গিজার কাকে বলে ? What is Geyser | গিজারের উৎপত্তি

টেলিগ্ৰামে জয়েন করুন

গিজার কাকে বলে ? What is Geyser | গিজারের উৎপত্তি

গিজার কাকে বলে : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম গিজার কাকে বলে এবং গিজারের উৎপত্তি সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

গিজার কাকে বলে :

আইরিশ শব্দ Geyser শব্দের অর্থ হল গর্জন। গিজার বা গাইজার একপ্রকার পর্যাবৃত্ত উষ্ণ প্রস্রবণ। এইরূপ প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত অত্যুষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময় পর পর গর্জন করতে করতে প্রবল বেগে ভূগর্ভের সংকীর্ণ পথ ধরে ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হয়, তাই এর নাম গিজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত।

গিজারের উৎপত্তি :

সদ্যমৃত ও জীবন্ত আগ্নেয়গিরি অঞ্চলে ভূত্বকের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতাও দ্রুত হারে বাড়তে থাকে। ভৌমজল ম্যাগমা চেম্বারের সংস্পর্শে এলে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভূ-অভ্যন্তরের গহ্বরে জলীয়বাষ্প অবরুদ্ধ অবস্থায় থাকে। ভূ-অভ্যন্তরের উম্ন জল থেকে উঠে আসা জলীয় বাষ্পের চাপ যখন বাতাসের বায়ুর চাপ অপেক্ষা বেশি হয়, তখন গহ্বরের মুখ দিয়ে অবরুদ্ধ বায়ু, বাষ্প ও উষ্ণ জল ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে এসে গিজার সৃষ্টি করে । জল ও বাষ্প গহ্বর থেকে বেরিয়ে এলে সেখানে বায়ুর চাপ কমে। ফলে কিছুক্ষণের জন্য শান্ত অবস্থা বিরাজ করে। এই সময়ে ধীরে ধীরে জলের সঞ্চয় ঘটে এবং ক্রমান্বয়ে বাষ্পচাপ বাড়ে। এই চাপ সঙ্কটসীমা অতিক্রম করলে পুনরায় জলীয়বাষ্প ও জলের উৎক্ষেপণ ঘটে। এইভাবে পর্যায়ক্রমে জলের উৎক্ষেপণ ও শান্ত অবস্থা চলতে থাকে।

আরও পড়ুন :

ভৌমজল কাকে বলে ? ভৌমজলের উৎস, গুরুত্ব ও নিয়ন্ত্রণ

পর্যায়ন কাকে বলে ? বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি গুলি কি 

2 thoughts on “গিজার কাকে বলে ? What is Geyser | গিজারের উৎপত্তি”

Leave a Comment