পরমাণুর গঠন সম্পর্কিত তথ‍্য ও mcq প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

পরমাণুর গঠন সম্পর্কিত তথ‍্য ও mcq প্রশ্ন ও উত্তর | Atomic Structure Science Gk In Bengali

পরমাণুর গঠন তথ‍্য :

রাসায়নিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যার কোন স্বাধীন অস্তিত্ব নেই কেবলমাত্র পরাধীন অস্তিত্ব আছে, কিন্তু বিক্রিয়ায় সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারে সেই সব ছোট ছোট আণুবীক্ষণিক কণিকাকে বলা হয় পরমাণু । সাধারণত পরমাণুর আকার খুবই ছোট হয় এদের দৈর্ঘ্য হয় 100 পিকো মিটার বা একটি চুলের এক লক্ষ ভাগের এক ভাগ ।

পরমাণুর আকার এত ক্ষুদ্র হওয়ার জন্য পরমাণুর আচরণের মানগত বৈশিষ্ট্য, পদার্থ বিদ্যার সূত্র দিয়ে প্রকাশ করা যায় না । পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানীরা নানাপ্রকার বহু গবেষণা করেছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল ডাল্টনের পরমাণুবাদ । ডাল্টনের পরমাণুবাদে পরমাণুকে একটি অবিভাজ্য রূপ হিসেবে ধরা হয়েছে , কিন্তু এ তথ্য এখন গ্রহণযোগ্য নয় ।

উনবিংশ শতাব্দীর শেষ দিকে বিজ্ঞানীরা প্রমাণ করেন পরমাণুর তিনটি উপাদানের কথা, যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে  পরমাণু সৃষ্ট তাদেরকে বলা হয় মৌলিক কণিকা । এরা হল ইলেকট্রন,প্রোটন ও নিউট্রন । মূলত এই তিনটা কণিকা একসঙ্গে জোট বেঁধে ভিন্ন ভিন্ন পরমাণু সৃষ্টি করে ,ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও  আধানহীন নিউট্রন একজোঠ হয়ে নিউক্লিয়াস গঠন করে, আর এদেরকে ঘিরে ঋণাত্মক আধানের ইলেকট্রন ঘুরে চলেছে ।

পরমাণুর গঠন

পরমাণুর গঠিত সাধারণত দুটি অংশ নিয়ে, একটি পারমাণবিক নিউক্লিয়াস ও অপরটি হল অতিরিক্ত নিউক্লিয়াসের অংশ ।

পরমাণুর গঠন সম্পর্কিত তথ‍্য ও mcq প্রশ্ন ও উত্তর

ক্ষুদ্র পারমাণবিক নিউক্লিয়াস হল একটি পরমাণুর মূল কেন্দ্র , এটি ধনাত্মক চার্জযুক্ত কণা “প্রোটন” এবং চার্জবিহীন কণা “নিউট্রন” গঠন করে । অপরদিকে অতিরিক্ত নিউক্লিয়াস অংশটির অঞ্চল বৃহৎ আকার , এটি ইলেকট্রন নামক ঋণাত্মক চার্জযুক্ত মেঘ মেঘদ্বারা কণা দিয়ে গঠিত । ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে ঘোরে । প্রোটন এবং ইলেকট্রন এর মধ্যে আকর্ষণ পরমাণুর গঠনকে একত্রিত ভাবে আবদ্ধ রাখে ।

ইলেকট্রন

ইলেকট্রন তিনটি প্রধান কণার মধ্যে অন্যতম কণা যা পরমাণু তৈরিতে সক্ষম । ইলেকট্রনিক একটি মৌলিক কণা যেটি সাধারণত ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত নয় । একটি ইলেকট্রনের ভর একটি প্রোটন ও নিউট্রনের ভরের 2000 ভাগের 1 ভাগ, তাই ইলেকট্রনগুলি মোট ভরে কার্যত কোন অবদান রাখে না । ইলেকট্রনের বৈদ্যুতিক চার্জ  -1-1,যা সমান  একটি প্রোটনের চার্জের বিপরীত +1 +1 ।

প্রোটন

এই প্রোটন কণাও পরমাণু তৈরিতে সক্ষম, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন পাওয়া যায়। প্রোটনের একটি ধনাত্মক বৈদ্যুতিক চার্জ রয়েছে  (+1) (+1) এবং একটি পারমাণবিক ভর একক রয়েছে যা 1.67×10-271.67×10-27 কিলোগ্রাম । নিউটনের সাথে একত্রিত হয়ে তারা কার্যত ভর তৈরি করে ।

নিউট্রন

নিউট্রন হলো একটি অতিপারমাণবিক কণা ,নিউটন কণা একটি বৈদ্যুতিক আধানহীন কণা । এবং নিউট্রন কণার ভর প্রোটন কণার থেকে অল্প পরিমাণে বেশি । প্রোটন এবং নিউট্রন কণা একত্রিত হয়ে পরমাণুর নিউক্লিয়াসের গঠনে সক্ষম । নিউটন কণার কোন চার্জ নেই তারা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ ।

পরমাণুর গঠন সম্পর্কে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. ইলেকট্রন কণা এর আবিষ্কারক কে

উ জে জে থমসন

2. প্রোটন কণা এর আবিষ্কারক কে

উ গোল্ডস্টেইন

3. প্রোটন কণার নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী

উ রাদারফোর্ড

4. E.S.U  এর সম্পূর্ণ নাম কি 

উ Electrostatic unit

5. A.M.U এর সম্পূর্ণ নাম কি

উ Atomic Mrass Unit

6. প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী

উ ডেমোক্রিটাস

7. পরমাণু গুলির মধ্যে সবচেয়ে হালকা  কণা কোনটি

উ ইলেকট্রন

8. পরমাণু গুলির মধ্যে সর্বাধিক ভারী কনা কোনটি

উ নিউট্রন

9. একটি পরমাণুর তৃতীয় কক্ষপথের কতগুলি সর্বাধিক ইলেকট্রন অবস্থান করতে পারে

উ 18 টি

10. ক্যান্সারের চিকিৎসা ক্ষেত্রে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়ে থাকে

উ আয়োডিন 131

11. কোন বিজ্ঞানী নিউটন কণার আবিষ্কারক

উ চ‍্যাড উইক 1932 সালে

12. পরমাণুর ভিতরে নিউক্লিয়াস এর উপস্থিতির কথা প্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী

উ রাদারফোর্ড

13. কোন পরমাণুর বাইরের কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে

উ 8 টি

14. সর্বাধিক ভারীযুক্ত হাইড্রোজেন টির নাম কি

উ ডাইটেরিয়াম

15. সাধারণত একটি নিউট্রন একটি ইলেক্ট্রনের তুলনায় কত গুণ ভারী হয়

উ 1839 গুন

16. নিউক্লিয়াসে কতগুলি কক্ষপথ থাকে

উ 7 টি

17. সূর্য ও নক্ষত্রের মূল শক্তির উৎস কি

উ নিউক্লিয় সংযোজন

18. তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কয়টি কমে যায়

উ 2 টি

19. আলফা, বিটা, গামা এই তিনটি রশ্মির মধ্যে ভরহীন রশ্মি কোনটি

উ গামা রশ্মি

20. তেজস্ক্রিয়তার এস আই (si) একক এর নাম কি

উ বেকারেল

21. আলফা-কণাটি মূলত কোন পরমাণুর নিউক্লিয়াস

উ হিলিয়াম

22. পরমাণু কি কি নিয়ে গঠিত

উ নিউক্লিয়াস ও ইলেকট্রন

23. কোন কণাটি ইলেকট্রনের সদৃশ‍্য

উ বিটা কণা

24. H+ আয়নের উপস্থিতিতে ইলেকট্রনের সংখ্যা কতগুলি

উ 0

25. ক্যাথোড রশ্মি কি

উ স্ট্রিম অফ ইলেকট্রন

আরও পড়ুন: তাপ ও উষ্ণতার প্রশ্ন

ভিডিও :  পরমাণুর গঠন

Leave a Comment