সৌরজগৎ কাকে বলে ? সৌরজগৎ এর গ্ৰহ কয়টি , চিত্র | সৌরজগৎ mcq প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

সৌরজগৎ কাকে বলে:

আকাশগঙ্গা ছায়াপথের অনেক গুলি তারার মধ্যে একটি হলুদ মধ্যমান তারা হল সূর্য, এই সূর্যের চারিপাশে অবস্থানরত একত্রিত গ্ৰহ  গুলিকে বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবার ।  সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র নক্ষত্র সূর্য যাকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে 8 গ্রহ এবং তাদের 166 টি উপগ্ৰহ সহ ।

সৌরজগৎ এর গ্ৰহ কয়টি ও কি কি:

সৌরজগতের দূরত্বের অবস্থান ভিত্তি অনুসারে 8 টি গ্রহ রয়েছে , এই 8 টি গ্ৰহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরোনাস ও নেপচুন ।

সৌরজগৎ এর চিত্র

আমরা এতটাই ভাগ‍্যবান যে আমরা এই পৃথিবীতে বসবাস করি কেননা সৌরমণ্ডলের এটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে । যে সকল মানুষ পৃথিবীর বাইরে গিয়ে মহাকাশের সৌন্দর্য স্পর্শ করেছেন তারা সত্যিই অনেক ভাগ্যবান, কিন্তু সকলের তো আর মহাকাশে গিয়ে এই সৌন্দর্য দেখার সুযোগ হয় না।

বর্তমানের এই উন্নত প্রযুক্তি ও বিজ্ঞান আমাদেরকে ঘরে বসেই অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছে তাই আজকে আমারা একটি চিত্রের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে ধারণা লাভ করবো ।

সৌরজগৎ কাকে বলে, গ্ৰহ কয়টি , চিত্র এবং সৌরজগৎ থেকে mcq প্রশ্ন ও উত্তর

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

1. “ভূগোল” শব্দটির প্রবক্তা কে ?

উ: এরাটোস্থেনিস

2. সৌরজগতের আবিষ্কারকের নাম কি?

উ: কোপারনিকাস

3. অন্তস্থ গ্রহ কয়টি এবং কি কি ?

উ:  4 টি ,বুধ , শুক্র, পৃথিবী, মঙ্গল

4. বহিস্থ গ্রহ কয়টি ও কি কি ?

উ: 5 টি , বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো । সূর্যের চারিপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে চলেছে অনবরত ।

5. সৌরমন্ডলের মোট কয়টি বামন গ্রহ রয়েছে ও কি কি ?

উ: 5 টি , সেরেস, ইরিস, হোমিয়া, মেইকমেইক ও প্লুটো ।

6. সৌরমন্ডলের বৃহত্তম গ্রহের নাম কি ?

উ: বৃহস্পতি

7. সৌরপরিবারের ক্ষুদ্রতম গ্রহের নাম কি ?

উ: বুধ

8. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

উ: বুধ

9. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?

উ: শুক্র

10. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি ?

উ: শনির

11. পৃথিবীকে সূর্যকে প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে ?

উ: 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড

12. কোন দিনটিতে মহাবিষুব সংঘটিত হয় ?

উ: 21 শে মার্চ

13. জলবিষুব কোন দিনটিতে সংঘটিত হয় ?

উ: 23 শে সেপ্টেম্বর

14. সময়ের পাশে থাকা A.M এবং P.M এর সম্পূর্ণ নাম কি ?

উ: A.M – Ante Meridian                             P.M – Post Meridian

15. সূর্যের নিকটতম নক্ষত্রটির নাম কি?

উ: প্রক্সিমা

 16. সৌরজগতের কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত ?

উ: পৃথিবী

17. সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত ?

উ: মঙ্গল

18. সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় কাকে ?

উ: ইউরোনাসকে

19. সূর্যের সব থেকে দূরের গ্রহের নাম কি ?

উ: প্লুটো

20. কোন গ্রহের কোন আবহমণ্ডল লক্ষ্য করা যায় না ?

উ: বুধ

21. কোন দিনটিতে সবচেয়ে দিন বড়ো এবং রাত্রি ছোট লক্ষ্য করা যায় ?

উ: 21 শে জুন

22. কোন দিনটিতে সবচেয়ে রাত ছোট এবং দিন বড় হয় ?

উ: 22 শে ডিসেম্বর

23. কোন দিনটিতে পৃথিবীর দিনরাত্রি সর্বোচ্চ সমান লক্ষ‍্য করা যায় ?

উ: 21 শে মার্চ ও 23 শে সেপ্টেম্বর

24. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কতক্ষণ ?

উ: 8 মিনিট 20 সেকেন্ড

25. শান্ত সাগরের অবস্থান কোথায় ?

উ: চাঁদে

26. গ্যানিমিড কোন গ্রহের একটি বৃহত্তম উপগ্রহ ?

উ: বৃহস্পতি

27. শনির 60 টি উপগ্রহের মধ্যে বৃহত্তম উপগ্রহ কোনটি ?

উ: টাইটান

28. সৌরপরিবারের কোন দুটি গ্রহে বলয় লক্ষ্য করা যায় ?

উ: শনি ও  ইউরোনাস

29. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?

উ: 75 – 76 বছর অন্তর ,আবার 2061 সালে দেখা যাবে

30. ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?

উ: আর্যভট্ট

31. কতক্ষন সময়ে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছায় ?

উ: 1.3 সেকেন্ড

32. সূর্যের বাইরের চারিদিকে উষ্ণতা কত থাকে ?

উ: 6000 ডিগ্রী সেলসিয়াস

33. সূর্য ও নক্ষত্রের প্রধান উৎস  কি ?

উ: নিউক্লিয়ার ফিউশন

34. ফোবাস ও ডেইমস উপগ্রহে দুটি কোন গ্রহের ?

উ: মঙ্গলের

35. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি হয় কোন দিনটিতে ?

উ: অপুসুর অবস্থান , 4 জুলাই

36. অনুসুর অবস্থান কী ?

উ: সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন সবথেকে কম হয় এই দিনকে বলায় অনুসুর অবস্থান, 3 ই জানুয়ারি ।

37. সূর্যের মধ্যে কি কি উপাদান বা গ্যাস লক্ষ্য করা যায় ?

উ: হাইড্রোজেন 70 %  , হিলিয়াম 28% এবং অন্যান্য 2 % ।

38. সৌরপরিবারের কোন গ্রহের সাধারণত কোন উপগ্রহ নেই ?

উ: বুধ ও শুক্র

39. পৃথিবীর নিজস্ব নিরক্ষীয় ব্যাস কত কিমি ?

উ: প্রায় 12,757 কিমি , মেরু ব‍্যাস প্রায় 12,714 কিমি , পরিধী 40,200 কিমি ।

40. কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা সংঘটিত হয় ?

উ: চাঁদ ও পৃথিবীর আকর্ষণে

আরও পড়ুন :

বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম

আবহবিকার কাকে বলে ? বৈশিষ্ট্য ও প্রকারভেদ ? 

বৃষ্টিপাত কাকে বলে এবং প্রকারভেদ ?

সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1. সৌরজগৎ আবিষ্কার করেন কে ?

উ: কোপারর্নিকাস

2. বর্তমানে সৌরজতের গ্ৰহ কয়টি ?

উ: বর্তমানে আটটি গ্ৰহ।

3.দূরত্ব আনুসারে সূর্যের দূরতম গ্ৰহ কোনট ?

উ: শুক্র

4. সৌরজগতের সবচেয়ে বড় গ্ৰহ কোনটি ?

উ: বৃহস্পতি

5.সৌরজগতের সবচেয়ে ছোট গ্ৰহ কোনটি ?

উ: বুধ

1 thought on “সৌরজগৎ কাকে বলে ? সৌরজগৎ এর গ্ৰহ কয়টি , চিত্র | সৌরজগৎ mcq প্রশ্ন ও উত্তর”

Leave a Comment