ভারতের বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল

টেলিগ্ৰামে জয়েন করুন

ভারতের বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থলএকটি নদী একটি ফিতের মতো নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয় একটি নদী অনেক লম্বা ও গভীর হতে পারে । কিছু কিছু নদীতে স্রোত লক্ষ‍্যণীয় যারা নিজের গতিতে বয়ে চলে আবার কিছু কিছু নদীতে স্রোত থাকে না । সমস্ত নদীর একটি উৎপত্তিস্থলের পাশাপাশি পতনস্থলও  থাকে ।

যেখান থেকে একটি নদীর প্রবাহ শুরু হয় সেটিই হল নদীর উৎপত্তিস্থল যা হেড ওয়াটার নামে পরিচিত । এই হেড ওয়াটার  বৃষ্টির জল ,তুষার গলা জল কিংবা ভূগর্ভস্থ জলও থেকেও আসতে পারে । আর একটি নদী যখন কোন নদী বা সাগরের সাথে মিশে তার গতির পরিবর্তন করে সেটাই হল নদীর পতনস্থল যা নদীর মোহনা নামে পরিচিত । চলুন আজকে বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল সম্পর্কে জেনে নেওয়া যাক ।

ভারতের বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল

নদীর নামউৎপত্তিস্থলপতনস্থল
সিন্ধুসিঙ্গিখাবাব হিমবাহআরব সাগর
শতদ্রুরাকস হ্রদসিন্ধুর উপনদী
গঙ্গাগঙ্গোত্রী হিমবাহবঙ্গোপসাগর
যমুনাযমুনেত্রী হিমবাহগঙ্গা
বিতস্তাভেরিনাগ প্রস্রবনচেনাব নদী
গোদাবরীত্র‍্যম্বক শৃঙ্গবঙ্গোপসাগর
সুবর্ণরেখাছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
দামোদরখামারপোত শৃঙ্গহুগলি নদী
ময়ূরাক্ষীত্রিকুট পাহাড়ভাগীরথী
কাবেরীব্রক্ষ্ণগিরি শৃঙ্গবঙ্গোপসাগর
কৃষ্ণামহাবালেশ্বর শৃঙ্গবঙ্গোপসাগর
জলঢাকাসিকিমের হিমালয়ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রাপশ্চিমঘাট পর্বতকৃষ্ণা
ভাগরথী ,হূগলীগঙ্গার শাখা নদীবঙ্গোপসাগর
ব্রহ্মপুত্রচেমায়ুং দুং হিমবাহপদ্মা
ব্রাহ্মণীছোটনাগপুর মালভূমিবঙ্গোপসাগর
লুনিআন্নাসাগর হ্রদকচ্ছেররনণ
মহানদীসিয়াওয়ারা উচ্চভূমিবঙ্গোপসাগর
ভাইগাইপালনা পর্বতপক উপসাগর
নর্মদাঅমরকন্টক শৃঙ্গখাম্বাত উপসাগর
বৈতরণীছোটনাগপুর অঞ্চলবঙ্গোপসাগর
তাপ্তিমুলতাই উচ্চভূমিখাম্বাত উপসাগর
কর্ণফুলীমিজোরামবঙ্গোপসাগর
বিপাশারোটাং গিরিপথশতদ্রু নদী
সবরমতীআরাবল্লী পর্বতখাম্বাত উপসাগর

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর 

বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল সম্পর্কিত প্রশ্ন

1. মহা নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উ: সিয়াওয়ারা উচ্চভূমি

2. ভারতের প্রধান নদীর নাম কি ?

উ: ভারতের অনেক প্রধান নদী রয়েছে সবচেয়ে প্রধান নদী গঙ্গা ।

3. কাবেরী নদীর উৎস কোথায় ?

উ: পশ্চিমঘাটের ব্রক্ষ্ণগিরি শৃঙ্গ

4. নর্মদা নদীর উৎস কোথায় ?

উ: মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ

5. কালাজানি কোন নদীর উপনদী ?

উ: তোর্সা

1 thought on “ভারতের বিভিন্ন নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল”

Leave a Comment