জলনির্গম প্রণালী কাকে বলে | জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ

টেলিগ্ৰামে জয়েন করুন

জলনির্গম প্রণালী কাকে বলে | জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ

জলনির্গম প্রণালী কাকে বলে : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম জলনির্গম প্রণালী কাকে বলে এবং জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

জলনির্গম প্রণালী কাকে বলে :

প্রধানত ভূমিঢাল ও ভূতাত্ত্বিক গঠনগত উপাদান অর্থাৎ শিলার গঠন, কাঠিন্য, প্রবেশ্যতা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা প্রভৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী ও শাখানদী একত্রে ক্রমবিকাশের মাধ্যমে যে নানা রকমের নদী বিন্যাস গড়ে তোলে তাকে নদী নকশা বা জলনির্গম প্রণালী বলে। প্রকৃতপক্ষে, কোনো অববাহিকায় এক একটি নদীর গতিপথ সম্মিলিতভাবে যে রূপ ফুটিয়ে তোলে তাই হল নদী নকশা বা নদী ব্যবস্থা। প্রসঙ্গত বলা যায় ক্ষয়চক্রের পরিণত অবস্থা গঠনের সঙ্গে সামঞ্জস্য করে নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।

জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ :

ভূমির ঢালকে অনুসরণ করে একটি নির্দিষ্ট খাতে উৎস থেকে মোহানা বা সঙ্গম পর্যন্ত জলধারার প্রবাহই হল নদী। সুদীর্ঘকাল ধরে একটি নদী ধীরে ধীরে তার প্রবাহপথে উপত্যকা গড়ে তোলে যাকে বলা হয় নদীর ক্রমবিকাশ। প্রধান নদী, উপনদী ও শাখানদীর সম্মিলিত ক্রমবিকাশের জন‍্য জলনির্গম প্রণালী বা নদী নকশা গড়ে ওঠে। নদীর ক্রমবিকাশের সঙ্গে নদী নকশার এক নিবিড় সম্পর্ক আছে, যা মূলত পরোক্ষভাবে কোনো অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠনকে প্রতিফলিত করে। অপরভাবে বলতে গেলে, নদী নকশাকে ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠন নিয়ন্ত্রণ করে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নদী শিলার গঠনগত প্রভাবকে এড়িয়ে নিজস্ব প্রবাহ বজায় রাখতে সমর্থ হয়। নদী নকশা বা জলনির্গম ব্যবস্থার প্রধান দুটি নিয়ন্ত্রক হল- 1.ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক এবং 2. ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক।

পড়ুন : জল কি ? 

1. ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক : নদী নকশা সৃষ্টিতে বিভিন্ন নিয়ন্ত্রণকারী উপাদানগুলি হল-ভূমির বন্ধুরতা বা ভূমির ঢাল, শঙ্কু আকৃতির পাহাড় বা টিলা,গম্বুজ আকৃতি বিশিষ্ট পাহাড় বা উচ্চভূমি, উচ্চভূমি, আগ্নেয় শঙ্কু, ক্যালডেরা বা অবনত জ্বালামুখ এবং অবনত ভূভাগ বা বেসিন প্রভৃতি।

2. ভূতাত্ত্বিক বা ভূগাঠনিক নিয়ন্ত্রক : জলনির্গম প্রণালী সৃষ্টিতে ভূতাত্ত্বিক বা ভূগাঠনিক বিভিন্ন উপাদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগলি হল- শিলার ভাঁজ ও চ্যুতি, শিলার নতি,কাঠিন্য, প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, সন্ধি বা জোড়মুখ, ফাটল বা দারণ, কঠিন ও নরম শিলার পরপর সজ্জিতকরণ, শায়িত ও কেলাসিত শিলার ওপর স্তরীভূত শিলার আস্তরণের ধরন প্রভৃতি।

আরও পড়ুন :

প্রবাল প্রাচীর কাকে বলে ? উৎপত্তি, গড়ে ওঠার কারণ ও বৈশিষ্ট্য

ভৌমজল কাকে বলে ? ভৌমজলের উৎস , গুরুত্ব ও নিয়ন্ত্রণ

গিজার কাকে বলে ? গিজারের উৎপত্তি 

জলচক্র কাকে বলে ? 

2 thoughts on “জলনির্গম প্রণালী কাকে বলে | জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ”

Leave a Comment