পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান |Name of the hills of West Bengal

টেলিগ্ৰামে জয়েন করুন

পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান |Name of the hills of West Bengal

 সুপ্রিয় বন্ধুরা,পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান |Name of the hills of West Bengal সম্পর্কে পাহাড়ের নাম সমূহ এর একটি নোটস দেয়া হল যেখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন পাহাড় অবস্থিত রয়েছে সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে, প্রশ্ন গুলি মূলত পরীক্ষায় তোমাদের যেভাবে দিয়ে থাকে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত ? অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত ? মথুরা খালি পাহাড় কোথায় অবস্থিত ? বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ? জয়ন্তী পাহাড় কোন জেলায় অবস্থিত ? মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ? বাঁকুড়ার বিখ্যাত পাহাড় ?

পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান |Name of the hills of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান :

পাহাড়ের নাম অবস্থান
মামাভাগ্নে বীরভূম
অযোধ্যা পুরুলিয়া
গুরুমা পুরুলিয়া
বাঘমুন্ডি পুরুলিয়া
শুশুনিয়া বাঁকুড়া
পরেশনাথ পুরুলিয়া
রঘুনাথপুর পুরুলিয়া
মথুরখালি বীরভূম
বেলপাহাড়ি পশ্চিম মেদিনীপুর
ঠাকুরান পশ্চিম মেদিনীপুর
মশক বাঁকুড়া
ভান্ডারী পুরুলিয়া
পরশ পুরুলিয়া
কোডো বাঁকুড়া
জয়চন্ডী পুরুলিয়া
বিহারীনাথ বাঁকুড়া
 

1.শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত ?

উ: বাঁকুড়া

2.অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত ?

উ: পুরুলিয়া

3.মথুরা খালি পাহাড় কোথায় অবস্থিত ?

উ: বীরভূম

4.বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত ?

উ: বাঁকুড়া

5.মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?

উ: বীরভূম

1 thought on “পশ্চিমবঙ্গের বিভিন্ন পাহাড়ের অবস্থান |Name of the hills of West Bengal”

Leave a Comment