পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম PDF  

টেলিগ্ৰামে জয়েন করুন

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম 

পশ্চিমবঙ্গ একটি বহু নদীমাতৃক রাজ‍্য , বর্তমানে পশ্চিমবঙ্গের 5 টি বিভাগ ও 23 টি জেলা জুড়ে 11 কোটি মানুষের বসবাস। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা তেমনি বৃহত্তম নদী হল গঙ্গা যা পশ্চিমবঙ্গে 520 কিমি এলাকা জুড়ে বিস্তৃত । গঙ্গা নদী দ্বারা পশ্চিমবঙ্গ দুটি ভাগে বিভক্ত যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে পরিচিত ।

চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর গুলি

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম   

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম  

 শহরের নাম নদীর নাম
কাটোয়াভাগরথী
জলপাইগুড়িতিস্তা
আলিপুরদুয়ারকালজানি
দূর্গাপুরদামোদর
রাণীগঞ্জদামোদর
আসানসোলদামোদর
রাণাঘাটচূর্ণী
নবদ্বীপভাগীরথি
শান্তিপুরচূর্ণী
চন্দননগরহূগলী
ত্রিবেণীহূগলী
বেলুড়কোপাই
কৃষ্ণনগরজলঙ্গী
হাওড়াহূগলী
সিউড়িময়ূরাক্ষী
শান্তিনিকেতনঅজয়
তারাপীঠদ্বারকা
ইসলামবাজারঅজয়
বোলপুরকোপাই
হলদিয়াহূগলী
ইংরেজবাজারমহানন্দা
কোলাঘাটরূপনারায়ন
বহরমপুরভাগীরথি
মুর্শিদাবাদভাগীরথি
বনগাঁইছামতি
ব‍্যারাকপুরহূগলী
হাসনাবাদইছামতি
বসিরহাটইছামতি
ক‍্যানিংমাতলা
বালুরঘাটআত্রেয়ী
শিলিগুড়িমহানন্দা
কালিম্পংতিস্তা
কোচবিহারতোর্সা
জলপাইগুড়িতিস্তা
ধূপগুড়িজলঢাকা
মালদামহানন্দা
ইসলামপুরমহানন্দা
কলকাতাহূগলী
মেদনীপুরকংসাবতী
বাঁকুড়াগন্ধশ্বরী /
ধলকিশোর
পুরুলিয়াকংসাবতী
ঘাটালশিলাবতী
বর্ধমানবাঁকা,দামোদর
কাটোয়াভাগীরথি

 

DOWNLOAD PDF                         

 File Name :পশ্চিবঙ্গের নদী তীরবর্তী শহর

File Size:156 KB

Click Here Download

আরও পড়ুন : পশ্চিবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান

 

1. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?

উ: তিস্তা, এছাড়াও এখান দিয়ে করলা নদী প্রবাহিত হয়েছে।

2. নর্মদা নদীর তীরে কোন শহর অবস্থিত ?

উ:জব্বলপুর

3. তোর্সা নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত

উ: জলপাইগুড়ি জেলায়

4. অজয় নদী পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

উ:

5. কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত

উ: তোর্সা ও কালাজানি নদীর মধ‍্যভাগে

2 thoughts on “পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের নাম PDF  ”

Leave a Comment