তাপ ও উষ্ণতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । heat and temperature easy gk questions

টেলিগ্ৰামে জয়েন করুন

Table of Contents

 তাপ ও উষ্ণতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । heat and temperature gk questions

তাপ ও উষ্ণতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । heat and temperature gk questions

 

 

 

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকে আমাদের মূল আলোচনা হল physical science mcq pdf in bengali   নিয়ে যেখানে heat vs temperature মানে  তাপ ও উষ্ণতা থেকে গুরুত্বপূর্ণ কতগুলি বাংলা mcq প্রশ্ন উত্তর দেয়া হয়েছে  । যে কোন চাকুরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

এখানে আরও রয়েছে – class 10 physical science question answer in bengali   প্রশ্ন ও উত্তর, আশা করি এই প্রশ্নগুলি তোমাদের অনেক ভালো লাগবে  ।

 

physical science question answer in bengali | তাপ ও উষ্ণতা

1.  1 জুল সমান কত ক‍্যাল ?

উ:  0.24 ক‍্যাল

2. সূর্যের তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে নাম কি ?

উ: পাইরোমিটার যন্ত্রের সাহায্যে

3. পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ন্যূনতম কত ডিগ্রি তাপমাত্রা মাপা যায় ?

উ: 800 ডিগ্রী সেলসিয়াস

4. কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে ?

উ: 160 ডিগ্রি C

5. সবচেয়ে আপেক্ষিক তাপ বেশি লক্ষণীয় কোন পদার্থের ?

উ: জল

6. জলে ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে কিছুটা লবণ দিলে তাড়াতাড়ি ডিম সিদ্ধ হওয়ার কারণ কী ?

উ: জলের আপেক্ষিক তাপ কমে যাওয়ার কারণে জল তাড়াতাড়ি ফুটতে শুরু করে

7. SI পদ্ধতিতে উষ্ণতার একক এর নাম কি ?

উ: কেলভিন

8. লীন তাপের একক এর নাম কি ?

উ: ক্যালোরি / গ্রাম

9. সাধারণত কোন ধাতু দিয়ে ক্যালোরিমিটার নির্মাণ করা হয় ?

উ: তামা

10. তাপ প্রবাহের জন্য কোন মাধ্যম প্রয়োজন হয় না কোন পদ্ধতির মাধ্যমে ?

উ: বিকিরণ

11. যদি জলকে 0 ° C তাপমাত্রা থাকে 10 ° C  তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয় তাহলে তার আয়তন এর কি পরিবর্তন হয় ?

উ: প্রথমে কমে তারপরে বাড়ে

12. সর্বশেষ নূন্যতম তাপমাত্রা কত ?

উ: 0 কেলভিন

13. জলের স্ফুটনাঙ্ক 95 ° ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে ?

উ:  35° C

14.  কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হওয়া কে কি বলা হয় সরাসরিভাবে ?

উ: উর্ধ্বপাতন

15. হিমমিশ্র এর উষ্ণতা হয় কত ?

উ: – 23 ° C

16. জল যখন ফুটতে আরম্ভ করে তখন তার উষ্ণতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় ?

উ: একই থাকে

17. সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলর পাঠ  সমান হয় কোন উষ্ণতায় ?

উ:  – 40 °

18. মাটির ঘর গ্রীষ্মকালে ঠান্ডা ও শীতকালে গরম থাকার একান্ত কারণ কি ?

উ: মাটি তাপের কুপরিবাহী হওয়ার কারণে

19. সূর্য থেকে চাঁদের তাপ প্রবাহিত হয় সাধারণত কোন পদ্ধতির মাধ্যমে ?

উ: বিকিরণ

20. 1 ক্যালরি সমান কত জুল ?

উ: 4.2 জুল

 

2 thoughts on “তাপ ও উষ্ণতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । heat and temperature easy gk questions”

Leave a Comment