগুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে।

সেতুমস্তিস্কের কাজ :

i. সেতুমস্তিষ্ক বা পনস্-এ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম করোটীয় স্নায়ুর কেন্দ্র অবস্থিত।

ii. পনস্-এর মধ্য দিয়ে ঊর্ধ্বগামী ও নিম্নগামী স্নায়ুপথ অতিক্রম করে।

iii. পনস্-এ অবস্থিত মূত্রনালি নিয়ন্ত্রণ স্নায়ুকেন্দ্র ডেসার পেশির সংকোচন ঘটিয়ে মূত্র-ত্যাগে সহায়তা করে।

iv. পঞ্চম করোটিয় স্নায়ুর স্নায়ুকেন্দ্র চোয়ালের বিচলন নিয়ন্ত্রণ করে।

v. ষষ্ঠ করোটিয় স্নায়ুর স্নায়ুকেন্দ্র অক্ষিগোলকের পাশবিচলন নিয়ন্ত্রণ করে।

vi. পনস্-এ অবস্থিত সপ্তম করোটিয় স্নায়ুর স্নায়ুকেন্দ্র দ্বারা মুখের অভিব্যক্তি ও উত্তোলন এবং লালাক্ষরণ নিয়ন্ত্রিত হয়।

vii. পনস্-এর অ্যাপ্লাসটিক ও নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণে অংশগ্রহণ

viii. দর্শন, শ্রবণ ও অন্তঃকর্ণীয় সংজ্ঞাবহ উদ্দীপনা মধ্যগ অনুদৈর্ঘ্য স্নায়ুগুচ্ছের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে খাবাপেশি ও অক্ষিপেশির সমন্বয়মূলক বিচলনে সাহায্য করে।

আরও পড়ুন :

গুরু মস্তিষ্ক কাকে বলে ? এবং কাজ ও গঠন ? 

থ‍্যালামাস কাকে বলে এবং কাজ ? 

হাইপোথ‍্যালামাস কাকে বলে এবং কাজ ? 

Leave a Comment